[PART 2] সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান | পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া | WBBSE Class 7 Life Science Chapter 6

wbbse-class7-life-science-question-answers-with-pdf-download

প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা সপ্তম শ্রেনীর পরিবেশ ও বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় : পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া এর প্রশ্নোত্তরগুলি আলোচনা করব |

WBBSE Class 7 Life Science Questions with Answers


সপ্তম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর

ষষ্ঠ অধ্যায়

উদ্ভিদের দেহের গঠনগত বৈচিত্র্য


প্রশ্নোত্তর
 
কান্ড

প্রশ্নমান ১

দুটি পর্বের মাঝের অংশকে কী বলে ?
উত্তর: পর্বমধ্য । 

কাণ্ডের কোন অংশে শাখা থাকে না ? 
উত্তর: পর্বমধ্য অংশে । 

কাণ্ডে কত ধরনের মুকুল থাকে ? 
উত্তর: দুই ধরনের । যথা: কাক্ষিক মুকুল ও শীর্ষমুকুল । 

একটি গ্রন্থিল কাণ্ডের উদাহরণ দাও । 
উত্তর: আখ । 

কোন উদ্ভিদের পর্বমধ্য ফাঁপা হয় ? 
উত্তর: বাঁশ । 

কাষ্ঠল ও গুঁড়িযুক্ত উদ্ভিদের কী বলে ? 
উত্তর: বৃক্ষ । 
 
শল্কপত্র কোথায় থাকে ? 
উত্তর: ভুনিম্নস্থ কাণ্ডে । 
 
খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এরূপ দুটি কাণ্ডের নাম লেখো । 
উত্তর: আলু, পেঁয়াজ । 
 
সর্বাপেক্ষা বৃহৎ মৃদগত কাণ্ড কোনটি ? 
উত্তর: ওল । 
 
কচুরিপানার পরিবর্তিত কাণ্ডকে কী বলে ? 
উত্তর: খর্বধাবক । 
 
ফণীমনসার কাণ্ডকে কী বলে ?
উত্তর: পর্ণকাণ্ড । 
 
সালোকসংশ্লেষকারী দুটি কাণ্ডের নাম লেখো । 
উত্তর: লাউ, কুমড়ো । 
 
চটের বস্তা কী থেকে তৈরি হয় ?
উত্তর: পাট গাছের তন্তু থেকে । 
 
দুটি ওষুধের নাম লেখো যা গাছের কাণ্ড থেকে পাওয়া যায় । 
1. কুইনাইন, যা সিঙ্কোনা গাছের কাণ্ডের ছাল থেকে পাওয়া যায় ।
2. মরফিন, যা ব্যাথা-বেদনা উপশমে ব্যবহৃত হয় ।  

 
প্রশ্নমান ২/৩
 
পর্বমধ্য কাকে বলে ? এর কাজ কী ? 
উত্তর: কাণ্ডের দুটি পরবের মধ্যবর্তী অংশকে পর্বমধ্য বলে ।
পর্বমধ্যের কাজ : 
  1. কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা । 
  2. কাণ্ডকে সোজা করে রাখতে সাহায্য করা । 

বীরুৎ উদ্ভিদ বলতে কী বোঝ ? উদাহরণ দাও । 
উত্তর: আকারে ক্ষুদ্র, নরম, শাখাহীন বা সামান্য শাখাযুক্ত, দুর্বল কাণ্ডযুক্ত, কাষ্ঠহীন উদ্ভিদকে বীরুৎ উদ্ভিদ বলে । 
উদাহরণ: ধান, গম, বাঁশ ।  

গুল্ম কাকে বলে ? উদাহরণ দাও । 
উত্তর: প্রকৃত গুঁড়িবিহীন, সামান্য কাষ্ঠলযুক্ত, মাঝারি উচ্চতা সম্পন্ন, ঝোপঝাড় আকৃতি বিশিষ্ট উদ্ভিদকে গুল্ম বলে । 
উদাহরণ : গোলাপ, জবা, টগর ।
 
