[PART 4] WBBSE Class 7 Geography Model Activity Task Solutions 2021 | সপ্তম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা পার্ট 4

 

wbbse-class7-geography-model-activity-task-2021-solutions

 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |

আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া সপ্তম শ্রেনীর ভূগোল এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 7 Model Activity Task Geography Part 4 Solutions 2021)



WBBSE Class 7

MODEL ACTIVITY TASK 2021

ভূগোল

PART 4

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 

১.১ সূর্যের উত্তরায়নের সময়কাল- 

উত্তর: গ) ২২ সে ডিসেম্বর থেকে ২১ সে জুন পর্যন্ত ।

 

১.২ কোনো মানচিত্রে সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে - 

উত্তর: খ) বায়ুর চাপের পার্থক্য বেশি হয় |


১.৩ টোকিও -  ইয়োকোহামা শিল্পাঞ্চলের উন্নতির অন্যতম প্রধান কারণ হল- 

উত্তর: গ) উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম 

 

২. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো : 

২.১ নিরক্ষরেখার থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ _____থাকে । 

উত্তর: কমতে

২.২ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ ____ যায় ।

উত্তর: বেড়ে

২.৩ এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হল ________ |

উত্তর: লেনা |


৩. সংক্ষিপ্ত উত্তর দাও : 

৩.১) কোন তারিখকে কর্কটসংক্রান্তি বলা হয় ও কেন ? 

উত্তর: ২১ সে জুন পৃথিবী নিজের কক্ষ পথে এমন একটি জায়গায় আসে যে উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার ওপর সূর্যরশ্মি লম্ব ভাবে পড়ে। এই দিন উত্তর গোলার্ধে দিন সবথেকে বড়ো আর দক্ষিণ গোলার্ধে দিন সবথেকে ছোট হয়।  সুমেরুবৃত্তে ২৪ ঘন্টাই সূর্যকে দেখা যায়। আর কুমেরুবৃত্তে ২৪ ঘন্টাই অন্ধকার থাকে। তাই ২১শে জুন তারিখটিকে কর্কটসংক্রান্তি বলা হয় । 


৩.২) মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উষ্ণতার তারতম্য কীভাবে দুই অঞ্চলে বায়ুচাপকে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো ।

উত্তর: বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন ও ঘনত্বের পরিবর্তন হয়। যেমন- বায়ু উত্তপ্ত হলে বায়ুর কণাগুলোর গতিবেগ বৃদ্ধি পায় এবং তারা পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে। এভাবেই বায়ু হালকা হয়ে প্রসারিত হয় ও ওপরে উঠে যায়। বায়ুর ঘনত্ব কমে যায়। অর্থাৎ নির্দিষ্ট আয়তনের বায়ুতে অনুর সংখ্যাও কমে যায় এবং এর ফলে বায়ুর চাপও কমে যায়। বায়ু শীতল হয়ে সংকুচিত হয় এবং বায়ুর চাপও বেড়ে যায় বায়ুর ঘনত্ব বাড়ার সাথে সাথে। এই কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি এবং উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে কম |

 

৪. এশিয়া মহাদেশের নিরক্ষীয় ও উষ্ণ মরু জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের চরিত্রকে কীভাবে প্রভাবিত করে তা আলোচনা কর । 

উত্তর:

নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ : নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি  সারা বছর লম্বাভাবে পড়ে বলে সারা বছরই উষ্ণতা বেশি থাকে ও এখানে বার্ষিক বৃষিটপাতের পরিমাণও যথেষ্ট বেশি, প্রায় ২০০ সেমি থেকে ২৫০ সেমি। সারাবছর এই রকম পরিবেশ থাকায় ঘন চিরসবুজ অরণ্যের সৃষ্টি হয়েছে। যেমন - মেহগনি, রোজউড, আয়রন উড, সেগুন, রবার, সিঙ্কোনা, আবলুস ইত্যাদি গাছ দেখা যায়। 

উষ্ণমরু জলবায়ু অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ : উষ্ণমরু অঞ্চলে উষ্ণতা সারাবছরই বেশি থাকে এবং এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমান খুবই কম।  তাই এখানে সাধারণত কাঁটা জাতীয় গাছের আধিক্য দেখা যায়। যেমন - বাবলা, ফণীমনসা, খেজুর ইত্যাদি।  বৃষ্টিপাত কমে হয়ে বলে এখনকার গাছ গুলির কান্ড মোম জাতীয় পদার্থের আস্তরণ দিয়ে ঢাকা থাকে, যাতে প্রস্বেদন প্রক্রিয়ায় গাছের জল বেরিয়ে না যায়।   

            


সপ্তম শ্রেনীর ইতিহাসের অন্যান্য মডেল টাস্কের উত্তরের লিংক নিচে দেওয়া হল :

সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 1

সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 2

সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 3

সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 4

 

আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |

 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 7 all subject, class 7 model activity task 2021, model activity task class 7 geography 2021, model activity task class 7 geography answers, model activity task class 7 geography part 4, model activity task class 7 geography part 4 answers, WBBSE Class 7 Geograpphy Model Activity Task Answers, Class 7 Model Activity Task Geography Answers , সপ্তম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021


© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post