[PART 5] Model Activity Task Class 7 Science Part 5 Solutions 2021 | পৃথিবী যে নিজেই একটা চুম্বক তার পক্ষে কী প্রমাণ আছে ?

wbbse-model-activity-task-class7-science-part5-solutions-august

 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো আগস্ট মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া সপ্তম শ্রেনীর পরিবেশ ও বিজ্ঞান এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 7 Model Activity Task Environment and Science 2021 PART 5 [2ND SERIES])

WBBSE Class 7

Model Activity Task 2021 

Month : August

2ND SERIES

PART 5

 

১. ঠিক উত্তরটি নির্বাচন করো:

১.১ অপ্রভ বস্তুটি হলো -

উত্তর: (গ) চাঁদ


১.২ যে জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো 

উত্তর: (ঘ) গোবর গ্যাস |

 

১.৩ উদ্ভিদের মূলের ডগায় টুপির মতো অংশের ঠিক ওপরের জায়গা যেখানে কোনো রোঁয়া থাকে না সেটি হলো -

উত্তর: (খ) বর্ধনশীল অঞ্চল |

 

READ MOREসপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4


২. শূন্যস্থান পূরণ করো:


২.১ ইস্ত্রিতে তড়িৎপ্রবাহের __________ ফলাফলের প্রয়োগে হয় ।

উত্তর: তাপীয়


২.২ আমের আঁটি ________ ঢেকে রাখে ।

উত্তর: বীজকে

 

২.৩ এঁচোড় হলো ______ ফলের একটি উদাহরণ |

উত্তর: যৌগিক |

 

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:

৩.১ পৃথিবী যে নিজেই একটা চুম্বক তার পক্ষে কী প্রমাণ আছে ? 

উত্তর: একটি লোহার দন্ডকে বহুদিন ধরে পৃথিবীর উত্তর-দক্ষিণ দিক বরাবর রেখে দিলে দেখা যায় ওই দন্ডের মধ্যে ক্ষীণ চুম্বকত্বের সৃষ্টি হয়েছে | দন্ডটির উত্তরমুখী প্রান্তে উত্তর মেরু এবং দক্ষিণমুখী প্রান্তে দক্ষিণ মেরুর সৃষ্টি হয়েছে | যেহেতু চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, তাই আমরা বলতে পারি যে, লোহার দন্ডটিতে চৌম্বকত্ব আবিষ্ট হয়েছে |

উপরের এই পরীক্ষার দ্বারাই প্রমাণিত হয় যে, পৃথিবী নিজেই একটি চুম্বক |



wbbse-class7-physical-science-notes-pdf

 

 

৩.২ কী কী উপায়ে উদ্ভিদে স্বপরাগযোগ ঘটতে পারে ?

উত্তর: নিম্নলিখিত উপায়গুলির মাধ্যমে কোনো উদ্ভিদে স্বপরাগযোগ ঘটতে পারে:

⓵ বায়ুর মাধ্যমে, ⓶ জলের মাধ্যমে, ⓷ পতঙ্গের মাধ্যমে, ⓸ পাখির মাধ্যমে 

 

৪. তিনটি-চারটি বাক্যে উত্তর দাও।

৪.১ একটি চিহ্নিত চিত্রের সাহায্যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মির গতিপথ কেমন হবে তা দেখাও।

উত্তর: 

wbbse-model-activity-task-class7-science-part5-solutions

 

৪.২ সাপ কীভাবে "জেকবসনস অর্গ্যান" - এর সাহায্যে তার চারপাশের পরিবেশে সম্বন্ধে জানতে পারে ?

উত্তর: আমাদের চারপাশের বিভিন্ন প্রাণীর দেহ থেকে নানান উদবায়ী যৌগের অণু বায়ুর মাধ্যমে তার চারপাশের পরিবেশে ছড়িয়ে পড়ে | সাপের জিভে উপস্থিত সেইসব যৌগের অণুগুলি আটকে যায় | তারপর সাপ তার মুখের ভেতরে জিভটি ঢুকিয়ে নিয়ে জিভটিকে তালুতে ঠেকিয়ে দেয় | সাপের তালুতে উপস্থিত জেকবসনস অর্গ্যান তখন সেই অনুগুলির গন্ধের উদ্দীপনা সাপের মস্তিস্কে প্রেরণ করে | এভাবেই সাপ তার তালুতে উপস্থিত জেকবসনস অর্গ্যান এর মাধ্যমে তার চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে |

 

সপ্তমশ্রেনীর অন্যান্য মডেল টাস্ক PART 5 এর সমাধানের লিংক নিচে দেওয়া হলো :

সপ্তম শ্রেণী ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 5

সপ্তম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 5

সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 5

সপ্তম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 5

সপ্তম শ্রেণী বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 5

 

 

আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 7 all subject second series, class 7 model activity task 2021, model activity task class 7 science and environment 2021, model activity task class 7 environment and science answers, model activity task class 7 science 2nd series, model activity task class 7 science part 5 answers, WBBSE Class 7 Science Model Activity Task Answers, Class 7 Model Activity Task Answers Science, সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021 পার্ট 5


© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post