রূপান্তরিত কাণ্ড বলতে কী বোঝ ? উদাহরণ দাও । 
উত্তর: কোনো কোনো উদ্ভিদের কাণ্ড বিভিন্ন পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়ার জন্য ও নিজেদের সুবিধার জন্য তাদের কাণ্ডের পরিবর্তন করে ফেলেছে । এই পরিবর্তিত কাণ্ডকেই রূপান্তরিত কাণ্ড বলা হয় । 
যেমন :ফণীমনসার পর্ণকাণ্ড একটি রূপান্তরিত কাণ্ডের উদাহরণ যা খাদ্য সংশ্লেষে সাহায্য করে । 
 
কাণ্ডের কাজ লেখো ।
উত্তর: কাণ্ডের কাজ :
  1. সবুজ কাণ্ড উদ্ভিদের খাদ্য সংশ্লেষে সাহায্য করে । 
  2. আলু, ওল ইত্যাদির কাণ্ড খাদ্য সঞ্চয়ে সাহায্য করে । 
  3. অঙ্গজ জননে সাহায্য করে । 
 
মূল ও কাণ্ডের পার্থক্য লেখো । 
উত্তর: 
 

মূল ও কাণ্ডের পার্থক্য

মূল

কাণ্ড

(i) মূলে পর্ব, পর্বমধ্য থাকে না । 

(i) কাণ্ডে পর্ব ও পর্বমধ্য থাকে । 

(ii) মূল ভ্রূণাক্ষের ভ্রূণমূল থেকে তৈরি হয় । 

(ii) কাণ্ড ভ্রূণাক্ষের ভ্রূণমুকুল থেকে তৈরি হয় । 

(iii) মূলে কোনো প্রকার মুকুল থাকে না । 

(iii) কাণ্ডে কাক্ষিক মুকুল ও অগ্রমুকুল থাকে । 

(iv) এককোশী মূলরোম থাকে । 

(iv) বহুকোশী কাণ্ডরোম থাকে । 

 

বিভিন্ন প্রকার পরিবর্তিত বা রূপান্তরিত কাণ্ডের নাম ও তাদের কাজ উল্লেখ করো ।

উত্তর:

কয়েকটি রূপান্তরিত কাণ্ড ও তাদের কাজ 

নাম

কোন রকম কাণ্ড

কেমন দেখতে

কাজ কী 

বেলের শাখাকণ্টক

রূপান্তরিত বায়বীয় কাণ্ড, কাণ্ড শাখা কাঁটায় রূপান্তরিত হয়েছে । 

লম্বা, ধারালো কাঁটার মতো 

আত্মরক্ষা করা 

কচুরিপানার খর্ব ধাবক 

রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড 

লম্বা, নলাকার 

আত্মরক্ষা করা 

আলুর স্ফীত কন্দ

রূপান্তরিত মৃদগত কাণ্ড 

গোলাকার 

খাদ্যসঞ্চয় করা 

কুমড়োর শাখা আকর্ষ

রূপান্তরিত বায়বীয় কাণ্ড 

লম্বা, স্প্রিং এর মত 

গাছকে আরোহণ করতে সাহায্য করা । 



পাতা
প্রশ্নমান ১
একটি অসম্পূর্ণ পত্রের নাম লেখো । 
উত্তর: জবা । 

মানুষের পক্ষে উপকারী পোকার নাম লেখো যারা গাছের পাতাকে খাবার হিসেবে খায় ।। 
উত্তর: রেশম মথ । 
wbbse-class7-physical-science-notes-pdf
 
মানুষের পক্ষে এমন অপকারী পোকার নাম লেখো যারা গাছের পাতাকে খাবার হিসেবে খায় ।
উত্তর: শুঁয়োপোকা 
 
