[PART 3] WBBSE Class 9 Physical Science Model Activity Task Solution | ভৌতবিজ্ঞান মডেল টাস্ক পার্ট 3 নবম শ্রেণী

Wbbse Class 9 Physical Science Model Activity Task Part 3 Solution

 প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের স্বাগত জানাই এসো শিখি ওয়েবসাইটে | আজ আমরা আলোচনা করব WBBSE এর Online Portal থেকে দেওয়া নবম শ্রেনীর ভৌতবিজ্ঞান (Physical Science) এর Model Activity Task Part 3 এর উত্তরগুলি | ( WBBSE Class 9 Physical Science Solutions )

: ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 উত্তরমালা :

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :


১. বিজ্ঞানের বিভিন্ন শাখায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব আলোচনা করো ।
উত্তর: বিজ্ঞানের বিভিন্ন শাখায় অ্যাভোগাড্রো সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে কারণ:
  • অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে কোনো পদার্থের মধ্যে কত গুলো অণু, পরমাণু, আয়ন উপস্থিত রয়েছে তা সহজেই নির্ণয় করা যায় |
  • অ্যাভোগাড্রো সংখ্যার দ্বারা কোনো গ্যাসীয় যৌগের আণবিক সংকেত নির্ণয় করা যায় |
  • অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্য নিয়ে গ্যাস-আয়তন সূত্রের প্রমান করা যায় |
  • কোনো পদার্থের অণু এবং পরমাণুর ভর অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে প্রকাশ করা যায় |


২. STP-তে গ্যাসীয় এমন একটি যৌগের $ \small 3.011\times10^{22} $ সংখ্যক অণুর ভর 3.2 g হলে যৌগটির গ্রাম আণবিক গুরুত্ব নির্ণয় করো | STP-তে 3.2 g গ্যাসীয় যৌগটির আয়তন কত লিটার ?
উত্তর: প্রশ্নানুসারে,
$ \small 3.011\times10^{22} $ সংখ্যক অণুর ভর = 3.2 g

        1 টি অণুর ভর = $ \frac{3.2}{3.011\times10^{22}} \thinspace \small gm $

∴ $ \small 6.022\times10^{23} $ সংখ্যক অণুর ভর = $ \frac{3.2}{\not{3.}\not{0}\not{1}\not{1}\times 10^{22}}\times \overset{2}{ \small \not{6} \cdot \not{0}\not{2} \not{3} \times 10^{23}} $

$ =\frac{3.2}{\not{1}\not{0}^{\not22}} \times \small 2 \thinspace \thinspace \times \small {\overset{10}{\not{1}\not{0}^{\not23}}} gm $

= 64 gm
∴ গ্যাসীয় যৌগটির আণবিক ভর = 64 gm

∴STP তে 64 gm গ্যাসীয় যৌগটির আয়তন হবে = 22.4 L
     "    ''    1  gm    ''           ''            ''        ''  =  $ \frac{22.4}{64} L $

∴  STP তে 3.2 gm গ্যাসীয় যৌগটির আয়তন হবে = $ \frac{22.4}{64} \times 3.2 \thinspace L $

= $ \frac{\overset{112}\not{2}\not{2}\not{4}}{\underset{\not2}\not{6}\not{4}} \times \frac{\not{3}\not{2}}{10\times 10} \thinspace L $

= $ \frac{112}{100}= 1.12 \thinspace L $ (Ans.)




৩. কোনো ব্যক্তি হাতে একটি সুটকেশ ভূমির সঙ্গে লম্বভাবে ঝুলিয়ে অনুভূমিক তল বরাবর হেঁটে গেলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যের মান কত হবে ? ব্যাখ্যা করো |
উত্তর:কোনো ব্যক্তি হাতে সুটকেশ নিয়ে অনুভূমিক তল বরাবর হেঁটে গেলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো কার্য হয় না |
কারণ, এক্ষেত্রে সুটকেশের সরণ এবং অভিকর্ষ বলের অভিমুখ পরস্পর লম্বভাবে থাকে | আমরা জানি যে, বলের অভিমুখ এবং বস্তুটির সরণের অভিমুখ যদি পরস্পর লম্বভাবে থাকে তাহলে কৃতকার্যের মান শূন্য হয় |
তাই, এক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো কার্য হয় না |

