WBBSE Model Activity Task
Class 8
Geography and Environment
১) বিভিন্ন স্তর ও বিয়ুক্তিরেখা সহ পৃথিবীর অভ্যন্তরের চিহ্নিত অঙ্কন করো।
উত্তর:
২) কোনো ভুমিকম্প শুরু হলে কি কি ব্যবস্থা নেওয়া দরকার তা নিজের ভাষায় গুছিয়ে লেখ।
উত্তর:
- যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি বা স্কুল থেকে বেরিয়ে কোন খলা জায়গায় যেতে হবে।
- যদি খলা জায়গায় বেরিয়ে যাওয়া সম্ভব না হয় তবে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা শক্ত আসবাবের তলায় ঢুকে পড়া উচিৎ।
- ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুল বারন্দা, সিঁড়ি, লিফট ব্যবহার এড়িয়ে চলা উচিৎ।
- বাড়ি থেকে বেরবার আগে সম্ভব হলে প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে নেবে।
৩) যেকোনো পাঁচটি ক্ষেত্রে তিন ধরনের শিলার ব্যবহার উদাহরণ লিপিবদ্ধ করো।
উত্তর: প্রকৃতিতে বিভিন্ন প্রকারের শিলা পাওয়া যায় | এদের মধ্যে সৃষ্টি ও বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শিলাকে তিনভাগে ভাগ করা হয়েছে | যথা: (i) আগ্নেয় শিলা, (ii) পাললিক শিলা ও (iii) রুপান্তরিত শিলা |
নিচে তিন ধরনের শিলার ব্যবহার উদাহরণসহ চকের আকারে আলোচনা করা হল:
৪) প্রতিবেশী দেশগুলির সাথে ভারতের সম্পর্ক কেন ভালো রাখা প্রয়োজন বলে তুমি মনে করো।
উত্তর: প্রতিবেশীরা যেমন আপদে-বিপদে আমাদের পাশে থেকে আমাদের সহায়তা করেন ঠিক তেমনি কোনো দেশের প্রতিবেশী দেশগুলিও তাদের প্রতিবেশীর আপদ, বপদ ও সংকটকালীন পরিস্থিতিতে সেই দেশের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দেয় | তাই, প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক ভালো থাকলে তারা ভারতের বিপদে, ও সংকটে পাশে দাড়াবে | এছাড়াও প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখলে আন্তর্জাতিক বানিজ্য, শিল্প ইত্যাদির ক্ষেত্রে নানা সুযোগ সুবিধা প্রতিবেশী দেশগুলি পেতে পারে |
তাই, আমি ভারতের সঙ্গে তার প্রতিবেশী দেশগুলির সম্পর্ক ভালো রাখা প্রয়োজন বলে মনে করি |
পরিবেশ ও ভূগোল Part 2/button/#07b504
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
READ ALSO
▶ Class 8 Math Model Activity Task Solutions
▶ Class 8 Science (বিজ্ঞান) Model Activity Task Solutions
▶ Class 8 English Model Activity Task Solutions
▶ Class 8 Science Model Activity Task Part 3
▶ Class 8 Science Model Activity Task Part 2
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
কয়েকটি জায়গায় বানান ভুল আছে। একটু ঠিক করে নেবেন।
ReplyDeleteExtremely sorry for the spelling mistakes...
Deleteঅতি শীঘ্রই বানান গুলি ঠিক করে পোস্টটি আপডেট করে দেওয়া হবে |
TEAM ESHO SEEKHI
I AM HAPPY
ReplyDeleteThank You So much.......:)
DeletePost a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.