প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখি তে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনলাইন পোর্টাল থেকে দেওয়া সপ্তম শ্রেনীর 'পরিবেশ ও ইতিহাস' মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি নিয়ে আলোচনা করব | এই পোস্টে আমরা পরিবেশ ও ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 3 এর উত্তরগুলি আলোচনা করেছি |
Model Activity Task
Class 7
ইতিহাস
বিষয় : মুঘল সাম্রাজ্য
ক) সঠিক উত্তর বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো :
1. 'সড়ক-ই-আজম' নির্মাণ করেন - (হুমায়ুন/ শেরশাহ/ আকবর) |
উত্তর: শেরশাহ।
2. বীরবলের প্রকৃত নাম ছিল- (বিষেন দাস/ চরণ দাস/ মহেশ দাস) ।
উত্তর: মহেশ দাস
3. দহসালা বন্দোবস্ত প্রবর্তন করেন- (আকবর/ শাহজাহান/ ঔরঙ্গজেব) |
উত্তর: আকবর।
খ) 'ক' স্তম্ভের সাথে 'খ' স্তম্ভ মিলিয়ে লেখো :
উত্তর:
গ) দু-এক কথায় উত্তর দাও :
1. পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর: ইব্রাহিম লোদীর এবং বাবরের মধ্যে ১৫২৬ সালে পানিপথের প্রান্তে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল ।
2. পাট্টা ও কবুলিয়ত কি ?
উত্তর: শেরশাহের ভূমি রাজস্ব ব্যবস্থায় ব্যবহৃত একটি দলিল হল পাট্টা। এই দলিলে কৃষকের নাম ও জমির পরিমাণ উল্লেখ থাকতো। কবুলিয়ত হল শেরশাহের ভূমি রাজস্ব সংক্রান্ত আরেকটি দলিল যাতে কৃষকের খাজনা দেওয়ার পরিমাণ উল্লেখ করা থাকতো ।
3. দাগ ও হুলিয়া কী ?
উত্তর: সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখার জন্য শেরশাহ যে ব্যবস্থা বা প্রথা চালু করেছিলেন তাকে বলা হতো দাগ ও হুলিয়া ।
4. আবুল ফজল কে ছিলেন ?
উত্তর: আবুল ফজল ছিলেন আকবরের আমলের একজন বিখ্যাত ঐতিহাসিক। আবুল ফজলের লেখা বই আকবর নামা তে তিনি আকবরের জীবনী নিয়ে ও সমসাময়িক ভারতের চিত্র নিয়ে আলোচনা করেছেন ।
সপ্তম শ্রেনীর ইতিহাসের অন্যান্য মডেল টাস্কের উত্তরের লিংক নিচে দেওয়া হল :
▶ সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 1
▶ সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 2
▶ সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 3
▶ সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 4
সপ্তম শ্রেনীর অন্যান্য মডেল টাস্কের উত্তর পেতে নীচের লিঙ্কে ক্লিক করুন
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Thanks❤
ReplyDeleteYou are most welcome. Please share Esho Seekhi with your friends and classmates so that they can also helped by our work absolutely free.
DeleteThank You
TEAM ESHO SEEKHI
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.