প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা সপ্তম শ্রেনীর পরিবেশ ও বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় : পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া এর প্রশ্নোত্তরগুলি আলোচনা করব |
WBBSE Class 7 Life Science Questions with Answers
সপ্তম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর
ষষ্ঠ অধ্যায়
উদ্ভিদের দেহের গঠনগত বৈচিত্র্য
প্রশ্নোত্তর
কান্ড
প্রশ্নমান ১
দুটি পর্বের মাঝের অংশকে কী বলে ?
উত্তর: পর্বমধ্য ।
কাণ্ডের কোন অংশে শাখা থাকে না ?
উত্তর: পর্বমধ্য অংশে ।
কাণ্ডে কত ধরনের মুকুল থাকে ?
উত্তর: দুই ধরনের । যথা: কাক্ষিক মুকুল ও শীর্ষমুকুল ।
একটি গ্রন্থিল কাণ্ডের উদাহরণ দাও ।
উত্তর: আখ ।
কোন উদ্ভিদের পর্বমধ্য ফাঁপা হয় ?
উত্তর: বাঁশ ।
কাষ্ঠল ও গুঁড়িযুক্ত উদ্ভিদের কী বলে ?
উত্তর: বৃক্ষ ।
শল্কপত্র কোথায় থাকে ?
উত্তর: ভুনিম্নস্থ কাণ্ডে ।
খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এরূপ দুটি কাণ্ডের নাম লেখো ।
উত্তর: আলু, পেঁয়াজ ।
সর্বাপেক্ষা বৃহৎ মৃদগত কাণ্ড কোনটি ?
উত্তর: ওল ।
কচুরিপানার পরিবর্তিত কাণ্ডকে কী বলে ?
উত্তর: খর্বধাবক ।
ফণীমনসার কাণ্ডকে কী বলে ?
উত্তর: পর্ণকাণ্ড ।
সালোকসংশ্লেষকারী দুটি কাণ্ডের নাম লেখো ।
উত্তর: লাউ, কুমড়ো ।
চটের বস্তা কী থেকে তৈরি হয় ?
উত্তর: পাট গাছের তন্তু থেকে ।
দুটি ওষুধের নাম লেখো যা গাছের কাণ্ড থেকে পাওয়া যায় ।
1. কুইনাইন, যা সিঙ্কোনা গাছের কাণ্ডের ছাল থেকে পাওয়া যায় ।
2. মরফিন, যা ব্যাথা-বেদনা উপশমে ব্যবহৃত হয় ।
প্রশ্নমান ২/৩
পর্বমধ্য কাকে বলে ? এর কাজ কী ?
উত্তর: কাণ্ডের দুটি পরবের মধ্যবর্তী অংশকে পর্বমধ্য বলে ।
পর্বমধ্যের কাজ :
- কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা ।
- কাণ্ডকে সোজা করে রাখতে সাহায্য করা ।
বীরুৎ উদ্ভিদ বলতে কী বোঝ ? উদাহরণ দাও ।
উত্তর: আকারে ক্ষুদ্র, নরম, শাখাহীন বা সামান্য শাখাযুক্ত, দুর্বল কাণ্ডযুক্ত, কাষ্ঠহীন উদ্ভিদকে বীরুৎ উদ্ভিদ বলে ।
উদাহরণ: ধান, গম, বাঁশ ।
গুল্ম কাকে বলে ? উদাহরণ দাও ।
উত্তর: প্রকৃত গুঁড়িবিহীন, সামান্য কাষ্ঠলযুক্ত, মাঝারি উচ্চতা সম্পন্ন, ঝোপঝাড় আকৃতি বিশিষ্ট উদ্ভিদকে গুল্ম বলে ।
উদাহরণ : গোলাপ, জবা, টগর ।
রূপান্তরিত কাণ্ড বলতে কী বোঝ ? উদাহরণ দাও ।
উত্তর: কোনো কোনো উদ্ভিদের কাণ্ড বিভিন্ন পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়ার জন্য ও নিজেদের সুবিধার জন্য তাদের কাণ্ডের পরিবর্তন করে ফেলেছে । এই পরিবর্তিত কাণ্ডকেই রূপান্তরিত কাণ্ড বলা হয় ।
যেমন :ফণীমনসার পর্ণকাণ্ড একটি রূপান্তরিত কাণ্ডের উদাহরণ যা খাদ্য সংশ্লেষে সাহায্য করে ।
কাণ্ডের কাজ লেখো ।
উত্তর: কাণ্ডের কাজ :
- সবুজ কাণ্ড উদ্ভিদের খাদ্য সংশ্লেষে সাহায্য করে ।
- আলু, ওল ইত্যাদির কাণ্ড খাদ্য সঞ্চয়ে সাহায্য করে ।
- অঙ্গজ জননে সাহায্য করে ।
মূল ও কাণ্ডের পার্থক্য লেখো ।
উত্তর:
মূল ও কাণ্ডের পার্থক্য |
