[PART 5] Class 7 Health and Physical Education Model Activity Task Solutions Part 5 | সপ্তম শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক

 

wbbse-class7-physical-education-model-activity-task-part5-solutions

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো আগস্ট মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া আগস্ট মাসের সপ্তম শ্রেনীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 7 Model Activity Task Physical Education 2021 PART 5 [2ND SERIES])

WBBSE Class 7

Model Activity Task 2021 2ND SERIES

স্বাস্থ্য ও শারীরশিক্ষা

PART 5

দ্বিতীয় অধ্যায় : স্বাস্থ্যশিক্ষা


১. সঠিক উত্তরটি নির্বাচন করো :

(ক) একজন স্বাভাবিক ওজনের শিক্ষার্থীর দেহভর সূচকটি কত ?

উত্তর: (২) ১৮.৫ - ২৪.৫ কিলোগ্রাম / মিটার²


(খ) যদি কোনো শিক্ষার্থীর দেহের ওজন তার স্বাভাবিক ওজন যা হওয়া উচিত তার কম হয় তাহলে কী সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে ?

উত্তর: (২) রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় |


(গ) কোনটি দেহভর সূচকের সুত্র ?

উত্তর:  wbbse-class7-model-activity-task-part5-physical-education


 

২. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও :

(ক) বিদ্যালয়ের স্বাথ্যকর পরিবেশ কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো, তার বর্ণনা দাও |

উত্তর:একটি স্বাস্থ্যকর বিদ্যালয়ের পরিবেশ যেমন হওয়া উচিত সেগুলি নিচে আলোচনা করা হল :

(i) বিদ্যালয়ের অবস্থান : একটি বিদ্যালয় যতটা সম্ভব শান্ত ও কোলাহলমুক্ত পরিবেশে অবস্থিত হওয়া উচিত | বিদ্যালয় রাস্তার ধারে অবস্থিত হওয়া উচিত যাতে যোগাযোগ ও যাতায়াতের সুবিধা হয় এবং ছাত্রছাত্রী এবং শিক্ষকরা খুব সহজেই সময়মত, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে পারেন |


(ii) বিদ্যালয়ের আকৃতি ও আয়তন : একটি বিদ্যালয়ের আকৃতি ও আয়তন, ছাত্রছাত্রীর সংখ্যা, শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য শিক্ষাকর্মীর সদস্য সংখ্যার অনুপাতে হওয়া উচিত, যাতে সকলেই সুস্থতার সঙ্গে থাকতে পারে এবং যথেষ্ট পরিমাণে আলো-বাতাস প্রবেশ ও চলাচল করতে পারে |


(iii) বিদ্যালয়ের ভবন ও শ্রেণিকক্ষ : বিদ্যালয়ের ভবন সাধারণত দক্ষিণমুখী হওয়া উচিত, যাতে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক বিদ্যালয়ের ভবনে বিভিন্ন শ্রেণিকক্ষে সরাসরি প্রবেশ করতে পারে | শ্রেণিকক্ষের জানালা ও দরজা বড়ো হওয়া প্রয়োজন এবং বায়ু চলাচলের জন্য যথেষ্ট ভেন্টিলেশন থাকা বাঞ্ছনীয় | শ্রেণিকক্ষে অত্যাধুনিক শিখন উপকরণ ব্যবহারের সংস্থান থাকতে হবে | প্রতিটি ঘরে বুক কর্নার,অ্যাকটিভিটি কর্নার ও সৃজনশীল দক্ষতা বিকাশের উপকরণ থাকলে ভালো হয় |


(iv) পরিষ্কার-পরিচ্ছনতা : নিয়মিতভাবে শ্রেণিকক্ষ, বিদ্যালয়ের আসবাবপত্র, খেলার মাঠ পরিষ্কার করা দরকার | এতে বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকে ও মনের মধ্যে প্রফুল্লতার সঙ্গে কর্মপ্রেরণা জেগে ওঠে |


(খ) বিদ্যালয়ের স্বাথ্যকর পরিবেশের উপকরণের একটি তালিকা প্রস্তুত করো |

উত্তর: বিদ্যালয়ের স্বাথ্যকর পরিবেশের উপকরণগুলি হলো :

  1. নির্মল বায়ু,
  2. পর্যাপ্ত সূর্যালোক,
  3. জীবাণুমুক্ত পরিবেশ,
  4. বিশুদ্ধ পানীয়জল,
  5. উপযুক্ত স্যানিটরি ব্যবস্থা,
  6. স্বাভাবিক জনবসতি,
  7. বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রের সুব্যবস্থা,
  8. জল ওবায়ুদূষণ নিয়ন্ত্রণ,
  9. খেলার মাঠ ও শরীরচর্চার উপযুক্ত ব্যবস্থা,
  10. বিনোদনমূলক কর্মসূচির ব্যবস্থা,
  11. রাজনৈতিকসুস্থতা ও অর্থনৈতিক স্বচ্ছলতা,
  12. জনঘনত্ব, বিদ্যালয় পার্শ্ববর্তী জনসমাজের শিক্ষা প্রভৃতি |


(গ) কোনো ব্যক্তির ওজন ৭০ কিলোগ্রাম এবং উচ্চতা ১.৬ মিটার হলে ওই ব্যক্তির দেহভর সূচকটি কত ?

উত্তর:

wbbse-class7-physical-education-model-activity-task-part5-solutions


সপ্তমশ্রেনীর অন্যান্য মডেল টাস্ক PART 5 এর সমাধানের লিংক নিচে দেওয়া হলো :

সপ্তম শ্রেণী ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 5

সপ্তম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 5

সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 5

সপ্তম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 5

সপ্তম শ্রেণী বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 5

 

 

আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 7 all subject second series, class 7 model activity task 2021, model activity task class 7 physical education 2021, model activity task class 7 physical education part 5 answers, model activity task class 7 health and physical education 2nd series, model activity task class 7 physical education part 5 answers, WBBSE Class 7 Health and Physical Education Model Activity Task Answers, Class 7 Model Activity Task Answers Health and Physical Education, সপ্তম শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021 পার্ট 5


© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post