প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অষ্টম শ্রেনীর পরিবেশ ও ভূগোল এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 8 Model Activity Task Geography and Environment)
WBBSE Model Activity Task
Class 8
Geography and Environment
১) পৃথিবীর অভ্যন্তরে বিযুক্তি রেখা থাকার কারন কি ?
উত্তরঃ বিযুক্তি রেখা দ্বারা দুটি ভিন্ন উপাদান ও ঘনত্বের স্তরকে আলাদা করা যায়। এইকারনে ভূবিজ্ঞানীরা ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেখানের নাম দিয়েছেন বিযুক্তি রেখা।
২) অপসারি পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন ?
উত্তরঃ ভূ ত্বকের পাতগুলো সর্বদা ধীরগতিতে সঞ্চারণশীল | সাধারণভাবে দেখা যায় সমুদ্র তলদেশে পাতের সীমানা বরাবর দুটো পাত পরস্পর থেকে দুরে সরে যাচ্ছে | এর ফলে সমুদ্র তলদেশে যে ফাঁকের সৃষ্টি হয় তা দিয়ে ভূ অভ্যন্তরের ম্যাগমা ক্রমাগত বেরিয়ে আসে | এই ম্যাগমা পরে শীতল ও কঠিন হয়ে নতুন ভূত্বক বা পাত এবং সমুদ্রের তলদেশে মধ্য-সামুদ্রিক শৈলশিরা গঠন করে। সেই জন্য অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে।
৩) মৃত্তিকা সৃষ্টিতে খনিজের ভূমিকা ব্যাখ্যা করো ।
উত্তরঃ বিভিন্ন ধরনের খনিজ পদার্থ ধীরে ধীরে মৃত্তিকা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে | শিলা মধ্যস্থ কেলাসিত, নির্দিষ্ট রাসায়ানিক সংযুক্তি বিশিষ্ট, নির্দিষ্ট পারমানবিক গঠনযুক্ত মৌলিক বা যৌগিক পদার্থ হল খনিজ । শিলাতে উপস্থিত খনিজ পদার্থ শিলার রং, কাঠিন্যতা ও গঠনকে নিয়ন্ত্রন করে | বিভিন্ন ধরনের খনিজ পদার্থের ফলে মৃত্তিকার রং বিভিন্ন ধরনের হয়ে তাকে |
৪) ভারতকে কেন উপমহাদেশ বলা হয় ?
উত্তরঃ হিমালয় পর্বতের দক্ষিণে ভারত ও তার প্রতিবেশী দেশ যেমন- নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, চিন, আফগানিস্তান ইত্যাদি সামাজিক মিল খুব বেশি। এদের মধ্যে ভারতের অবস্থান একেবারে মাঝখানে, আর আয়তন ও জনসংখ্যার বিচারে ভারত হল বৃহত্তম। এক কথায় এই অঞ্চলের প্রধান কেন্দ্রগুলো হল ভারত। তাই ভারতকে উপমহাদেশ বলা হয় ।
পরিবেশ ও ভূগোল Part 1/button/#07b504
পরিবেশ ও ভূগোল Part 3/button/#07b504আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
READ ALSO
▶ Class 8 Math Model Activity Task Solutions
▶ Class 8 Science (বিজ্ঞান) Model Activity Task Solutions
▶ Class 8 English Model Activity Task Solutions
▶ Class 8 Science Model Activity Task Part 3
▶ Class 8 Science Model Activity Task Part 2
▶ Class 8 Geography Model Activity Task Answers
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Your answers are really helpful😊😊😊😊😊😊
ReplyDeleteThank You So Much...:)
DeletePlz give class 7 geogrphy part 2
ReplyDeleteThanks for the answers 👍😊👍😊
ReplyDeleteCan you give projects answer
ReplyDeleteOk...But we need the questions for your projects first..
DeleteIf possible please send us the questions at our email: eshoseekhi@gmail.com
2nd time model activity task given from school. Plz plz send second time model activity task question's answer.
ReplyDeleteখুব শীঘ্রই সেগুলি আপলোড করে দেওয়া হবে |
DeleteThank you very much for answers.
ReplyDeletePost a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.