[PART 7] WBBSE Class 6 Model Activity Task Mathematics Part 7 Solutions 2021 | ষষ্ঠ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 সমাধান | October Month

wbbse-model-activity-task-class6-math-part7-solutions-october

 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো অক্টোবর মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া ষষ্ঠ শ্রেনীর গণিত এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 6 Model Activity Task Mathematics 2021 PART 7 October Month)

WBBSE Class 6

Model Activity Task 2021 

Month : October

গণিত

PART 7

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :

1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQ) :  1×4

(i) 0.2 × 0.2 =

উত্তর: (d) $\small \frac{2\times 2}{100}$

 

(ii) 2.5 কি.মি =

উত্তর: (c) $\small 2.5\times 1000$ মি.

 

(iii) সঠিক সম্পর্কটি হলো:

উত্তর: (c) $\small 0.\dot{3}=0.3\dot{3}$

 

(iv) 50 ও 100 এর মধ্যবর্তী একজোড়া সংখ্যা যাদের গ.সা.গু 16, সংখ্যাজোড়া হলো

Ans: (d) 64,80

ব্যাখ্যা : 50 এবং 100 এর মধ্যবর্তী 16 এর গুনিতকগুলি হলো : 64, 80, 96

এখন 64 এবং 80 এর গ.সা.গু. করলে গ.সা.গু. হয় = 16

64 ) 80 ( 1

       64        

       16 ) 64 ( 4

              64          

              ✖

∴ নির্ণেয় গ.সা.গু. = 16

 

2.সত্য / মিথ্যা লেখো (T/F) :

(i) 6, 8, 10 ও 12 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 6,8,10 ও 12 এর গ.সা.গু।

উত্তর:   মিথ্যা  

 

(ii) 3 জন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা 5 হলে, 3 জন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা 5 ।

উত্তর:   সত্য  

 

(iii) P 一一一一一 Q,   চিত্রে PQ একটি সরলরেখা ।

উত্তর:   মিথ্যা  

সঠিক উত্তর : PQ একটি সরলরেখাংশ


(iv)wbbse-class6-math-model-activity-task-part7-solutions-october-monthচিত্রে AD,BE এবং CF সরলরেখাংশগুলি সমবিন্দু ।

উত্তর:   সত্য  

 

বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন

 

3. বামদিকের সাথে ডানদিক মেলাও : 1 × 4

উত্তর:


বাম স্তম্ভ


ডান স্তম্ভ

(i)

আয়তঘন

(d)

6 টি সমতল 

(ii)

নিরেট চোঙ

(c)

2 টি সমতল ও 1টি বক্রতল

(iii)

নিরেট অর্ধগোলক

(b)

1 টি সমতল ও 1 টি বক্রতল

(iv)

নিরেট গোলক

(a)

1 টি বক্রতল


4. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন  :  2 × 2

(i) চিত্রে AD,BE এবং CF সরলরেখাংশগুলি সমবিন্দু ।  ত্রিভুজের পরিসীমা কত?

চিত্রে ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো ।

উত্তর: ত্রিভুজের পরিসীমা :ত্রিভুজের তিনটি বাহুর সমষ্টিকে ত্রিভুজের পরিসীমা বলে |

∴ চিত্রের ত্রিভুজের পরিসীমা হল = ( 10+15+18 ) সেমি = 43 সেমি. (উত্তর)

 

(ii) আমি 0 থেকে -6 গেলাম । ইহা সংখ্যারেখার সাহায্যে দেখাও ।

উত্তর: আমি 0 থেকে -6 গেলাম । ইহাকে সংখ্যারেখার সাহায্যে প্রকাশ করলে পাই,

wbbse-class6-math-model-activity-task-solutions-number-line


5. মহাজাতি বিদ্যামন্দিরে জন ছাত্রের উপর সার্ভে করে দেখা হয়েছে কোন ছাত্রছাত্রী কোন বিষয় ভালোবেসে চর্চা করে। সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্যটি হলো :

বিষয় 

ছাত্রছাত্রী সংখ্যা


বাংলা

30


গণিত

25

1 একক = 5 জন ছাত্রছাত্রী নিয়ে তথ্যটি থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো 

ইংরেজি

25

পরিবেশ

30


হাতের কাজ

40


উত্তর:

wbbse-class6-model-activity-task-math-part7-october-month-answers-bar-graph


    CLASS 6 Task Part 7 Links    

Part 7丨English Model Activity Task 

Part 7丨পরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক

Part 7丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Part 7丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

Part 7丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

Part 7丨স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক 

 


আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 6 all subject october month, class 6 model activity task 2021, model activity task part 7 class 6 mathematics 2021, model activity task class 6 math answers, model activity task class 6 math october, model activity task class 6 math part 7 answers, WBBSE Class 6 Mathematics Model Activity Task Answers October Month, WBBSE Class 6 Mathematics Model Activity Task Part 7 Answers, Math Model Activity Task Solutions Part 7, Class 6 Model Activity Task Answers Math, ষষ্ঠ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021 পার্ট 7, ষষ্ঠ শ্রেণী অঙ্ক মডেল টাস্ক পার্ট 7 সমাধান,


© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post