[PART 2] Model Activity Task Class 9 Mathematics | নবম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা - Esho Seekhi

 

wbbse-class9-math-model-activity-task-solutions-part2

প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের স্বাগত জানাই এসো শিখি ওয়েবসাইটে | আজ আমরা আলোচনা করব WBBSE এর Online Portal থেকে দেওয়া নবম শ্রেনীর অঙ্ক (Mathematics) এর Model Activity Task Part 2 এর উত্তরগুলি | ( WBBSE Class 9 Math Model Task Solutions )

 

Model Activity Task Class 9

Mathematics : Part 2

 

1.ঠিক উত্তর নির্বাচন করো |

(i) $\small x,y,z$ তিনটি বাস্তব সংখ্যা হলে, $\small x<y$ এবং $small z<0$ হলে, 

(a) $\small x\times z <  y\times z$

(b) $\small x\times z > y\times z$

(c) $\small x\times z \leq  y\times z$

(d) $\small x\times z = y\times z$

উত্তর: (b) $\small x\times z > y\times z$

 

(ii)  নিচের কোন বিন্দুতে $\small 3x-y=7$ সমীকরণ লেখচিত্রের উপর অবস্থিত নয়:

(a) (3,2)

(b) (1,-4)

(c) (0,-7)

(d) (2,0)

উত্তর: (d) (2,0)


2. স্তম্ভ মেলাও:

A

B

(a) মূলদ সংখ্যা

(i) অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা

(b) অমূলদ সংখ্যা

(ii) বাস্তব সংখ্যা নয় |


(iii) সসীম দশমিক সংখ্যা বা আবৃত্ত দশমিক সংখ্যা |

 

 উত্তর:

(a) মূলদ সংখ্যা $\small \rightarrow $ (iii) সসীম দশমিক সংখ্যা বা আবৃত্ত দশমিক সংখ্যা |

 

(b) অমূলদ সংখ্যা $\small \rightarrow $ (i) অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা


3.সমাধান করো:

$\small 4x-3y=16$; $\small 6x+5y=62$

উত্তর:  $\small 4x-3y=16$ .............(i)

$\small 6x+5y=62$................(ii)

 

(i) নং সমীকরণকে 3 দ্বারা ও (ii) নং সমীকরণকে 2 দ্বারা গুন করে x এর মানকে অপনয়ন করে পাই,

  $\small 12x-9y=48$

  $\small 12x+10y=124$

 −       −         −

¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯ 

                $\small -19y = -76$

বা, $\small y=\frac{\overset{4}{\mathop\not{7}\not{6}}}{\not1\not9}$

∴ $\small y=4$

 

(i) নং সমীকরণে y এর মান বসিয়ে পাই,

$\small 4x-3\times 4=16$

বা, $\small 4x-12=16$

বা, $\small 4x=16+12$

বা, $\small x=\frac{28}{4}$

∴ $\small x=7$

∴  নির্ণেয় সমাধান: x = 7 ও y = 4

 

4. প্রমাণ করো যে, (2,0), (5,0), (6,2) এবং (3,2) বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয় |

সমাধান:

math-model-activity-task-answers-class9-pic

ধরি, বিন্দু চারটি হলো, A(2,0) ; B(5,0); C(6,2) এবং D(3,2) একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু |

AC কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক $ =\left (\frac{2+6}{2},\frac{0+2}{2}  \right )$

 

$=\left (\frac{8}{2}, \frac{2}{2}  \right )$

 

$=(4,1)$


BD কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক $ =\left (\frac{5+3}{2},\frac{0+2}{2}  \right )$

 

$=\left (\frac{8}{2}, \frac{2}{2}  \right )$

 

$=(4,1)$

∴ আমরা দেখতে পাচ্ছি, যে ABCD চতুর্ভুজের AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করছে |

∴ ABCD চতুর্ভুজটি একটি সামান্তরিক | (প্রমাণিত)

 

 READ ALSO

 
 

এছাড়া তোমাদের আরোকোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: WBBSE Class 9 Model Activity Task Solutions, WBBSE Class 9 Math Model Activity Task Solutions, Class 9 Math Model Activity Task Answers, class 9 model activity task, উৎপাদকে বিশ্লেষণ class 9, model activity task 2021 class 9, model activity task class 9 mathematics, model activity task class 9 west bengal board, model activity task class 9 mathematics part 3, model activity task class 9 all subject, model activity task class 9 all subject answer.

2/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

  1. Very helpfull... Thank you..For this wonderful explanation... Thanks #eshaseeki

    I recommend my friends for this website....

    ReplyDelete
    Replies
    1. You are most welcome...Share our website more and more. It keeps us motivated to create contents for the students at free of cost.

      Regards
      TEAM ESHO SEEKHI

      Delete

Post a Comment

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post