আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেনীর ভৌতবিজ্ঞান বিষয়ের পরিবেশ গঠনে পদার্থের ভুমিকা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি আলোচনা করেছি | (WBBSE Class 7 Physical Science Solutions)
সপ্তম শ্রেণী - ভৌতবিজ্ঞান
অধ্যায়: পরিবেশ গঠনে পদার্থের ভুমিকা
উত্তর: লিপিড বা ফ্যাট ।
আরও পড়ুন: সপ্তম শ্রেণী ভৌতবিজ্ঞান | অধ্যায়: চুম্বক
৭. কোন কোন পদার্থে কোন অ্যাসিড থাকে তার তালিকা নিচে দেওয়া হলো ।
৮. অ্যাসিড শব্দটি কোথা থেকে এসেছে ? এর অর্থ কি?
উত্তর: 'অ্যাসিড' শব্দটি এসেছে ল্যাটিন শব্দ 'অ্যাসিডাস' থেকে, যার অর্থ হল টক |
আরও পড়ুন: সপ্তম শ্রেণী মডেল টাস্ক উত্তরমালা
৯. তীব্রতা অনুসারে অ্যাসিড কয় প্রকার ও কী কী ?
উত্তর: দুই প্রকার । যথা - তীব্র অ্যাসিড ও মৃদু অ্যাসিড ।
১০. একটি করে তীব্র অ্যাসিড ও মৃদু অ্যাসিডের উদাহরণ দাও ।
উত্তর:
তীব্র অ্যাসিড: হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) |
মৃদু অ্যাসিড: অ্যাসিটিক অ্যাসিড ($\small CH_3COOH $) |
১১. মানবদেহের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে ?
উত্তর: হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) ।
১২. কোন অ্যাসিডকে 'মিউরিয়েটিক অ্যাসিড' বলা হয় ?
উত্তর: হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ।
আরও পড়ুন : সপ্তম শ্রেণী ভৌতবিজ্ঞান | অধ্যায়: আলো | প্রশ্নোত্তর
১৩. মানবদেহের পাকস্থলীতে অ্যাসিডের পরিমান বৃদ্ধি পেলে কি করা উচিত ?
উত্তর: অ্যান্টাসিড খাওয়া উচিত ।
১৪. অ্যাসিড কাকে বলে ?
উত্তর: যে সমস্ত হাইড্রোজেন ঘটিত যৌগ স্বাদে টক, জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H⁺ আয়ন উৎপন্ন করে এবং ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবন ও জল উৎপন্ন করে, তাদের অ্যাসিড বলা হয় ।
১৫. মানবদেহে লিপিডের কাজ কী ?
উত্তর: মানবদেহের ক্ষয়ে লিপিড ভেঙ্গে তাপশক্তি উৎপন্ন হয় । চামড়ার নীচে উপস্থিত লিপিডের স্তর মানুষসহ বিভিন্ন প্রাণীকে শীতের হাত থেকে রক্ষা করে ।
পরবর্তীতে এই পোস্টে আরও প্রশ্নোত্তর যুক্ত করা হবে................................
Tags: WBBSE Class 7 Physical Science, WBBSE Class 7, WBBSE Class 7, Physical Science Questions, Class 7 Physical Science Important Questions & Answers
উপরের প্রশ্নোত্তর গুলি নিয়ে কোনোরকম প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্ট করে জানাও ।
এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে তা তোমরা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার এই লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ জয়েন করতে রাখতে পারো |
এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন । আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.