প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো অক্টোবর মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অষ্টম শ্রেনীর ভূগোল এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 8 Model Activity Task Geography 2021 PART 7 October Month)
WBBSE Class 8
Model Activity Task 2021
Month :October
ভূগোল
PART 7
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করো :১ × ৪ = ৪
১.১ আন্তঃক্ৰান্তীয় অভিসারী অঞ্চলে যে দুটি নিয়ত বায়ু মিলিত হয় তা হলো −
উত্তর : গ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু ।
১.২ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে সেটি হলো −
উত্তর : ঘ) কিউমুলোনিম্বাস
১.৩ ঠিক জোড়টি হলো −
উত্তর : খ) গ্র্যান্ড ক্যানিয়ন - কলোরাডো নদীর প্রবল পার্শ্বক্ষয় ।
১.৪ জুন-জুলাই মাসে দক্ষিণ আমেরিকার যে দেশটিতে শীতকাল বিরাজ করে সেটি হলো −
উত্তর : খ) গায়না
২. স্তম্ভ মেলাও :
উত্তর :
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির কারণ উল্লেখ করো ।
উত্তর : দুই মেরু অঞ্চলেই সারাবছর উষ্ণতা হিমাংকের নীচে থাকে। ফলে এখানকার বাতাস অত্যন্ত শীতল এবং ভারী হয়। এই অঞ্চলে সূর্যরশ্মি অতি তির্যক ভাবে পড়ে বলে বাষ্পীভবন খুব কম হয়। ফলে বাতাসে জ্বলিয়বাষ্পের পরিমান কম থাকে। আবর্তনের কারণে মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে বায়ু কিছুটা বিক্ষপ্ত হয়। এই সব কারণগুলির জন্য মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়েছে ।
৩.২ দক্ষিণ আমেরিকার নদীগুলির বৈশিষ্ট্য উল্লেখ করো ।
উত্তর : দক্ষিণ আমেরিকার নদীগুলির বৈশিষ্ট্যগুলি হলো :
- দক্ষিণ আমেরিকার নদীগুলির বেশিরভাব সুদীর্ঘ এবং আয়তনে বিশাল হয়ে থাকে।
- নদীগুলি বৃষ্টির পাশাপাশি বরফগলা জলে পুস্ট বলে চিরপ্রবাহী।
- আন্দিজ পর্বতমালা অধিকাংশ নদীর উৎপত্তি স্থল ।
বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন |
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৩ × ১ = ৩
৪.১ প্রতীপ ঘূর্ণবাত ঘূর্ণবাতের বিপরীত অবস্থা - বক্তব্যটির যথার্থতা বিচার করো ।
উত্তর : কোনো নির্দিষ্ট স্থানে গভীর নিম্নচাপ সৃষ্টি হলে চারিদিকে উচ্চচাপের শীতল বায়ু বৃত্তাকারে নিম্নচাপ দিকে ধাবিত হয়। কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে বাম দিকে এবং দক্ষিণ গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়।
হিমমণ্ডল ও নাতিশীতোষ্ণ মন্ডলের কোন স্থানে প্রচন্ড ঠান্ডায় উচ্চচাপের সৃষ্টি হলে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হতে থাকে। ফলে একটি ঘূর্ণবাতের সৃষ্টি হয়, েকে বলে প্রতীপ ঘূর্ণবাত। প্রতীপ ঘুর্ণবাত উত্তর গোলার্ধে দেন দিক বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে বাং দিক বেঁকে প্রবাহিত হয়। সেই কারণে বলা যায় যে প্ৰতিপ ঘুর্ণবাত ঘূর্ণবাতের বিপরীত অবস্থা ।
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৫ × ১= ৫
৫.১ 'হ্রদ অঞ্চল কৃষিকাজে যথেষ্ট সমৃদ্ধ' - ভৌগোলিক কারণগুলি ব্যাখ্যা করো ।
উত্তর : হ্রদ অঞ্চলে ভূমি সাধারণত সমতল হয়ে থাকে। হিমবাহ সৃষ্ট উৰ্বর মৃত্তিকা যুক্ত হওয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিকঠাক হয় সত্ত্বেও শীতল ও নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত হওয়ায় মাত্র ৭০-৮০ সেমী বৃষ্টিপাত হয়। কিন্তু চাহিদার কারণে হ্রদ অঞ্চলে কৃষিকাজ করা হয়। কৃষিজ ফসলের মধ্যে গম, ভুট্টা, যব, ওট, বীট, রাই ইত্যাদি বিভিন্ন ফল যেমন আঙ্গুর, আপেল, পীচ, নাশপাতি এবং পশুখাদ্যের মধ্যে হে, ক্লোভার, আলফা আলফা প্রচুর পরিমানে চাষ করা হয়। পেনসিলভেনিয়া শীতকালীন গম চাষের জন্য বিখ্যাত। হ্রদ অঞ্চল ভুট্টা উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে ।
CLASS 8 Model Activity Task
Part 7丨English Model Activity Task
Part 7丨পরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক
Part 7丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক
Part 7丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক
Part 7丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক
Part 7丨স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক (Coming soon)
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi FacebookTags: model activity task 2021 class 8 all subject october month, class 8 model activity task 2021, model activity task part 8 class 8 geography 2021, model activity task class 8 geography answers, model activity task class 8 geography october , model activity task class 8 history part 7 answers, WBBSE Class 8 Vugol Model Activity Task Answers October Month, WBBSE Class 8 Geography Model Activity Task Part 7 Answers, Geography Model Activity Task Solutions Part 7, Class 8 Model Activity Task Answers Geography, অষ্টম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021 পার্ট 7
© Esho Seekhi Online Education Platform
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.