সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল আক্টিভিটি টাস্ক পার্ট 2 উত্তরমালা
এই পোস্টটিতে wbbse class 7 science এর Model Activity Task Part 2 এর উত্তরগুলি আলোচনা করা হয়েছে (WBBSE Class 7 Model Task Answers)
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো:
১. সংকেত লেখো -- ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট |উত্তর:
২. বিভিন্ন খাবারে উপস্থিত ফাইটোকেমিক্যালস আমাদের কিভাবে সাহায্য করে ?
উত্তর: বিভিন্ন খাবারে উপস্থিত ফাইটোকেমিক্যালস ক্যানসার, স্ট্রোক, মেটাবলিক সিনড্রোম ইত্যাদি রোগ প্রতিরোধ করে ।
- সেলেনিয়াম নামক ফাইটোকেমিক্যাল থাইরয়েড হরমোনের বিপাক ও অনাক্রম্যতাজনিত রোগ প্রতিরোধের কাজ করে ।
- টমেটো থেকে পাওয়া লাইকোপিন নামক ফাইটোকেমিক্যাল ভবিষ্যতে হৃদরোগ ও প্রোস্টেট ক্যানসার নিরাময়ে সাহায্য করে ।
৩. মাটির কলসির জল ঠান্ডা থাকে কী করে তার ব্যাখ্যা দাও ।
উত্তর: চোখে দেখা না গেলেও মাটির কলসির গায়ে অসংখ্য সুক্ষ্ম সুক্ষ্ম ছিদ্র থাকে | এই ছিদ্রগুলি দিয়ে কলসির ভেতরে থাকা জল চুঁইয়ে চুঁইয়ে বাইরে বেরিয়ে আসে এবং এই জলের বাষ্পীভবন ঘটে । এই বাষ্পীভবনের জন্য জল তার প্রয়োজনীয় লীনতাপ কলসি ও কলসির ভেতরে থাকা জল থেকে গ্রহণ করে । এর ফলে কলসি এবং তার ভেতরে থাকা জলের উষ্ণতা কমে যায় এবং কলসির জল ঠান্ডা থাকে ।
উত্তর: চোখে দেখা না গেলেও মাটির কলসির গায়ে অসংখ্য সুক্ষ্ম সুক্ষ্ম ছিদ্র থাকে | এই ছিদ্রগুলি দিয়ে কলসির ভেতরে থাকা জল চুঁইয়ে চুঁইয়ে বাইরে বেরিয়ে আসে এবং এই জলের বাষ্পীভবন ঘটে । এই বাষ্পীভবনের জন্য জল তার প্রয়োজনীয় লীনতাপ কলসি ও কলসির ভেতরে থাকা জল থেকে গ্রহণ করে । এর ফলে কলসি এবং তার ভেতরে থাকা জলের উষ্ণতা কমে যায় এবং কলসির জল ঠান্ডা থাকে ।
৪. রোজ চাউমিন, এগরোল,পেস্ট্রি,বিরিয়ানি ইত্যাদি ফাস্টফুড খেলে কী কী ক্ষতি হতে পারে?
