Class 5 Model Task Questions with Answers
1. নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
ক) নয়ানজুলি কী ?
উত্তর: রাস্তার পাশে একটানা লম্বা জলাশয়কে নয়ানজুলি বলে |
খ) বীজধান কী ?
উত্তর: ছোটো জমিতে খুব ঘন ঘন যে ধানচারা গুলি থাকে সেই ধানচারা গুলিকে মূলসহ উপড়ে ধানচাষের জমিতে লাগানো হয় | এই ধানচারা গুলিকেই বীজধান বলে |
আরও পড়ুন: পঞ্চম শ্রেণী গণিত সমাধান: ঐকিক নিয়ম সম্পূর্ণ সমাধান
গ) একটি জৈব সারের নাম লেখো |
উত্তর: একটি জৈব সারের নাম হলো ইউরিয়া |
ঘ) রোয়া কাকে বলে ?
উত্তর: বীজধানের আকার হাতখানেকের সমান হলে সেগুলিকে তুলে ধানচাষের জমিতে বসানো হয় | বিঘাখানেক অন্তরদিয়ে সেই ধানচারা গুলিকে বসানো হয় | সেই চারা বসানোকেই রোয়া বলে |
ঙ) মাছের ঘা সারাতে পুকুরের জলে কী ব্যবহার করা হয় ?
উত্তর: মাছের ঘাসারাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয় |
আরও পড়ুন: পঞ্চম শ্রেণী গণিত মডেল প্রশ্নোত্তর
চ) বাঁওড় কাকে বলে ?
উত্তর: নদীর বাঁকে খানিকটা জায়গা কখনো কখনো নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাশয়ের সৃষ্টি করে | এই বদ্ধজলাশয়কে বাঁওড় বলে |
ছ) ঝোরা কাকে বলে ?
উত্তর: পাহাড় অঞ্চলে অনেক ঝরনা দেখা যায় | তাদের মধ্যে ছোটো ছোটো ঝরনাকে ঝোরা বলে |
যেমন: কার্শিয়াং এর পাগলাঝোরা এরকমই একটি ঝোরার উদাহরণ |
জ) ভূমিক্ষয়ের কারণ কী ?
উত্তর: নিচে ভূমিক্ষয়ের কারণগুলি আলোচনা করা হল :
- অত্যাধিক হারে গাছ কেটে ফেলা ভূমিক্ষয়ের একটি প্রধান কারণ |
- অত্যাধিক হারে বৃষ্টি এবং বন্যার ফলেও ভূমিক্ষয় হয়ে থাকে |
ঝ) পাথরের ফেটে কীভাবে মাটি তৈরী হয় ?
উত্তর: ভূমিকম্প, সূর্যের প্রখর তাপ, প্রবল বৃষ্টিপাত ইত্যাদির ফলে ধীরে ধীরে পাথর ফেটে গুঁড়ো হয়ে যায় এবং বছরের পর বছর অন্যান্য উপাদানের সঙ্গে মিশ্রিত হয়ে মাটির সৃষ্টি করে |
এছাড়া তোমাদের আরোকোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags: class 5 amader paribesh question answer, মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 5 পরিবেশ, amader paribesh class 5, model activity task class 5, WBBSE Class 5 Model Activity Task Solutions, WBBSE Class 5 Amader Paribesh Model Activity Task Solutions, class 5 activity task
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.