প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখি তে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনলাইন পোর্টাল থেকে দেওয়া সপ্তম শ্রেনীর 'পরিবেশ ও ইতিহাস' মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি নিয়ে আলোচনা করব | এই পোস্টে আমরা পরিবেশ ও ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 2 এর উত্তরগুলি আলোচনা করেছি |
Model Activity Task
Class 7
ইতিহাস
সপ্তম শ্রেণী ইতিহাস মডেল টাস্ক পার্ট 1/button/#de046a
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১) শশাঙ্ক বৌদ্ধবিদ্বেষী ছিলেন- এই উক্তিটি ঠিক না ভুল ? তোমার উত্তরের সপক্ষে দুটি অথবা তিনটি বাক্য লেখো ।
উত্তর: শশাঙ্ক ধর্মীয় বিশ্বাস থেকে শিবের উপাসনা করতেন। বৌদ্ধ গ্রন্থ আর্যমঞ্জুশ্রি মূলকর এ এবং সুয়ান জাং-এর ভ্রমণ বিবরণীতে তাকে বৌদ্ধবিদ্বেষী বলা হয়েছে। শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে তিনি বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিলনে এবং ধ্বংস করেছিলেন বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক। হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট -এর লেখা হর্ষচরিত গ্রন্থে শশাঙ্ককে নিন্দা করা হয়েছে।
অন্যদিকে শশাঙ্কের শাসনকালে কয়েক বছর পরে সুয়ান জং নগর কর্ণসুবর্ণ-এর উপকণ্ঠে রক্ত মৃত্তিকা বৌদ্ধ বিহারের সমৃদ্ধি লক্ষ করেছিলেন। শশাঙ্কের মৃত্যুর পঞ্চাশ বছর পর বাংলার বৌদ্ধ ধর্মের উন্নতি চিনা পর্যটক ই-সি-এর নজরে পরেছিল । শশাঙ্ক নির্বিচারে বৌদ্ধ বিদ্বেষী হলে তা হতো না। এইরকম বলা যায় যে, শশাঙ্কের প্রতি লেখকরা সম্পূর্ণ ভাবে বিদ্বেষ মুক্ত ছিলেন না। ফলত, লেখকদের মতামত কিছুটা যে অতিরঞ্জিত ছিল তা বলা যেতেই পারে ।
২) সুলতান মামুদের ১৭ বার ভারত আক্রমণের পিছনে প্রকৃত কারণ কি ছিল বলে তোমার মনে হয় ?
উত্তর: মন্দিরগুলির থেকে ধনসম্পদ লুণ্ঠন করে খোরাসান ও মধু এশিয়ায় সাম্রাজ্যে তা ব্যয় করা ছিল গজনির মাহমুদের প্রধান উদ্দেশ্য। আনুমানিক ১০০০ সাল থেকে ১০২৭ সাল পর্যন্ত প্রায় সতেরোবারের বেশি মাহমুদ ভারতে আক্রমণ করেন। ভারতের ইতিহাসে সুলতান মাহমুদ শুধু একজন আক্রমণকারী রূপে চিহ্নিত নয় সাথে একজন সুদক্ষ যোদ্ধাও হিসেবে তার নাম উঠে আসে।ভারত থেকে প্রচুর সম্পদ তিনি লুঠ করেছেন ঠিকই, তবে নিজের রাজ্যে ভালো কাজে তা ব্যয় করেছেন। তিনি আত্র সময়ের রাজধানী গজনী কে এবং অন্যান্য শহর গুলিকে সাজিয়ে তুলেছিল। প্রাসাদ, মসজিদ, গ্রন্থাগার, বাগিচা, জলাধার, খাল এবং আমু দরিয়ার নদীর বাঁধ মাহমুদ নির্মাণ করেন। একটি বিশ্ববিদ্যালয়ও তিনি গড়ে তলেন যেখানে তিনি শিক্ষকদের বেতন এবং ছাত্রদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন ।
৩) নীচের শব্দগুলির জন্য দুটি করে বাক্য লেখো :
ক) মাৎস্যন্যায় : দেশের স্থায়ী রাজার অভাবকে বোঝাতে মাৎস্যন্যায় কথাটি ব্যবহৃত হয়। পুকুরের বড়ো মাছ গুলি যে নিয়মে ছোটো মাছগুলিকে খেয়ে ফেলে, সেই নিয়মেই অরাজকতার সময়ে দুর্বল লোকগুলো শক্তিশালী লোকেদের দ্বারা অত্যাচারিত হয়।
খ) ব্রহ্মদেহ : অনেক সময় ব্রাহ্মণদের কৃষি জমির পরিমাণ বাড়ানোর জন্য জমি ডান করা হত। এই জমির ওপর কোনো কর নেওয়া হতো না। এই ব্যবস্থাকে ব্রহ্মদেহ বলা হতো ।
গ) খিলাফত : ইসলাম জগতের নেতৃত্ব নিয়ে আশঙ্কা দেখা দেয় মহম্মদের পর। এই আশঙ্কা থেকে বেরতে মহম্মদের চার সঙ্গীরা ইসলামদের নেতা হিসেবে নির্বাচিত হন। এদের বলা হতো খালিফা । এটি একটি আরবি শব্দ জারত অর্থ হল প্রতিনিধি বা উত্তরাধিকার। আবু বকর ছিলেন প্রথম খালিফা ।
সপ্তম শ্রেনীর ইতিহাসের অন্যান্য মডেল টাস্কের উত্তরের লিংক নিচে দেওয়া হল :
▶ সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 1
▶ সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 2
▶ সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 3
▶ সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 4
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
সপ্তম শ্রেনীর অন্যান্য মডেল টাস্কের উত্তর পেতে নীচের লিঙ্কে ক্লিক করুন
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
The application is very nice thank you so much question answer good job
ReplyDeleteকিছু কিছু বানান ভুল আছে
ReplyDeleteExtremely sorry for the spelling mistakes...
Deleteঅতি শীঘ্রই বানান গুলি ঠিক করে পোস্টটি আপডেট করে দেওয়া হবে |
Very nice 🙂🙂
ReplyDeletePost a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.