হাতি, হরিণ, গোরু ও ছাগল কোন কোন গাছের পাতাকে খাবার হিসেবে খায় ? 
উত্তর: ঘাস, কলাপাতা, আম পাতা, কাঁঠাল পাঠা, বাঁশ পাতা প্রভৃতি । 
 
কোন কোন গাছের পাতার রস বয়া নির্যাস আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি ? 
তুলসী, বাসক প্রভৃতি গাছের পাতার নির্যাস আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি । 
 
গাছের পাতা কোন গ্যাস বাতাসে ছাড়ে এবং কোন গ্যাস শোষণ করে ? 
উত্তর: গাছের পাতা অক্সিজেন গ্যাস বাতাসে ছাড়ে এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে । 
 
কোন গাছের পাতার শিরা বাড়ির ধুলো-ময়লা পরিষ্কার করতে কাজে লাগে ? 
উত্তর: নারকেল গাছের পাতার শিরা বাড়ির ধুলো-ময়লা পরিষ্কার করতে কাজে লাগে । 

কোন কোন গাছের পাতাকে মানুষ জীবিকা অর্জনের জন্য ব্যবহার করে ? 
উত্তর: শালগাছের পাতা, তামাক পাতা প্রভৃতি । 
# শালগাছের পাতা থেকে খাবার পাত্র তৈরি করা হয়, তামাক পাতা থেকে নানান ধরনের তামাক জাতীয় দ্রব্য প্রস্তুত করা হয় । 
 
কোন কোন গাছের পাতা জ্বালানী হিসেবে ব্যবহার করা হয় ? 
উত্তর: শাল, সেগুন, বাঁশ পাতা জ্বালানী হিসেবে ব্যবহার করা হয় । 
 
কোন কোন জীব গাছের পাতায় ডিম পাড়ে ? 
উত্তর: প্রজাপতি, মাজরা পোকা প্রভৃতি ।  

ঘরের ছাউনি বা দেয়াল তৈরি করতে কোন কোন গাছের পাতা ব্যবহার করা হয় ? 
উত্তর: ধান গাছের পাতা বা খড়, নারকেল গাছের পাতা, শাল গাছের পাতা প্রভৃতি । 

ঘর সাজানোর কাজে কোন কোন গাছের পাতা ব্যবহার করা হয় ?
উত্তর: ঝাউ গাছের পাতা । 


কোন কোন প্রাণী কোন কোন পাতার আকৃতি বা রং-কে অনুকরণ করে বেঁচে থাকে ? 
উত্তর: 
  1. লাউ গাছে থাকা সাপ লাউগাছের রং ধারণ করে গাছের মধ্যে লুকিয়ে থাকে যাতে শত্রুর আক্রমণ থেকে রক্ষা পায় । 
  2. স্টিক ইনসেক্ট বা কাঠি পোকা কে পাতার মতোই মনে হয় যার ফলে এদের অন্যান্য পাতার থেকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে ।  

স্টিক ইনসেক্ট

কোন পাতায় একাধিক পত্রক থাকে ? 
উত্তর: যৌগিক পাতায় । 

প্রশ্নমান ২/৩
 
আদর্শ পাতায় কয়টি অংশ থাকে ও কী কী ?
উত্তর: একটি আদর্শ পাতায় তিনটি অংশ থাকে । যথা : পত্রমূল, পত্রবৃন্ত ও পত্রফলক । 

পত্রমূল কাকে বলে ? 
উত্তর: পাতার যে অংশ পত্রবৃন্তকে কাণ্ডের পর্বের সাথে যুক্ত করে, তাকে পত্রমূল বলে । 
 
পত্রফলক কাকে বলে ? 
উত্তর: পাতার সবুজবর্ণের চ্যাপটা ও প্রসারিত অংশকে পত্রফলক বা ল্যামিনা বলে । 

পত্রবৃন্ত কাকে বলে ? 
উত্তর: পাতার পত্রফলক ও পত্রমুলের মাঝে অবস্থিত সরু ডাঁটির মতো অংশকে পত্রবৃন্ত বলে । 

