[ 2022 ] WBBSE Class 9 Physical Science Model Activity Task Part 1 January 2022 Solutions | নবম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী 2022 | January 2022 Model Task

wbbse-class9-model-activity-task-physical-science-solutions-january-month-2022

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের জানুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া নবম শ্রেনীর ভৌতবিজ্ঞান এর 2022 এর জানুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | (Model Activity Task Class 9 Physical Science 2022 Part 1)

নবম শ্রেণী

ভৌতবিজ্ঞান

Model Activity Task 2022

Month : January 2022

পূর্ণমান = 20

১. ঠিক উত্তর নির্বাচন করো : ১ × ৪ = ৪

১.১ একটি নিরেট লোহার বলকে জলে ডোবালে লোহার বলের ওজন −

উত্তর : (খ) কমে

 

১.২ বস্তুর ওপর প্রযুক্ত বল যার সঙ্গে সমানুপাতিক তা হলো −

উত্তর : (খ) ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে

 

১.৩ নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী  −

উত্তর :  (খ) ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান ও বিপরীতমুখী 


১.৪ নির্দিষ্ট পরিমাণ বলের ক্ষেত্রে চাপ হলো −

(খ) ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক  


২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো : ১ × ৪ = ৪

২.১ কোনো গতিশীল বস্তুর বিরুদ্ধে বল প্রয়োগ করলে তার গতিবেগ বৃদ্ধি পায় ।

উত্তর :   মিথ্যা  

সঠিক উত্তর : কোনো গতিশীল বস্তুর বিরুদ্ধে বল প্রয়োগ করলে তার গতিবেগ হ্রাস পায় ।


২.২ CGS পদ্ধতিতে বলের একক নিউটন ।

উত্তর :   মিথ্যা  

সঠিক উত্তর :  CGS পদ্ধতিতে বলের একক ডাইন ।


২.৩ তরলের চাপ ঘনত্বের উপর নির্ভরশীল ।

উত্তর :   সত্য  


২.৪ পারদ জলের চেয়ে বেশি প্লবতা বল সৃষ্টি করতে পারে ।

উত্তর :   সত্য  

 

৩. সংক্ষিপ্ত উত্তর দাও :  ২ × ৩ = ৬

৩.১ বল কাকে বলে তা ব্যাখ্যা করো ।

উত্তর : বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুর স্থিরাবস্থা বা গতিশীল বস্তুর সমবেগে সরলরেখায় গতির অবস্থাকে পরিবর্তন করা হয় বা পরিবর্তনের চেষ্টা করা হয়, তাকে বল বলা হয় ।

উদাহরণ স্বরূপ কোনো স্থির ফুটবলকে বাইরে থেকে লাথি বা কিক না মেরে গোলপোস্টে গোল করা যায় না । গোল করার জন্য ফুটবলে কিক মারতে হবে । এক্ষেত্রে কিক হলো প্রযুক্ত বল ।

 

বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন

৩.২ আর্কিমিডিসের সূত্রটি উল্লেখ করো । 

উত্তর :   আর্কিমিডিসের সূত্র  

কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটে এবং বস্তুর ওজনের এই আপাত হ্রাসের পরিমাণ বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর (তরল বা গ্যাস) ওজনের সমান ।


৩.৩ একটি ফাঁপা প্লাস্টিকের বল কেন জলে ভাসে তা ব্যাখ্যা করো ।

উত্তর : ফাঁপা প্লাস্টিকের ভেতরে বাতাসের উপস্থিতির জন্য ফাঁপা বলের ঘনত্ব, জলের ঘনত্বের চেয়ে কম হয় । তাই বলটিকে জলে ফেললে বলটির দ্বারা অপসারিত জলের পরিমাণ জলের ওজনের চেয়ে বেশি হয় । ফলস্বরূপ বলটির বলটির অপর ক্রিয়াশীল প্লবতা বল বলটির ওজনের চেয়ে বেশি হয় । এই কারণেই একটি ফাঁপা প্লাস্টিকের বল জলে ভাসে ।


৪. নীচের প্রশ্ন দুটির উত্তর দাও : ৩ × ২ = ৬

৪.১ স্থির প্রবাহী পদার্থের মধ্যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল চাপ কোন তিনটি বিষয়ের উপর নির্ভরশীল ও কেন ?