মূল | কাণ্ড |
(i) মূলে পর্ব, পর্বমধ্য থাকে না । | (i) কাণ্ডে পর্ব ও পর্বমধ্য থাকে । |
(ii) মূল ভ্রূণাক্ষের ভ্রূণমূল থেকে তৈরি হয় । | (ii) কাণ্ড ভ্রূণাক্ষের ভ্রূণমুকুল থেকে তৈরি হয় । |
(iii) মূলে কোনো প্রকার মুকুল থাকে না । | (iii) কাণ্ডে কাক্ষিক মুকুল ও অগ্রমুকুল থাকে । |
(iv) এককোশী মূলরোম থাকে । | (iv) বহুকোশী কাণ্ডরোম থাকে । |
বিভিন্ন প্রকার পরিবর্তিত বা রূপান্তরিত কাণ্ডের নাম ও তাদের কাজ উল্লেখ করো ।
উত্তর:
কয়েকটি রূপান্তরিত কাণ্ড ও তাদের কাজ |
নাম | কোন রকম কাণ্ড | কেমন দেখতে | কাজ কী |
বেলের শাখাকণ্টক | রূপান্তরিত বায়বীয় কাণ্ড, কাণ্ড শাখা কাঁটায় রূপান্তরিত হয়েছে । | লম্বা, ধারালো কাঁটার মতো | আত্মরক্ষা করা |
কচুরিপানার খর্ব ধাবক | রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড | লম্বা, নলাকার | আত্মরক্ষা করা |
আলুর স্ফীত কন্দ | রূপান্তরিত মৃদগত কাণ্ড | গোলাকার | খাদ্যসঞ্চয় করা |
কুমড়োর শাখা আকর্ষ | রূপান্তরিত বায়বীয় কাণ্ড | লম্বা, স্প্রিং এর মত | গাছকে আরোহণ করতে সাহায্য করা । |
একটি অসম্পূর্ণ পত্রের নাম লেখো ।
উত্তর: জবা ।
মানুষের পক্ষে উপকারী পোকার নাম লেখো যারা গাছের পাতাকে খাবার হিসেবে খায় ।।
উত্তর: রেশম মথ ।
মানুষের পক্ষে এমন অপকারী পোকার নাম লেখো যারা গাছের পাতাকে খাবার হিসেবে খায় ।
উত্তর: শুঁয়োপোকা
হাতি, হরিণ, গোরু ও ছাগল কোন কোন গাছের পাতাকে খাবার হিসেবে খায় ?
উত্তর: ঘাস, কলাপাতা, আম পাতা, কাঁঠাল পাঠা, বাঁশ পাতা প্রভৃতি ।
কোন কোন গাছের পাতার রস বয়া নির্যাস আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি ?
তুলসী, বাসক প্রভৃতি গাছের পাতার নির্যাস আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি ।
গাছের পাতা কোন গ্যাস বাতাসে ছাড়ে এবং কোন গ্যাস শোষণ করে ?
উত্তর: গাছের পাতা অক্সিজেন গ্যাস বাতাসে ছাড়ে এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে ।
কোন গাছের পাতার শিরা বাড়ির ধুলো-ময়লা পরিষ্কার করতে কাজে লাগে ?
উত্তর: নারকেল গাছের পাতার শিরা বাড়ির ধুলো-ময়লা পরিষ্কার করতে কাজে লাগে ।
কোন কোন গাছের পাতাকে মানুষ জীবিকা অর্জনের জন্য ব্যবহার করে ?
উত্তর: শালগাছের পাতা, তামাক পাতা প্রভৃতি ।
# শালগাছের পাতা থেকে খাবার পাত্র তৈরি করা হয়, তামাক পাতা থেকে নানান ধরনের তামাক জাতীয় দ্রব্য প্রস্তুত করা হয় ।
কোন কোন গাছের পাতা জ্বালানী হিসেবে ব্যবহার করা হয় ?
উত্তর: শাল, সেগুন, বাঁশ পাতা জ্বালানী হিসেবে ব্যবহার করা হয় ।
কোন কোন জীব গাছের পাতায় ডিম পাড়ে ?
উত্তর: প্রজাপতি, মাজরা পোকা প্রভৃতি ।
ঘরের ছাউনি বা দেয়াল তৈরি করতে কোন কোন গাছের পাতা ব্যবহার করা হয় ?
উত্তর: ধান গাছের পাতা বা খড়, নারকেল গাছের পাতা, শাল গাছের পাতা প্রভৃতি ।
ঘর সাজানোর কাজে কোন কোন গাছের পাতা ব্যবহার করা হয় ?
উত্তর: ঝাউ গাছের পাতা ।
কোন কোন প্রাণী কোন কোন পাতার আকৃতি বা রং-কে অনুকরণ করে বেঁচে থাকে ?
