[PART 1, 2022] WBBSE Class 9 Geography Model Activity Task January 2022 Solutions | নবম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক | Banglar Shiksha Portal

 

wbbse-class9-model-activity-task-geography-solutions-january-month-2022

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের জানুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া নবম শ্রেনীর ভূগোল এর 2022 এর জানুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 9 Model Activity Task Geography 2022 Month)

Model Activity Task 2022

নবম শ্রেণী

ভূগোল

Month : January 2022

PART 1

পূর্ণমান : ২০

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :   ১ × ৩ = ৩

১.১ উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ হলো ー

উত্তর : গ) ৯০° 

 

১.২ যে অক্ষরেখা পৃথিবীর অভিকর্ষজ বলের মান সর্বনিম্ন তা হল ー

উত্তর : খ) সুমেরুবৃত্ত রেখা

 

১.৩ ঠিক জোড়টি নির্বাচন করো ー

উত্তর : খ) সাবমেরিন চালনা ー GPS 


২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :  ১ × ২ = ২

২.১.১ সৌরজগতের আটটি গ্রহের মধ্যে  _________  গ্রহের ঘনত্ব সর্বাধিক ।

উত্তর : পৃথিবী 

 

২.১.৩ পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন গ্রিক পন্ডিত __________ ।

উত্তর : এরাটোস্থেনিস 

 


২.২ একটি বা দুটি শব্দ উত্তর দাও :  ১ × ৩ = ৩

২.২.১ GPS এর পুরো কথাটি কী ? 

উত্তর : গ্লোবাল পজিশনিং সিস্টেম (Global Positioning System)

 

২.২.২ পৃথিবীর মেরু ব্যাস কত কিলোমিটার ? 

উত্তর : 12,714 কিমি (মেরু অঞ্চল) 

 

২.২.৩ কোন বহিঃস্থ গ্রহের ব্যাস সর্বাধিক ? 

উত্তর : বৃহস্পতি ।

 

বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন

৩. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :  ২ × ২ = ৪

৩.১ সৌরজগতের অন্তঃস্থ ও বহিঃস্থ গ্রহ গুলির মধ্যে দুটি পার্থক্য লেখো । 

উত্তর :

সৌরজগতের অন্তঃস্থ ও বহিঃস্থ গ্রহগুলির মধ্যে পার্থক্য

বৈশিষ্ট্য

অন্তঃস্থ গ্রহ

বহিঃস্থ গ্রহ

আকার ও ক্ষেত্রমান

অন্তঃস্থ গ্রহগুলির আকার ও ক্ষেত্র মান ছোটো হয় ।

অন্তঃকঙ্কাল অস্থি দ্বারা নির্মিত ।

উষ্ণতা

অন্তঃস্থ গ্রহগুলি সূর্যের কাছাকাছি থাকায় উষ্ণতা বেশি।

বড়ো বড়ো সাইক্লয়েড ও টিনয়েড আঁশ দিয়ে ঢাকা থাকে । 

উদাহরণ

বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল ।

বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ।

 

৩.২ 'বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়।' - এর ভৌগলিক কারণগুলো ব্যাখ্যা করো । 

উত্তর : পৃথিবীর সূর্যোদয় এবং সূর্যাস্ত হওয়ার পিছনে রয়েছে পৃথিবীর আবর্তন গতি। এই আবর্তন গতি অনুযায়ী পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। তৎসঙ্গে উত্তর থেকে দক্ষিনে বিস্তৃত কাল্পনিক রেখা গুলি আবর্তন করছে। প্রতিটি দ্রাঘিমা রেখা প্রতিদিন একবার করে সূর্যের সামনে আসে। পৃথিবীর বিভিন্ন দ্রাঘিমা রেখার স্থানীয় সময় বিভিন্ন হয়। পৃথিবীর বিভিন্ন দেশ এবং বিভিন্ন স্থানের উপর যেহেতু বিভিন্ন দ্রাঘিমা রেখা প্রসারিত রয়েছে সেহেতু সীমারেখার স্থানীয় সময়ও ভিন্ন। তাই ভিন্ন স্থানে ভিন্ন সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়।


৪. নিচের প্রশ্নটির উত্তর দাও  :   ৩ × ১ = ৩

'জিয়ড' ーএর ধারণাটি সংক্ষেপে আলোচনা করো ।

উত্তর : পৃথিবীর আকৃতি অভিগত গোলক এর মত হলেও পৃথিবী কে যে একটি আদর্শ অভিগত গোলক বলা যায় না তার কারণ হলো- সমুদ্রতল, পাহাড়, পর্বত এবং মালভূমি ভূপৃষ্ঠকে উঁচু-নিচু ঢেউ খেলানো এবং বন্ধুর রূপ দান করেছে। হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর উচ্চতম অংশ ( উচ্চতা প্রায় 8,848 মিটার), আর প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্র তলে অবস্থিত মারিয়ানা খাত ( গভীরতা 11,000 মিটারের বেশি) হলো পৃথিবীর নিম্নতম অংশ, অর্থাৎ পৃথিবীর বন্ধুরা তার প্রসার হলো প্রায় 20 কিলোমিটার। পৃথিবীপৃষ্ঠের উঁচু নিচু জায়গাগুলোর অবস্থান সত্বেও পৃথিবীর আকৃতি এবড়োখেবড়ো গোলকের মতো নয়। পৃথিবী একটা বিশাল গোলক হওয়ায় তার গায়ে পাহাড়-পর্বত, নদী, সাগর প্রভৃতি থাকা সত্ত্বেও পৃথিবীপৃষ্ঠ বেস মসৃণ। 

