প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো অক্টোবর মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া
অষ্টম শ্রেনীর পরিবেশ ও বিজ্ঞান এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর
উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 8 Model Activity Task Environment and Science 2021 PART 7 October Month)
WBBSE Class 8
Model Activity Task 2021
Month : October
পরিবেশ ও বিজ্ঞান
PART 7
১. ঠিক উত্তর নির্বাচন করো : ১ × ৩ = ৩
১.১ আপেক্ষিক তাপের একক হলো −
উত্তর: (খ) ক্যালোরি / g ℃
১.২ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় −
উত্তর: (ঘ) অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় ।
১.৩ ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণী সেটি হলো −
উত্তর: (গ) এডিস মশা
২. ঠিক বাক্যের পাশে "✔" চিহ্ন আর ভুল বাক্যের পাশে "✕" চিহ্ন দাও : ১ × ৩ = ৩
২.১ অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না ।
উত্তর : ✕
সঠিক উত্তর : অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু বিক্রিয়া শেষে আবার তাকে ফিরে পাওয়া যায় ।
২.২ সবুজ চায়ে ভিটামিন K পাওয়া যায় ।
উত্তর: ✔
২.৩ অপরিশোধিত ময়লা জল সরাসরি মাছ চাষে ব্যবহার করা হয় ।
উত্তর : ✕
সঠিক উত্তর : ময়লা জল পরিশোধন করে তারপর সেই জলে মাছ চাষ করা দরকার । অপরিশোধিত ময়লা জল ব্যবহার করলে মাছের ক্ষতি হয় ।
বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন |
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২ × ৪ =৮
৩.১ তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতি বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করো ।
উত্তর : তাপ সঞ্চালনের যে প্রক্রিয়ায় তাপ উষ্ণবস্তু থেকে অপেক্ষাকৃত কম উষ্ণ পরিমন্ডলে ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তাকে বিকিরণ পদ্ধতি বলে ।
উদাহরণ : সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণের মাধ্যমে ।
৩.২ $\small CuSO_{4} + Fe = Cu + FeSO_{4}$ বিক্রিয়াটির ক্ষেত্রে জারণ ও বিজারণ বিক্রিয়া দুটির সমীকরণ লেখো ।
উত্তর :
জারণ বিক্রিয়া : $\small Fe - {\color{Red} {2 e^{-}}} \rightarrow Fe^{2+}$
বিজারণ বিক্রিয়া : $\small Cu^{2+}+ {\color{Blue} {2e^{-}}} \rightarrow Cu$
৩.৩ ডায়ারিয়া হলে কী কী সমস্যা দেখা দিতে পারে ?
উত্তর : ডায়ারিয়া হলে নিম্নলিখিত সমস্যাগুলি দেখা দিতে পারে :
⓵ শরীর থেকে জল বেরিয়ে যেতে পারে ফলে শরীরে জলের ঘাটতি দেখা দিতে পারে ।
⓶ শরীরের পাচক রস নষ্ট হয়ে যেতে পারে এবং মলের সঙ্গে রক্ত পড়ার উপক্রমও হতে পারে ।
⓷ শরীরের জলসাম্য এবং অম্ল-ক্ষারের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে ।
⓸ শরীরের লবণের ভারসাম্যও বিঘ্নিত হতে পারে ।
৩.৪ মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে দুটো পার্থক্য লেখো ।
উত্তর :
***এখানে চারটি পার্থক্য দেওয়া হয়েছে । তোমরা যে কোনো দুটি লিখবে ।
তিনটি-চারটি বাক্যে উত্তর দাও : ৩ × ২ = ৬
৪.১ তিনটি পর্যবেক্ষণ উল্লেখ করো যা থেকে প্রাথমিকভাবে মনে করা যেতে পারে যে কোনো পরিবর্তন রাসায়নিক পরিবর্তন ।
উত্তর: কোনো পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তন তা নিম্নলিখিত পর্যবেক্ষণ দ্বারা বোঝা যেতে পারে :
① রাসায়নিক পরিবর্তনে বর্ণের পরিবর্তন হয় । অর্থাৎ রঙিন থেকে বর্ণহীন অথবা বর্ণহীন থেকে রঙিন পদার্থের উদ্ভব হয় ।
② রাসায়নিক পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হতে পারে ।
③ বর্ণহীন ও গন্ধহীন গ্যাস উৎপন্ন হতে পারে ।
৪.২ "রাসায়নিক দমন পদ্ধতিতে ফসল-ধ্বংসকারী প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হয়" − তাহলেও এই ধরনের প্রাণীদের মৃত্যু সুনিশ্চিত করতে জৈবিক দমন পদ্ধতির সাহায্য নেওয়া হয় কেন ?
উত্তর : রাসায়নিক দমন পদ্ধতিতে ফসল-ধ্বংসকারী প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হলেও নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে । যেমন :
① অনেকসময় ক্ষতিকারক প্রাণীগুলো নির্দিষ্ট একটা রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ।
② অনেকসময় কৃষিজমিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলো নদী বা হ্রদের জলে মিশে দূষণ সৃষ্টি করে ।
③ রাসায়নিক পদার্থগুলো খাদ্যশৃঙ্খলে প্রবেশ করলে, খাদ্যশৃঙ্খলের শেষের দিকের জীবদের ক্ষতি হতে পারে ।
④ রাসায়নিক পদার্থগুলো ফল বা সবজির মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে ।
⑤ এই রাসায়নিকপ দার্থগুলো অনেকসময় উপকারী পতঙ্গ যেমন, মৌমাছি, প্রজাপতিদেরও মেরে ফেলে ।
উপরিউক্ত কারণগুলির জন্যই অনেকসময় এই ধরনের প্রাণীদের মৃত্যু সুনিশ্চিত করতে জৈবিক দমন পদ্ধতির সাহায্য নেওয়া হয় ।
CLASS 8 Model Activity Task
Part 7丨English Model Activity Task
Part 7丨পরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক
Part 7丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক
Part 7丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক
Part 7丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক
Part 7丨স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক (Coming soon)
আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Very good
ReplyDeleteThanks for nice answers
ReplyDeletePost a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.