উত্তর : স্থির প্রবাহী পদার্থের মধ্যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল চাপ যে তিনটি বিষয়ের উপর নির্ভরশীল তা হলো :

① বিন্দুর গভীরতা (h) : স্থির প্রবাহীর মুক্ততল থেকে বিন্দুটির গভীরতা যত বৃদ্ধি পাবে, বিন্দুটির ওপর ক্রিয়াশীল চাপের পরিমাণ তত বাড়তে থাকবে ।

② প্রবাহীর ঘনত্ব (ρ): প্রবাহীর ঘনত্ব বৃদ্ধি পেলে বিন্দুটির ওপর ক্রিয়াশীল চাপের মানও বৃদ্ধি পাবে ।

③ অভিকর্ষজ ত্বরণ (g) : অভিকর্ষজ ত্বরণের মান বৃদ্ধি পেলে স্থির প্রবাহীর মধ্যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল চাপের মান বৃদ্ধি পাবে ।


৪.২ নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো এবং কীভাবে বল পরিমাপ করা যায় তা ব্যাখ্যা করো ।

উত্তর :  ❑ নিউটনের দ্বিতীয় গতিসূত্র 

কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেইদিকে ঘটে ।

 

❑❑ নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ :

ধরি, $\small m$ ভরের একটি বস্তু $\small u$ বেগে গতিশীল । বস্তুটির ওপর $\small t$ সময় ধরে $\small F$ বল প্রয়োগ করা হল যার ফলে বস্তুটিতে $\small a$ ত্বরণ সৃষ্টি হল এবং $\small t$ সময় পর বস্তুটির বেগ হল $\small v$ ।

এক্ষেত্রে, বস্তুটির প্রাথমিক ভরবেগ $\small =mu$

$\small t$ সময় পর বস্তুটির ভরবেগ $\small =mv$

∴$\small t$ সময়ে বস্তুটির ভরবেগের পরিবর্তন $\small = mv-mu = m(v-u)$ 

∴ ভরবেগের পরিবর্তনের হার $\small = \frac{m(v-u)}{t}$

$\small = ma$ $\small \left [ \because a=\frac{v-u}{t} \right ]$

নিউটনের দ্বিতীয় গতিসুত্রানুসারে, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক । 

∴ $\small F\propto ma$

বা, $\small F = K \times ma$

এখানে $\small K$ একটি ধ্রুবক যার মান বলের এককের ওপর নির্ভর করে । 

যখন , $\small m = 1, a = 1$ তখন $\small F = 1$ হলে, 

$\small K=1$ হবে 

∴ $\small F = ma$

অর্থাৎ, প্রযুক্ত বল $\small (F)$ = বস্তুর ভর $\small (m)$ × বস্তুর ত্বরণ $\small (a)$


  CLASS 9 Model Activity Task

    January 2022 All Links    

January Part 1丨English Model Activity Task 

January Part 1丨ভৌতবিজ্ঞান মডেল টাস্ক (Physical Science)

January Part 1丨জীবন বিজ্ঞান মডেল টাস্ক (Life Science)

January Part 1丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Math)

January Part 1丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

January Part 1丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক



আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2022 class 9 all subject january 2022 answers, class 9 model activity task part 1 2022 january, model activity task class 9 physical science part 1 January 2022, class 9 physical science model activity task part 9, model activity task class 9 physical science 2022, model activity task class 9 physical science part 1 2022, model activity task class 9 Physical Science 2022 January Month, WBBSE Class 9 Physical  Science Model Activity Task Answers, Class 9 Model Activity Task 2022 Part 1 Answers Physical Science, নবম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2022 জানুয়ারী

© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post