WBBSE Class 5 Mathematics Solutions | Model Activity Task Part 1 Answers - Esho Seekhi

wbbse class 5 mathematics


 প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের স্বাগত জানাই এসো শিখিতে (eshoseekhi) । আজ আমরা WBBSE Board এর Online Portal থেকে যে Model Activity Task দেওয়া হয়েছে সেগুলির উত্তর নিয়ে আলোচনা করবো ।
এই ব্লগে আমরা ক্লাস 5 এর Mathematics এর Model Activity Task Part 1 এর উত্তর নিয়ে আলোচনা করবো।
তো চলো দেখে নেওয়া যাক wbbse class 5 math solution in bengali.



উত্তরগুলি আলোচনার পূর্বে  দেখে নেওয়া যাক প্রশ্নগুলি :

wbbse-class-5-model-task-part


 উত্তরমালা


১. ০, ৮, ৩, ২, ১ অঙ্কগুলি দিয়ে গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো _____|

উত্তর: ০, ৮, ৩, ২, ১ অঙ্কগুলি দিয়ে গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো = ৮৩২১০

২. ৩২৪১০ সংখ্যাটিতে ২এর স্থানীয় মান হলো ________________

উত্তর: ৩২৪১০ সংখ্যাটিতে ২ সংখ্যাটি হাজারের ঘরে রয়েছে |

তাই, ২ এর স্থানীয় মানটি হবে = ২ × ১০০০ = ২০০০

৩. দুটি পরস্পর মৌলিক সংখ্যার একটি ৭ এবং অপরটি ____________

উত্তর: আমরা জানি যে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গ.সা.গু. হয় ১

তাই, ওপর মৌলিক সংখ্যাটি হবে = ৫ ( এছাড়াও আরো অনেক সংখ্যা হতে পারে যেমন, ৩ বা ৬ বা ৯ ইত্যাদি যেগুলোর ৭ এর সাথে গ.সা.গু. ১ আসবে )

৪. দুটি পরস্পর মৌলিক সংখ্যার গ.সা.গু. _____________|


উত্তর: দুটি পরস্পর মৌলিক সংখ্যার গ.সা.গু.= ১

৫. ৫২১ × ১৪৪ =__________

উত্তর ৫২১ × ১৪৪ = ৭৫০২৪

৬. দেবব্রতবাবু তাঁর ৬ মাসের আয় দিয়ে ৭ মাসের খরচ চালান | তাঁর মাসিক খরচ ১২২৭০ টাকা হলে, তাঁর ১ মাসের আয় কত ?

উত্তর:        যেহেতু, দেবব্রতবাবু তাঁর ৬ মাসের আয় দিয়ে ৭ মাসের খরচ চালান |

তাই, তাঁর ৭ মাসের খরচই ৬ মাসের আয় হবে |

সুতরাং, তাঁর ৭ মাসের খরচ = ১২২৭০ × ৭ = ৮৫৮৯০ টাকা

সুতরাং, তাঁর ৬ মাসের আয় = ৮৫৮৯০ টাকা

তাঁর ১ মাসের আয় হবে = ৮৫৮৯০ ÷ ৬ টাকা

= ১৪৩১৫ টাকা (উত্তর)

 
আশা করি তোমরা উপরের উত্তরগুলি নিজের খাতায়  টুকে নিয়েছ | উপরের উত্তর গুলি নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের নিচে কমেন্টে জানাও | 
 

পঞ্চম শ্রেনীর অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক

গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 

Click Here

গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2

Click Here

গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3

Click Here

ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1

Click Here

ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2

Click Here

ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3

Click Here

পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1

Click Here

পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2

Click Here

পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3

Click Here
 
 
এছাড়া তোমরা আমাদের ফেসবুক পেজ জয়েন করে সেখানেও তোমাদের প্রশ্নগুলি জিজ্ঞেস করতে পর | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিঙ্কটিতে ক্লিক কর 👉 এসো শিখি Facebook

এছাড়া অন্য কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে Contact Us পেযে আমাদের সহে যোগাযোগ করুন অথবা আমাদের মেল করুন | আমাদের নেল আইডি : eshoseekhi@gmail.com

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post