      কমলালেবু বা ন্যাসপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর আকৃতিকে অন্য কোন আকৃতির সঙ্গে মেলানো যায় না। তাই বলা হয় যে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো যাকে ইংরেজিতে বলা হয় জিয়ড। 


৫. নিচের প্রশ্নটির উত্তর দাও :  ৫ × ১ = ৫

'সৌরজগতের বিভিন্ন গ্রহ গুলির মধ্যে পৃথিবী একমাত্র জীব জগতের আবাসস্থল ।' - বক্তব্যটির যথার্থতা বিচার করো । 

উত্তর : সৌরজগতের বিভিন্ন গ্রহ গুলির মধ্যে পৃথিবীর একমাত্র জীব জগতের আবাসস্থল। আমরা বিবর্তনের মাধ্যমে পৃথিবীতেই বেড়ে উঠেছি।

⓵ সূর্য থেকে দূরত্ব ও কাম্য উষ্ণতা : সূর্য থেকে পৃথিবীর এমন দূরত্বে যে ঠিকঠাক তা পাওয়া যায়। পৃথিবীর গড় তাপমাত্রা 17 ডিগ্রী সেলসিয়াস যা জীবকুলের বেঁচে থাকার জন্য সহায়ক। সূর্যের কাছের গ্রহ গুলির উষ্ণতা 500 ডিগ্রী সেলসিয়াস অতিক্রম করে, আবার দূরের গ্রহ গুলির উষ্ণতা থাকে হিমাঙ্কের 200 ডিগ্রি সেলসিয়াসের নিচে। জীবকুল গড়ে ওঠার পক্ষে প্রতিকূল। 

 

⓶ আপেক্ষিক ঘনত্ব : পৃথিবীর গড় আপেক্ষিক ঘনত্ব 5.5 গ্রাম, যেখানে সবচেয়ে হালকা গ্রহ শনির মাত্র .75 গ্রাম। অন্যান্য গ্রহের থেকে পৃথিবীর ঘনত্ব বেশি বলেই পৃথিবীর ভূত্বক গঠিত হয়েছে। 

 

⓷ বায়ুমণ্ডল : পৃথিবীতে একমাত্র বায়ুমণ্ডল রয়েছে পৃথিবীর ওপরের 10 হাজার কিলোমিটার পর্যন্ত অংশও বায়ুমণ্ডলের অন্তর্গত। বায়ুমন্ডলে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এবং জলীয়বাষ্প, ধূলিকণা আছে বলেই আবহাওয়া ও জলবায়ুর ঘটনাসমূহ বায়ুমণ্ডলেই ঘটে। ওজোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করছে, এই সকল কারণে আমরা পৃথিবীতে বেঁচে আছি।

 

⓸ জল : পৃথিবীতে একমাত্র মানুষের বেঁচে থাকার প্রধান রসদ জল। তাই এটি জল গ্রহ বা নীল গ্রহ নামে পরিচিত। পৃথিবীর 70 শতাংশ অংশ জলে ঢাকা। তাই জল যেমন চক্রে অংশগ্রহণ করে তেমনি মহাসমুদ্র করে উঠলো তাকে নিয়ন্ত্রণ করে। 

 

⓹ শিলামন্ডল : পৃথিবীর উপরে রয়েছে কঠিন আবরণ ভূত্বক, যাতে রয়েছে শিলা, মাটি ও বিভিন্ন খনিজ পদার্থ। মাটির উপর গাছপালা জন্মায়। খনিজকে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করি ।

 

⓺ বিভিন্ন মন্ডলের আন্তঃসম্পর্ক : শিলামন্ডল, বায়ুমণ্ডল, বারিমণ্ডল এর মধ্যে গভীর সম্পর্ক আছে বলে পৃথিবীতে সৃষ্টি হয়েছে উদ্ভিদ ও প্রাণী জগৎ নিয়ে জীবমণ্ডল। মন্ডলগুলির প্রভাবেই এই পৃথিবীতে বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। জীবজগতে বেঁচে থাকার সমস্ত রসদ একমাত্র পৃথিবীতে রয়েছে ।  


  CLASS 9 Model Activity Task

    January 2022 All Links    

January Part 1丨English Model Activity Task 

January Part 1丨ভৌতবিজ্ঞান মডেল টাস্ক (Physical Science)

January Part 1丨জীবন বিজ্ঞান মডেল টাস্ক (Life Science)

January Part 1丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Math)

January Part 1丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

January Part 1丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক



আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2022 class 9 all subject january 2022 answers, class 9 model activity task 2022, model activity task class 9 geography  2022, class 9 geography model activity task part 9, model activity task class 9 geography 2022 January Month, WBBSE Class 9 Geography  Model Activity Task Answers, Class 9 Model Activity Task 2022 Part 1 Answers Geography , নবম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2022 জানুয়ারী

© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post