Class 10 Physical Science Model Task Part 3 Solutions | দশম শ্রেনীর ভৌতবিজ্ঞান মডেল টাস্ক পার্ট 3

wbbse-class-10-physical-science-solutions
আজকের এই পোস্টটিতে আমরা  দশম শ্রেনীর ভৌতবিজ্ঞান এর  Model Activity Task এর  Part 3 এর উত্তরগুলি আলোচনা করব | Solutions of WBBSE Class 10 Physical Science Model Activity Task Part 3

 

   দশম শ্রেনীর ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টভিটি টাস্ক পার্ট 3 উত্তরমালা  

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :

১. কোনো তড়িৎক্ষেত্রের একটি বিন্দুতে বিভব x ভোল্ট বলতে কি বোঝায় ?
উত্তর: কোনো তড়িৎক্ষেত্রের একটি বিন্দুতে বিভব x ভোল্ট বলতে বোঝায় যে, অসীম দূরত্ব থেকে একটি 1 কুলম্ব ধনাত্মক আধানকে ওই বিন্দুতে আনতে হলে x জুল কার্য করতে হবে ।

wbbse-class-10-physical-science-model-task-part-3


২. কোনো পরিবাহীর মধ্য দিয়ে 16 অ্যাম্পিয়ার তড়িৎপ্রবাহ গেলে প্রতি সেকেন্ডে তার মধ্যে দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো । (ইলেকট্রনের আধান $ \ 1.6 \times 10^{-19} $ কুলম্ব ধরে নাও )
উত্তর: প্রশ্নানুসারে, তড়িৎ প্রবাহমাত্রা (I) = 16 অ্যাম্পিয়ার,    সময় (t) = 1 সেকেন্ড.
এখন, আমরা জানি, আধান Q = I × t
                                            = 16 × 1 কুলম্ব (C)
                                            = 16 কুলম্ব (C)
আমরা জানি যে,
 1 টি ইলেকট্রনের আধান = $ \ 1.6 \times 10^{-19} \thinspace C $

সুতরাং, আমরা বলতে পারি,
$ \ 1.6 \times 10^{-19} C $ আধান থাকে 1 টি ইলেকট্রনের

 1 C আধান থাকে $ \frac{1}{1.6 \times 10^{-19}} $ টি ইলেকট্রনের

16 C আধান থাকে $ \frac{1}{{\not{1\cdot}\not{6}} \times 10^{-19}}\times \overset{10}{\not{1}\not{6}} $ টি ইলেকট্রনের
                    = $ 10^{20} $ টি ইলেকট্রন (Ans.)

∴ প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা= $ 10^{20} $ টি

৩. কোনো তড়িৎকোশের তড়িচ্চালক বল (EMF) 1.5V বলতে কি বোঝায় ?

উত্তর: কোনো তড়িৎকোশের তড়িচ্চালক বল (EMF) 1.5V বলতে বোঝায় যে, কোশটির ধনাত্মক তড়িদদ্বার থেকে ঋণাত্মক তড়িদদ্বারে 1 কুলম্ব তড়িৎ আধানকে নিয়ে যেতে 1.5 জুল কার্য করতে হয় ।

৪. ওহমের সূত্রটির গাণিতিক রূপ লেখো এবং লেখচিত্র অঙ্কন করো ।
উত্তর: ওহমের সূত্রের গাণিতিক রূপটি হলো:
                         V=IR
যেখানে, V= পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, I= ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহমাত্রা এবং R= ওই পরিবাহীর রোধ |

graphical representation of ohm's law


Class 10 এর অন্যান্য Model Activity Task এর লিংক নিচে দেওয়া হলো 👇 :

CLASS 10 Math Model Task PART 1

CLASS 10 Math Model Task PART 2

CLASS 10 Math Model Task PART 3 (Updating Soon)

CLASS 10 Life Sc. Model Task PART 1

CLASS 10 Life Sc. Model Task PART 2

CLASS 10 Life Sc. Model Task PART 3

CLASS 10 Physical Sc. Model Task PART 1

CLASS 10 Physical Sc. Model Task PART 2

CLASS 10 Physical Sc. Model Task PART 3
 
 
উপরের উত্তরগুলি নিয়ে কোনোরকম প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্ট করে জানাও ।
এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে তা তোমরা আমাদের ফেসবুক পেজে জানাতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার এই লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook


এছাড়া কোনো কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের মেল করুন । আমাদের মেল আইডি হল: eshoseekhi@gmail.com

2/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Post a Comment

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post