সপ্তম শ্রেণী ভৌতবিজ্ঞান | গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | WBBSE Class 7 Physical Science | Important Questions & Answers | Esho Seekhi

 

wbbse-class-7-physical-science-solutions

আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেনীর ভৌতবিজ্ঞান বিষয়ের পরিবেশ গঠনে পদার্থের ভুমিকা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি আলোচনা করেছি | (WBBSE Class 7 Physical Science Solutions)

সপ্তম শ্রেণী - ভৌতবিজ্ঞান

অধ্যায়: পরিবেশ গঠনে পদার্থের ভুমিকা


অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 
 
১. মানুষের দেহে  ওজনানুপাতিক শতাংশ অনুসারে কোন মৌলটি সর্বাধিক পাওয়া যায়?
উত্তর: অক্সিজেন ।

২. শামুক,ঝিনুকের দেহের বাইরের খোলস কি  তৈরী ?
উত্তর: ক্যালসিয়াম কার্বনেট ($\small CaCO_3$) দিয়ে ।
 


wbbse-class7-physical-science-notes-pdf

 
৩.  হিমোগ্লোবিন তৈরিতে কোন ধাতুর প্রয়োজন ?
উত্তর: আয়রন (Fe) ।
 
 
৪.  কোন আয়ন শরীরে সঠিক মাত্রায় না থাকলে স্নায়ুর সংকেত ঠিক মতো কাজ করে না ?
উত্তর: সোডিয়াম আয়ন ($\small Na^+$) ও পটাশিয়াম আয়ন ($\small K^+$) ।
 
৫. ত্বকের নিচে থাকা _______ -এর পুরু স্তর শীতের হাত থেকে প্রাণীদের রক্ষা করে ।

উত্তর: লিপিড বা ফ্যাট ।


 
৬. হাড়ের প্রধান উপাদান হলো  _____________ ।
উত্তর: ক্যালসিয়াম ফসফেট যৌগ ।
 

৭. কোন কোন পদার্থে কোন অ্যাসিড থাকে তার তালিকা নিচে দেওয়া হলো ।


নাম   
যে অ্যাসিড থাকে
আপেল
ম্যালিক অ্যাসিড
পাতিলেবু
সাইট্রিক অ্যাসিড ও অ্যাসকরবিক অ্যাসিড
কমলালেবু
সাইট্রিক অ্যাসিড ও অ্যাসকরবিক অ্যাসিড
তেঁতুল
টারটারিক অ্যাসিড
টম্যাটো
অক্সালিক অ্যাসিড
চা
ট্যানিক অ্যাসিড
দই
ল্যাকটিক অ্যাসিড
ভিনিগার
অ্যাসিটিক অ্যাসিড
সোডা ওয়াটার
কার্বনিক অ্যাসিড
মিউরিয়েটিক অ্যাসিড
হাইড্রোক্লোরিক অ্যাসিড

 

৮. অ্যাসিড শব্দটি কোথা থেকে এসেছে ? এর অর্থ কি?

উত্তর: 'অ্যাসিড' শব্দটি এসেছে ল্যাটিন শব্দ 'অ্যাসিডাস' থেকে, যার অর্থ হল টক |

 

 আরও পড়ুন: সপ্তম শ্রেণী মডেল টাস্ক উত্তরমালা 

৯. তীব্রতা অনুসারে অ্যাসিড কয় প্রকার ও কী কী ?

উত্তর: দুই প্রকার । যথা - তীব্র অ্যাসিড ও মৃদু অ্যাসিড । 

 

১০. একটি করে তীব্র অ্যাসিড ও মৃদু অ্যাসিডের উদাহরণ দাও ।

উত্তর:

তীব্র অ্যাসিড: হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) |

মৃদু অ্যাসিড: অ্যাসিটিক অ্যাসিড ($\small CH_3COOH $) |

 

১১. মানবদেহের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে ?

উত্তর: হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) ।

 

১২. কোন অ্যাসিডকে 'মিউরিয়েটিক অ্যাসিড' বলা হয় ?

উত্তর: হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ।

 

আরও পড়ুন : সপ্তম শ্রেণী ভৌতবিজ্ঞান | অধ্যায়: আলো | প্রশ্নোত্তর

 

১৩. মানবদেহের পাকস্থলীতে অ্যাসিডের পরিমান বৃদ্ধি পেলে কি করা উচিত ?

উত্তর: অ্যান্টাসিড খাওয়া উচিত ।

 

১৪.  অ্যাসিড কাকে বলে ?

উত্তর: যে সমস্ত হাইড্রোজেন ঘটিত যৌগ স্বাদে টক, জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H⁺ আয়ন উৎপন্ন করে এবং ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবন ও জল উৎপন্ন করে, তাদের অ্যাসিড বলা হয় ।

১৫. মানবদেহে লিপিডের কাজ কী ?

উত্তর: মানবদেহের ক্ষয়ে লিপিড ভেঙ্গে তাপশক্তি উৎপন্ন হয় । চামড়ার নীচে উপস্থিত লিপিডের স্তর মানুষসহ বিভিন্ন প্রাণীকে শীতের হাত থেকে রক্ষা করে ।

 


পরবর্তীতে এই পোস্টে আরও প্রশ্নোত্তর যুক্ত করা হবে................................


Tags: WBBSE Class 7 Physical Science, WBBSE Class 7, WBBSE Class 7, Physical Science Questions, Class 7 Physical Science Important Questions & Answers

 

উপরের প্রশ্নোত্তর গুলি নিয়ে কোনোরকম প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্ট করে জানাও ।
এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে তা তোমরা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার এই লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ জয়েন করতে রাখতে পারো |

এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন । আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post