[PART 3] Class 8 Model Activity Task Geography and Environment | অষ্টম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা

 

model-activity-task-class8-geography-part3

 প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অষ্টম শ্রেনীর পরিবেশ ও ভূগোল এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 8 Model Activity Task Geography and Environment Part 3 Answers)


WBBSE Model Activity Task

Class 8

Geography and Environment

 Part 3

 

 

অধ্যায়: চাপবলয় ও বায়ুপ্রবাহ

১. ক) শূন্যস্থানে সঠিক শব্দটি বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করো : 

i) সারাবছর প্রবল উষ্ণতাজনিত কারণে যে চাপ বলয়টি গঠিত হয়েছে, সেটি হলো ____________ |

উত্তর: নিরক্ষীয় নিম্নচাপ বলয় |

 

ii) স্থানীয়ভাবে বায়ুর চাপগত পার্থক্যের জন্য যে প্রবল শক্তিজনিত বায়ুপ্রবাহের সৃষ্টি হয়, তা হলো ____________ |

উত্তর: ঘূর্ণবাত |


খ) বামদিকের স্তম্ভের শব্দগুচ্ছের সাথে ডানদিকের স্তম্ভের শব্দগুচ্ছকে মেলাও -

উত্তর:

বামস্তম্ভ

ডানস্তম্ভ

i) অশ্ব অক্ষাংশ  

d) কর্কটীয় শান্ত বলয়

ii) চিনুক

a) রকি পার্বত্য অঞ্চল

iii) উপত্যকা বায়ু

b) বৈপরীত্য উত্তাপ

iv) পশিমা বায়ু

c) গর্জনশীল চল্লিশা

 

 

২. বায়ুচাপ বলয় বলতে কী বোঝায় ?

উত্তর: পৃথিবী পৃষ্ঠের ওপর নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুস্তর অনুভূমিক ভাবে প্রায় হাজার কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটি বলয়ের আকারে বেষ্টন করে আছে। এই বেষ্টন করে থাকা বলয়্গুলিকেই বলা হয় বায়ুচাপ বলয় । 


৩. প্রতীপ ঘূর্ণবাত অঞ্চলে শান্ত আবহাওয়া বিরাজ করে কেন ?

উত্তর: কোন জায়গায় বায়ুর উষ্ণতা হঠাৎ কমে গেলে বায়ুর চাপ বেড়ে যায়। তখন কেন্দ্রে থাকে উচ্চচাপ আর বাইরের দিকে সৃষ্টি হয় নিম্নচাপের। এই অবস্থায় বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যায়, ফলে প্রতীপ ঘূর্ণবাতের সৃষ্টি হয়। সাধারণত এটি উচ্চ অক্ষাংশে সৃষ্টি হয়। প্রতীপ ঘূর্ণবাতের বায়ুর গতিবেগ ঘূর্ণবাতের তুলনায় অনেকটাই কম। এই জন্য প্রতীপ ঘূর্ণবাত অঞ্চলে শান্ত আবহাওয়া বিরাজ করে। 


৪. পৃথিবীর দুই মেরু অঞ্চলে উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ কী ?

উত্তর:   দুই গোলার্ধে ৮০ ডিগ্রি অক্ষরেখা থেকে মেরু বিন্দু মধ্যবর্তী অঞ্চলে দুটি বায়ু চাপবলয় সৃষ্টি হয়েছে। দুই নেরু অঞ্চলে প্রায় সারাবছর বরফে ঢাকা থাকায় উষ্ণতা হিমাঙ্কের নীচে থাকে। তাই এখানকার বাতাস ভীষণ শীতল ও ভারী। এই অঞ্চলে সূর্যরশ্মি তির্যক ভাবে পড়ায় তাপের অভাবের ফলে বাষ্পীভবনের পরিমাণও কম থাকে। এর ফলে দুই মেরু অঞ্চলেই উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে। 


৫. সমুদ্রবায়ু ও স্থলবায়ুর দুটি ছবি অঙ্কন করে বায়ুপ্রবাহের গতিপথ চিহ্নিত করো |

উত্তর: 

wbbse-class8-geography-model-task-answers

wbbse-class8-model-activity-task-geography




পরিবেশ ও ভূগোল Part 1/button/#07b504 

পরিবেশ ও ভূগোল Part 2/button/#07b504




  আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

READ ALSO

  Class 8 Math Model Activity Task Solutions

  Class 8 Science (বিজ্ঞান) Model Activity Task Solutions

  Class 8 English Model Activity Task Solutions

  Class 8 Science Model Activity Task Part 3

  Class 8 Science Model Activity Task Part 2

  Class 8 Geography Model Activity Task Answers

 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task class 8 all subject, class 8 model activity task, model activity task class 8, model activity task class 8 geography answers, model activity task class 8 geography and environment, model activity task class 8 geography part 3 answers, WBBSE Class 8 Geography Model Activity Task Answers, Class 8 Model Activity Task Answers Geography, অষ্টম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post