wbbse-class-9-physical-science-solutions


৪. একটি 100 g ভরের বস্তু 500 m উচ্চতা থেকে বাধাহীন ভাবে পড়তে শুরু করার 3 sec পরে তার গতিশক্তি কত হবে নির্ণয় করো |
উত্তর: প্রশ্নানুসারে,
বস্তুর ভর (m) = $ \small 100 \thinspace gm =\frac{ \not{1} \not{0} \not{0}}{ \underset{10} \not{1} \not{0} \not{0} \not{0}} = \frac{1}{10} \thinspace kg $

উচ্চতা (h) = 500 m
অভিকর্ষজ ত্বরণ (g) = $ \small {9.8 \thinspace \thinspace m/sec^{2}} $
প্রাথমিক বেগ (u) = $ \small { 0 \thinspace \thinspace m/sec} $
সময় (t) = 3 sec
ধরি, অন্তিম বেগ (v) = $ \small {x \thinspace \thinspace m/sec} $

আমরা জানি, $ v = u + gt $
∴ $ v = 0 + 9.8 \times 3 $
$ \Rightarrow \thinspace v = 29.4 \thinspace m/sec $

∴ নির্ণেয় গতিশক্তি = ½ × বস্তুর ভর × (বস্তুর বেগ)2

 = $ \frac{1}{2} \times m \times v^{2} $

 = $ \frac{1}{2}\times \frac{1}{10}\times \small (29.4)^{2} \thinspace Joule $

= $ \frac{1}{\not{2}}\times \frac{1}{10}\times \frac{\overset{147}\not{2}\not{9}\not{4}}{10} \times \frac{294}{10} \thinspace Joule $

= $ \frac{43218}{1000} \thinspace Joule $

= $ 43.218 \thinspace \small Joule  $

3 sec পর বস্তুটির গতিশক্তি হবে 43.218 জুল |


নবম শ্রেণী ভৌতবিজ্ঞান এর অন্যান্য মডেল টাস্কের উত্তরের লিংক নিচে দেওয়া হলো :

নবম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল টাস্ক PART 1

নবম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল টাস্ক PART 2

নবম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল টাস্ক PART 3

নবম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল টাস্ক PART 4

 

 আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

 এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 9 all subject, class 9 model activity task 2021, model activity task class 9 Physical Science part 3, model activity task class 9 physical science answers, model activity task class 9 Physical Science, model activity task class 9 physical science part 3 2021 answers, WBBSE Class 9 Physical Science Model Activity Task Answers, Class 9 Model Activity Task Answers Physical Science, নবম  শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021


© Esho Seekhi Online Education Platform

6/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

  1. STP তে 64 gm গ্যাসীয় যৌগটির আয়তন হবে = 22.4 L। এটা কি করে হল?

    ReplyDelete
    Replies
    1. অ্যাভোগাড্রো সুত্রানুসারে,কোনো গ্যাসীয় যৌগের গ্রাম-আণবিক ভরের আয়তন সর্বদা 22.4 লিটার হয়ে থাকে |
      তাই, আমরা প্রথমে গ্যাসীয় যৌগটির গ্রাম-আণবিক ভর বের করে নিয়েছি যা এসেছে 64gm.
      আশা করি,উত্তরটা বোঝাতে পারলাম |
      তুমি পাঠ্য বই থেকে অ্যাভোগাড্রো সূত্রটি ভালো মত পরে নাও | তাহলে দেখবে আর অসুবিধে হবে না |

      ধন্যবাদ
      Team Eshoseekhi.

      Delete
  2. velocity er UNIT TO m/s
    question e m/sec2 deoa ache kano?

    ReplyDelete
    Replies
    1. Yes, Velocity এর Unit m/sec হবে | ওখানে typing mistake ছিল | ঠিক করে দেওয়া হয়েছে |

      Thank You for reporting us the mistake.

      TEAM ESHO SEEKHI
      !!HAPPY LEARNING!!

      Delete

Post a Comment

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post