উত্তর: রোজ চাউমিন, এগরোল,পেস্ট্রি,বিরিয়ানি ইত্যাদি ফাস্টফুড খেলে আমাদের শরীরে নানারকম সমস্যা ও রোগব্যাধি দেখা দিতে পারে । যেমন, হৃদপিণ্ডের নানারকম অসুখ, যকৃতের সমস্যা, বৃক্ক, হাড় ও মস্তিষ্কের নানারকম ক্ষতি হতে পারে । তাই, শরীর ভালো রাখার জন্য হলুদ, গোলাপি রঙের নানারকম উজ্জ্বল রং মেশানো ফাস্টফুড না খাওয়াই আমাদের শরীরের পক্ষে ভালো ।
উত্তর: রোজ চাউমিন, এগরোল,পেস্ট্রি,বিরিয়ানি ইত্যাদি ফাস্টফুড খেলে আমাদের শরীরে নানারকম সমস্যা ও রোগব্যাধি দেখা দিতে পারে । যেমন, হৃদপিণ্ডের নানারকম অসুখ, যকৃতের সমস্যা, বৃক্ক, হাড় ও মস্তিষ্কের নানারকম ক্ষতি হতে পারে । তাই, শরীর ভালো রাখার জন্য হলুদ, গোলাপি রঙের নানারকম উজ্জ্বল রং মেশানো ফাস্টফুড না খাওয়াই আমাদের শরীরের পক্ষে ভালো ।
৫. "প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া" বলতে কি বোঝায়? প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার একটি উদাহরণ দাও ।
উত্তর: যেসব রাসায়নিক বিক্রিয়ায় দুই বা তার বেশি বিক্রিয়ক পদার্থগুলি বিক্রিয়া করে ওই বিক্রিয়ক পদার্থের মৌলগুলির সংযোগে গঠিত বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, তাকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে ।
উদাহরণ: নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় । এটি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার একটি উদাহরণ ।
৬. জীবদেহে জলের যেকোনো তিনটি ভূমিকা ব্যাখ্যা করো ।
উত্তর:আমাদের দেহের নানারকম শারীরবৃত্তীয় কার্যকলাপের জন্য জলের গুরুত্ব অপরিসীম । নিচে জীবদেহে জলের ভুমিকাগুলি আলোচনা করা হলো:
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
উত্তর: যেসব রাসায়নিক বিক্রিয়ায় দুই বা তার বেশি বিক্রিয়ক পদার্থগুলি বিক্রিয়া করে ওই বিক্রিয়ক পদার্থের মৌলগুলির সংযোগে গঠিত বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, তাকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে ।
উদাহরণ: নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় । এটি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার একটি উদাহরণ ।
N2 + 3H2 = 2NH3
উত্তর:আমাদের দেহের নানারকম শারীরবৃত্তীয় কার্যকলাপের জন্য জলের গুরুত্ব অপরিসীম । নিচে জীবদেহে জলের ভুমিকাগুলি আলোচনা করা হলো:
- জল আমাদের দেহে তরল কাজ করে এবং নানা দরকারি উপাদান আমাদের দেহে সংবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
- জল আমাদের দেহের অভ্যন্তরীণ তাপমাত্রার ভারসাম্যকে বজায় রাখে ।
- জল আমাদের দেহ থেকে নানারকমের ক্ষতিকর উপাদান মূত্রের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় ।
- জল পাচনের পর খাদ্যের শোষণে সাহায্য করে ।
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরোকোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Thankyou so much...
ReplyDeleteBut 1st kothay
You are welcome.
Delete2nd part and 3rd part lagbe je bro....
Deleteস্যার,ক্লাস ৭ এর ইংলিশ part--২ টা করে দিন ।
ReplyDeleteClass ৭ er Bangla Tao Kore din
ReplyDeleteক্লাস ৭ এর বাংলা part ২ ta কবে পাবলিশ হবে ?
DeleteSorry, আমাদের ওয়েবসাইট এ বর্তমানে ইংরেজি,বিজ্ঞান এবং অঙ্কের সমাধানগুলিই পাবলিশ করা হচ্ছে | আর্টস এর সাবজেক্টগুলি পাবলিশ করা হয়ে উঠছে না | আপনার সমস্যার জন্য দুঃখিত |
ReplyDeleteবিজ্ঞানের পার্ট ০২, ০৩ টা কোথায়।
DeleteThank yoy
ReplyDeleteYou're Welcome.
Deleteআর কোনো Problem থাকলে তা আমাদের জানাতে পারেন |
আমাদের মেল করে আপনার প্রশ্ন জানাতে পারেন | আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com
Thank you so much
ReplyDeleteYou are welcome....:)
DeleteThanks you very much
ReplyDeleteYou are welcome....:)
DeleteSir class 7 er geography ta kore din
ReplyDeleteIt's helpfull😘😉😘😘
ReplyDeleteThanks sir your
ReplyDeletePost a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.