[PART 5] WBBSE Class 7 History Model Activity Task Solutions 2021| সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক

wbbse-model-activity-task-class7-history-part5-solutions-august

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো আগস্ট মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া আগস্ট মাসের সপ্তম শ্রেনীর ইতিহাস এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 7 Model Activity Task History 2021 PART 5 [2ND SERIES])

WBBSE Class 7

Model Activity Task 2021 2ND SERIES

ইতিহাস

PART 5

 

১. 'ক' স্তম্ভের সাথে 'খ' স্তম্ভ মেলাও :

উত্তর:

ক-স্তম্ভ

খ-স্তম্ভ

১.১ খলিফার অনুমোদন

গ) ইলতুৎমিশ

১.২ সিজদা ও পাইবস

ক) গিয়াসউদ্দিন বলবন

১.৩ বাজারদর নিয়ন্ত্রণ

ঘ) আলাউদ্দিন খলজি

১.৪ আমুক্তমাল্যদ

খ) কৃষ্ণদেব রায়


READ MOREসপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5


২. শূন্যস্থান পূরণ করো :

২.১ বন্দেগান-ই-চিহলগানির সদস্য ছিলেন সুলতান _____________ |

উত্তর:  গিয়াসউদ্দিন বলবন |

 

২.২ বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন__________ |

উত্তর: শামসউদ্দিন ইলিয়াস শাহ |

 

২.৩ পোর্তুগিজ পর্যটক _______  বিজয়নগর পরিভ্রমন করেন |

উত্তর: পেজ |


২.৪. বিজয়নগর পরাজিত হয়েছিল _________ যুদ্ধে |

উত্তর: তালিকোটার (১৫৬৫ খ্রিস্টাব্দে)যুদ্ধে |

 

৩। সংক্ষেপে উত্তর দাও ( ৩০-৫০ টি শব্দ):

৩.১ ইকতা ব্যবস্থা কী ?

উত্তরঃ তুর্কি সাম্রাজ্য কয়েকটি ভাগে বিভক্ত ছিল। এই এক একটি ভাগকে বলা হতো ইক্তা বা ইকতা। এই ভাগ গুলির দায়িত্ব যারা পালন করতেন তাদের বলা হতো ইক্তাদার বা ইকতাদার বা মাক তি। এই ইকতাদাররা তাদের দায়িত্বে থাকা স্থানগুলিতে রাজস্ব আদায়ের সাথে আরো অন্যান্য কাজ করত। এই ব্যবস্থাকে বলা হতো ইকতা ব্যবস্থা । 

 

৩.২ খলজি বিপ্লব বলতে কি বোঝ ? 

উত্তরঃ ইলবারি তুর্কি বংশের শেষ সুলতান কায়কোবাদ কে হত্যা করে দিল্লির সুলতান হয়ে ১২৯০ খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি সিংহাসনে বসেন । এই ঘটনা খলজি বিপ্লব নামে পরিচিত ।


wbbse-class7-physical-science-notes-pdf

 

৪. নিজের ভাষায় লেখো (১০০-১২০ টি শব্দ):

কৃষ্ণদেব রায়কে কেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয় ? 

উত্তর : কৃষ্ণদেব রায় ছিলেন তুলুব বংশের শাসক। তাকে শ্রেষ্ঠ শাসকের সন্মান দেওয়া হয়। তাকে শ্রেষ্ঠ বলার কারণগুলি নিম্নে আলোচনা করা হলো - 

  • কৃষ্ণদেব রায় এর শাসন কালকে বিজয়নগরের সীমানার আরও বিস্তার ঘটে এবং তাঁর শাসনকালে বিজয়নগরের গৌরব আরও বেড়ে যায়। 
  • কৃষ্ণদেব রায় ছিলেন সাহিত্যের পৃষ্ঠপোষক। তিনি শিল্প, সাহিত্য, সংগীত এবং দর্শনশাস্ত্রে দৃষ্টিপাত করেন এবং তার সময়ে এর উল্লেখযোগ্য ফলাফল দেখা যায়। তিনি নিজেই একজন সাহিত্যিক ছিলেন। 'আমুক্তমাল্যদ' নামক গ্রন্থে তিনি তেলেগু ভাষায় রাজার কর্তব্য সম্পর্কে আলোচনা করেছেন। 
  • এর পাশাপাশি তিনি অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটান। 
  • রাজাদের মধ্যে কৃষ্ণদেব রায় ছিলেন সবচেয়ে পণ্ডিত এবং সর্বোত্তম একজন মহান শাসক। তিনি একাধারে যেমন ছিলেন সুবিচারক, অন্য ধারে ছিলেন একজন সাহসী শাসক। পর্তুগীজ পর্যটক পেজ এর লেখায় তিনি কৃষ্ণদেব রায় কে এইভাবে প্রশংসিত করেছেন এবং বলেছেন তিনি ছিলেন একমাত্র সর্ব গুণের অধিকারী। 

 

সপ্তমশ্রেনীর অন্যান্য মডেল টাস্ক PART 5 এর সমাধানের লিংক নিচে দেওয়া হলো :

সপ্তম শ্রেণী ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 5

সপ্তম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 5

সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 5

সপ্তম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 5

সপ্তম শ্রেণী বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 5

 

 

আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 7 all subject second series, class 7 model activity task 2021, model activity task class 7 history 2021, model activity task class 7 history part 5 answers, model activity task class 7 history 2nd series, model activity task class 7 history part 5 answers, WBBSE Class 7 History Model Activity Task Answers, Class 7 Model Activity Task Answers History, সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021 পার্ট 5


© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post