পত্রফলক, পত্রবৃন্ত ও পত্রমুলের কাজ লেখো । 
উত্তর: 

পত্রফলক, পত্রবৃন্ত ও পত্রমুলের কাজ

পাতার অংশ

কাজ

পত্রফলক

(i) পত্রফলকে ক্লোরোফিল থাকায় এটি গাছের খাদ্য সংশ্লেষে সাহায্য করে ।

(ii) পত্রফলকে উপস্থিত পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পমোচন ঘটে । 

(iii) পত্রফলক গাছের শ্বসনে সাহায্য করে ।  

পত্রবৃন্ত

(i) পত্রবৃন্ত পত্রফলকে ধরে রাখে । 

(ii) পত্রবৃন্তের মাধ্যমে কাণ্ড থেকে জল ও খনিজ লবণ পত্রফলকে আসে ও পত্রফলক থেকে তৈরি খাদ্য পত্রবৃন্তের মাধ্যমেই উদ্ভিদদেহে ছড়িয়ে পড়ে ।  

পত্রমুল

(i) পাতাকে কাণ্ড বা শাখার সাথে যুক্ত রাখা । 

 
 
একক পত্র কাকে বলে ? উদাহরণ দাও । 
উত্তর: যেসব পাতায় ফলকের ধার সম্পূর্ণ অর্থাৎ কোনও খণ্ড থাকে না, তাদের একক পত্র বলে । 
উদাহরণ : আম, অশ্বত্থ, জাম ইত্যাদি । 

যৌগিক পত্র কাকে বলে ? উদাহরণ দাও । 
উত্তর: পাতার ফলক যখন গভীরভাবে খণ্ডিত হয়ে মধ্যশিরাকে স্পর্শ করে এবং ফলক কত গুলি ছোট ছোট আলাদা খণ্ডিত অংশে বিভক্ত হয়, তাকে যৌগিক পত্র বলে । 
উদাহরণ : তেঁতুল, সজনে ইত্যাদি । 
 
বিভিন্ন ধরনের পাতার নাম ও তাদের কাজ লেখো । 
উত্তর:  

পাতার নাম

কাজ

মটরের পত্রাকর্ষ

আরোহণে সাহায্য করে । 

ফণীমনসার পত্রকণ্টক

আত্মরক্ষা করে ও অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে । 

ঘৃতকুমারীর পাতা

খাদ্য সঞ্চয়ে সাহায্য করে । 

পাথরকুচির পাতা

বংশবিস্তার করে । 

কলশপত্রীর পাতা

পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে ।

wbbse-class7-life-science 
কলশপত্রী গাছ


শিরাবিন্যাস কাকে বলে ? এটি কয় প্রকার ও কী কী ? 
পাতার পত্রফলকে মধ্যশিরা, শিরা, উপশিরার সুনির্দিষ্ট সজ্জা পদ্ধতিকে শিরাবিন্যাস বলে । 
শিরাবিন্যাস দুই প্রকার । যথা - জালিকাকার শিরাবিন্যাস ও সমান্তরাল শিরাবিন্যাস । 

জালিকাকার শিরাবিন্যাস ও সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় কোন পাতায় ? 
জালিকাকার শিরাবিন্যাস : আম পাতা, জবা পাতা । 
সমান্তরাল শিরাবিন্যাস : কলাপাতা, বাঁশ পাতা, তাল পাতা । 
 
wbbse-class7-life-science-chapter6
 
 

আমাদের আরও নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফলো করুন 

esho-seekhi-facebook   esho-seekhi-telegram

 


উপরের উত্তরগুলি নিয়ে কোনোরকম প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্ট করে জানাও ।
এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে তা তোমরা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার এই লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন । আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com

Tags: সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর ষষ্ঠ অধ্যায়, পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া, wbbse class 7 life science question answer, সপ্তম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর, সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন উত্তর ষষ্ঠ অধ্যায়

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post