[PART 7] Class 6 Health and Physical Education Model Activity Task Solutions Part 7 | ষষ্ঠ শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 | October Month

wbbse-model-activity-task-class6-heatlth-and-physical-education-part7-solutions-october

 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো অক্টোবর মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অক্টোবর মাসের ষষ্ঠ শ্রেনীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 6 Model Activity Task Physical Education 2021 PART 7 October Month)

WBBSE Class 6

Model Activity Task 2021

Month : October

স্বাস্থ্য ও শারীরশিক্ষা

PART 7

 

১. শূন্যস্থান পূরণ করো : ১ × ৩ = ৩

(ক) রোগ ________ হলে আমাদের শরীর দুর্বল হয়ে যায় ।

উত্তর: সংক্রামিত


(খ) অসংক্রামক রোগ জিনগতভাবে __________ থেকে আস্তে পারে ।

উত্তর: পূর্বপুরুষ


(গ) মানুষ যখন কোনো কিছু শেখে তা বারবার পুনরাবৃত্তি করে বা করার চেষ্টা করে, একেই বলে ______ ।

উত্তর: অভ্যাস 


২. বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে '✔' চিহ্ন দাও : ১ × ৫ = ৫

(ক) দীর্ঘক্ষণ শরীর চর্চার সময় শারীরিক দূরত্ব বজায় রাখা সত্ত্বেও কী মাস্ক ব্যবহার করা উচিত ?

উত্তর: (ii) না


(খ) কোন ভিটামিনের অভাবে শিশুদের রাতকানা রোগ হতে পারে ?

উত্তর: (i) ভিটামিন A 


(গ) পরোপকার ও সমাজসেবামূলক কাজ করা :

উত্তর: (i) সু-অভ্যাস 


(ঘ) খাবার থালাবাসন মাজার জন্য কোন ধরনের জল ব্যবহার করা উচিত ?

উত্তর: (ii) বিশুদ্ধ জল 


(ঙ) মানবদেহে জলের প্রয়োজন হয় কেন ?

(i) রক্ত সঞ্চালনে সাহায্য করতে 

(ii) পরিপাক ও দেহ গঠনে সাহায্য করতে 

(iii) দেহকোশে জলের সমতা বজায় রাখতে 

(iv) সবকয়টি ক্ষেত্রে

উত্তর: (iv) সবকয়টি ক্ষেত্রে

 

বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন

 

৩. সারণির মধ্যে সম্পর্ক স্থাপন করো : ১ × ৩ = ৩

উত্তর:

বাম দিক 

ডানদিক

(ক) বিশুদ্ধ জল

(ii) স্বাদহীন

(খ) আলো

(i) দৃষ্টিশক্তি

(গ) বিশুদ্ধ বায়ু

(iii) বর্ণ ও গন্ধহীন 

 

৪.  নিচের যোগাসনটির ভঙ্গিটি শনাক্ত করে যোগাসনটির নাম লেখো এবং যোগাসনটির অনুশীলনের পদ্ধতির পর্যায়গুলি বর্ণনা করো এবং উপকারিতা তালিকাভুক্ত করো ।  ১ + ৩ + ২ = ৬

উত্তর: শীঘ্রই আপডেট করা হবে .....


৫. সংক্রামক রোগের কারণগুলি তালিকাভুক্ত করো । ১ × ৩ = ৩

উত্তর: সংক্রামক রোগের কারণগুলি হলো :

শীঘ্রই আপডেট করা হবে .....

 

    CLASS 6 Task Part 7 Links    

Part 7丨English Model Activity Task 

Part 7丨পরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক

Part 7丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Part 7丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

Part 7丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

Part 7丨স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক 

আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 6 all subject part 7, class 6 model activity task 2021, model activity task class physical education 2021, model activity task class 6 physical education part 6 answers, model activity task class 6 health and physical education october month, model activity task class 6 physical education part 7 answers, WBBSE Class 6 Health and Physical Education Model Activity Task Part 7 Answers, Class 6 Model Activity Task Answers Health and Physical Education, ষষ্ঠ শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021 পার্ট 7


© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post