[PART 1] সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান | পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া | WBBSE Class 7 Life Science Questons & Answers

wbbse-class7-life-science-question-answers-with-pdf-download

প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা সপ্তম শ্রেনীর পরিবেশ ও বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় : পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া এর প্রশ্নোত্তরগুলি আলোচনা করব |

WBBSE Class 7 Life Science Questions with Answers


সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান

ষষ্ঠ অধ্যায়

উদ্ভিদের দেহের গঠনগত বৈচিত্র্য


প্রশ্নোত্তর
 
মূল

একটি আদর্শ মূলের কয়টি অংশ থাকে ? ও কী কী ?

 উত্তর: একটি আদর্শ মূলে চারটি অংশ থাকে | যথা:

i) মুলত্র অঞ্চল

ii) বর্ধনশীল অঞ্চল 

iii) মূলরোম অঞ্চল এবং

iv) স্থায়ী অঞ্চল |

 

 

আরও পড়ুন: সপ্তম শ্রেণী ভৌতবিজ্ঞান - সময় ও দূরত্ব - প্রশ্নোত্তর

 
মূলের আগায় টুপির মতো অংশকে কী বলা হয় ?
উত্তর: মুলত্র (Root Cap)
 
মূলের মুলত্রের কাজ লেখো |
উত্তর:   i) মুলত্র গাছের মূলকে শক্ত মাটির আঘাত থেকে রক্ষা করে |
 ii) মুলত্রের আগা থেকে একপ্রকার পিচ্ছিল রস বের হয় যা মূলের আগায় থাকা মাটিকে নরম করে মূলের প্রবেশে সাহায্য করে |

wbbse-class7-physical-science-notes-pdf
 
মুলত্র অঞ্চল কাকে বলে ?
উত্তর: মূলের আগায় মুলত্র সহ অঞ্চলটিকেই মুলত্র অঞ্চল বলে |

মূলের বর্ধনশীল অঞ্চল কাকে বলে ?
উত্তর: মূলের সামনের দিকেরমুলত্র অঞ্চলের পিছনে অবস্থিত বিভাজনেসক্ষম ভাজক কলা দ্বারা গঠিত অঞ্চলকে মূলের বর্ধনশীল অঞ্চল বলে |

মূলের বর্ধনশীল অঞ্চল মূলের বৃদ্ধিতে সাহায্য করে |
 

মূলরোম অঞ্চল কাকে বলে ?
উত্তর: মূলের বর্ধনশীল অঞ্চলের পিছনের দিকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রোম বা রোঁয়া দ্বারা গঠিত জায়গাটিকে মূলরোম অঞ্চল বলে | মূলরোম এককোশী এবং ক্ষনস্থায়ী |

মূলরোম অঞ্চলের কাজ লেখো |
উত্তর: মূলরোমের মাধ্যমে গাছমাটি থেকে জল ও নানারকম খনিজ পদার্থ শোষণ করে |
 
মূলের স্থায়ী অঞ্চল কাকে বলে ?
উত্তর: মূলরোম অঞ্চলের ওপরে অবস্থিত শক্ত এবং স্থায়ী কলা দ্বারা গঠিত বিভাজনে অক্ষম অংশকে মূলের স্থায়ী অঞ্চল বলে |
 
 
মূলের স্থায়ী অঞ্চলের কাজ কী ?
উত্তর: মূলের স্থায়ী অঞ্চল গাছকে মাটির সঙ্গে শক্ত করে আটকে রাখে |
 
গুচ্ছমূল বলতে কী বোঝো ?
উত্তর: ভ্রূণমূল থেকে উৎপন্ন স্থানিক মূল নষ্ট হয়ে গেলে ভ্রূণ মুকুলের গোঁড়া থেকে যে সরু সরু মূল গুচ্ছাকারে বের হয়, তাদের গুচ্ছমূল বলে |
উদাহরণ: ধান, ঘাস ইত্যাদি উদ্ভিদে গুচ্ছমূল দেখা যায় |

উৎপত্তি অনুসারে মূল কয় প্রকারের ও কী কী ?
উত্তর: দুই প্রকারের | যথা: প্রধান বা স্থানিক মূল ও অস্থানিক মূল |
 