উত্তর:
- লাউ গাছে থাকা সাপ লাউগাছের রং ধারণ করে গাছের মধ্যে লুকিয়ে থাকে যাতে শত্রুর আক্রমণ থেকে রক্ষা পায় ।
- স্টিক ইনসেক্ট বা কাঠি পোকা কে পাতার মতোই মনে হয় যার ফলে এদের অন্যান্য পাতার থেকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে ।
স্টিক ইনসেক্ট
কোন পাতায় একাধিক পত্রক থাকে ?
উত্তর: যৌগিক পাতায় ।
প্রশ্নমান ২/৩
আদর্শ পাতায় কয়টি অংশ থাকে ও কী কী ?
উত্তর: একটি আদর্শ পাতায় তিনটি অংশ থাকে । যথা : পত্রমূল, পত্রবৃন্ত ও পত্রফলক ।
পত্রমূল কাকে বলে ?
উত্তর: পাতার যে অংশ পত্রবৃন্তকে কাণ্ডের পর্বের সাথে যুক্ত করে, তাকে পত্রমূল বলে ।
পত্রফলক কাকে বলে ?
উত্তর: পাতার সবুজবর্ণের চ্যাপটা ও প্রসারিত অংশকে পত্রফলক বা ল্যামিনা বলে ।
পত্রবৃন্ত কাকে বলে ?
উত্তর: পাতার পত্রফলক ও পত্রমুলের মাঝে অবস্থিত সরু ডাঁটির মতো অংশকে পত্রবৃন্ত বলে ।
পত্রফলক, পত্রবৃন্ত ও পত্রমুলের কাজ লেখো ।
উত্তর:
পত্রফলক, পত্রবৃন্ত ও পত্রমুলের কাজ |
পাতার অংশ | কাজ |
পত্রফলক | (i) পত্রফলকে ক্লোরোফিল থাকায় এটি গাছের খাদ্য সংশ্লেষে সাহায্য করে । (ii) পত্রফলকে উপস্থিত পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পমোচন ঘটে । (iii) পত্রফলক গাছের শ্বসনে সাহায্য করে । |
পত্রবৃন্ত | (i) পত্রবৃন্ত পত্রফলকে ধরে রাখে । (ii) পত্রবৃন্তের মাধ্যমে কাণ্ড থেকে জল ও খনিজ লবণ পত্রফলকে আসে ও পত্রফলক থেকে তৈরি খাদ্য পত্রবৃন্তের মাধ্যমেই উদ্ভিদদেহে ছড়িয়ে পড়ে । |
পত্রমুল | (i) পাতাকে কাণ্ড বা শাখার সাথে যুক্ত রাখা । |
একক পত্র কাকে বলে ? উদাহরণ দাও ।
উত্তর: যেসব পাতায় ফলকের ধার সম্পূর্ণ অর্থাৎ কোনও খণ্ড থাকে না, তাদের একক পত্র বলে ।
উদাহরণ : আম, অশ্বত্থ, জাম ইত্যাদি ।
যৌগিক পত্র কাকে বলে ? উদাহরণ দাও ।
উত্তর: পাতার ফলক যখন গভীরভাবে খণ্ডিত হয়ে মধ্যশিরাকে স্পর্শ করে এবং ফলক কত গুলি ছোট ছোট আলাদা খণ্ডিত অংশে বিভক্ত হয়, তাকে যৌগিক পত্র বলে ।
উদাহরণ : তেঁতুল, সজনে ইত্যাদি ।
বিভিন্ন ধরনের পাতার নাম ও তাদের কাজ লেখো ।
উত্তর:
পাতার নাম | কাজ |
মটরের পত্রাকর্ষ | আরোহণে সাহায্য করে । |
ফণীমনসার পত্রকণ্টক | আত্মরক্ষা করে ও অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে । |
ঘৃতকুমারীর পাতা | খাদ্য সঞ্চয়ে সাহায্য করে । |
পাথরকুচির পাতা | বংশবিস্তার করে । |
কলশপত্রীর পাতা | পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে । |
কলশপত্রী গাছ
শিরাবিন্যাস কাকে বলে ? এটি কয় প্রকার ও কী কী ?
পাতার পত্রফলকে মধ্যশিরা, শিরা, উপশিরার সুনির্দিষ্ট সজ্জা পদ্ধতিকে শিরাবিন্যাস বলে ।
শিরাবিন্যাস দুই প্রকার । যথা - জালিকাকার শিরাবিন্যাস ও সমান্তরাল শিরাবিন্যাস ।
জালিকাকার শিরাবিন্যাস ও সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় কোন পাতায় ?
জালিকাকার শিরাবিন্যাস : আম পাতা, জবা পাতা ।
সমান্তরাল শিরাবিন্যাস : কলাপাতা, বাঁশ পাতা, তাল পাতা ।
আমাদের আরও নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফলো করুন
উপরের উত্তরগুলি নিয়ে কোনোরকম প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্ট করে জানাও ।
এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে তা তোমরা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার এই লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন । আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com
Tags: সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর ষষ্ঠ অধ্যায়, পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া, wbbse class 7 life science question answer, সপ্তম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর, সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর ষষ্ঠ অধ্যায়
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.