আরও পড়ুন: ভৌতবিজ্ঞান অধ্যায়: পরিবেশ গঠনে পদার্থের ভুমিকা

 
স্থানিক মূল কাকে বলে ?
উত্তর: আম, জাম ইত্যাদি গাছের একটিই প্রধান মূল থাকে | এই মূল থেকেই অন্যান্য শাখা মূল বের হয় | এই ধরনের মূলকেই স্থানিক মূল বলে |

অস্থানিক মূল কাকে বলে ?
উত্তর: যেসব উদ্ভিদের প্রধান মূল নেই, তাদের কান্ডের গোড়া থেকে অনেকগুলো মূল একসঙ্গে গুচ্ছাকারে বের হয় | এই ধরনের মূলকে অস্থানিক মূল বলে | যেমন: ধান, পাথরকুচি, ঘাস ইত্যাদি গাছের মূল |

নীচের গাছগুলির মূলটি কী ধরনের তা লেখো |
উত্তর: 

গাছের নামমূলের ধরন
নয়নতারাপ্রধান বা স্থানিক মূল
সন্ধ্যামালতী
পরিবর্তিত মূল
ধানগুচ্ছমূল
আমপ্রধান মূল
দূর্বাঘাস গুচ্ছমূল
কচুরিপানাগুচ্ছমূল


খাদ্যসঞ্চয়কারী দুটি মূলের নাম লেখো |
উত্তর: মুলো, গাজর, বিট |

বট গাছে কী ধরনের মূল দেখতে পাওয়া যায় ?
উত্তর: স্তম্ভমূল |

বটগাছের স্তম্ভমূলের কাজ কী ?
উত্তর: গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে |

পুকুর বা নদীর পাড়ে গাছ লাগানো হয় কেন ?
উত্তর: গাছের মূলের শাখা-প্রশাখাগুলি মাটিতে বিস্তৃত হয়ে মাটির কণা গুলিকে দৃঢ়ভাবে আবদ্ধ করে রাখে | ফলে পুকুর পাড়ের মাটি ধ্বসে যায় না |

একটি গাছের নাম লেখ যার মূল থেকে ঔষধ তৈরী করা হয় ?
উত্তর: সর্পগন্ধা গাছের মূল থেকে |

মুলে বসবাসকারী একটি ব্যাক্টেরিয়ার নাম লেখো ।
উত্তর: রাইজোবিয়াম |

কোন কোন গাছের মূল মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে ?
উত্তর: গাজর, মুলা, বিট প্রভৃতি |
 
নিচের বিভিন্ন গাছের মূলের কাজ লেখো |
 
মূলের নাম
কাজ
বটগাছের ডালের মূল
গাছকে ঠেস দিয়ে সোজা দাঁড়িয়ে থাকতে সাহায্য করে |
পাথরকুচি পাতার মূল
বংশবিস্তারে সাহায্য করে |
 সুন্দরী গাছের মূল
মাটির ওপর থেকে গাছকে শ্বাস নিতে সাহায্য করে |
রাস্নার (অর্কিড) মূল
বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করতে সাহায্য করে |
গজপিপুলের ডাঁটার মূল
অন্য গাছকে আঁকড়ে ধরে ওপরে উঠতে সাহায্য করে |
কেয়ার কান্ডের নিচের দিকের মূল
গাছকে ঠেস দিয়ে সোজা দাঁড়িয়ে থাকতে সাহায্য করে |
মুলো
খাদ্য সঞ্চয়ে সাহায্য করে |
 

গাছের মূলের বিভিন্ন উপকারিতা লেখো |
  • গাছের মূল মৃত্তিকা ক্ষয় রোধ করে |
  • কিছু কিছু গাছের মূল থেকে ঔষধ তৈরী করা হয়ে থাকে |
  • শিম্বি গোত্রীয় গাছের মূলে উপস্থিত রাইজোবিয়াম ব্যাকটেরিয়া মাটির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে |

ষষ্ট অধ্যায়ের সমস্ত প্রশ্নোত্তর পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন

ষষ্ঠ অধ্যায় পার্ট ১  

ষষ্ঠ অধ্যায় পার্ট ২


পরবর্তীতে আরও প্রশ্নোত্তর খুব শীঘ্রই যুক্ত করা হবে |................

 

আমাদের আরও নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফলো করুন 

esho-seekhi-facebook   esho-seekhi-telegram


 
 




উপরের উত্তরগুলি নিয়ে কোনোরকম প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্ট করে জানাও ।
এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে তা তোমরা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার এই লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন । আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post