প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো অক্টোবর মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া
ষষ্ঠ শ্রেনীর ইতিহাস এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর
উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 6 Model Activity Task History 2021 PART 7 October Month)
WBBSE Class 6
Model Activity Task 2021
Month : October
ইতিহাস
PART 7
১. 'ক' স্তম্ভের সাথে 'খ' স্তম্ভ মেলাও : ১ × ৪ = ৪
উত্তর:
২. শূন্যস্থান পূরণ করো : ১ × ৪ = ৪
২.১ বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল________উপত্যকাকে কেন্দ্র করে ।
উত্তর: গঙ্গা-যমুনা
২.২ মগধের রাজধানী ছিল________ ।
উত্তর: রাজগৃহ
২.৩ সর্বজ্ঞানী হওয়ার পর মহাবীর পরিচিত হন_______ নামে ।
উত্তর: কেবলিন
২.৪ প্রথম বৌদ্ধ সংগীতির আয়োজন করা হয়েছিল _______মৃত্যুর পর ।
উত্তর: গৌতম বুদ্ধের
৩. দুটি বা তিনটি বাক্যে দাও : ২ × ৩ = ৬
৩.১ 'অষ্টাঙ্গিক মার্গ' কী ?
উত্তর : দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য আটটি উপায়ের কথা গৌতম বুদ্ধ বলেছিলেন। সেই আটটি উপায়কে এক সঙ্গে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ । মার্গ মানে পথ। এইকারণে আটটি পথকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ ।
৩.২ 'মজঝিম পন্থা' বলতে কি বোঝো ?
উত্তর : মহাবীর কঠোর তপস্যার উপরে জোর দিয়েছিলেন। অন্যদিকে গীতম বুদ্ধ মনে করতেন কঠোর তপস্যা নির্বাণ বা মুক্তি লেভার উপায় নয়। আবার, চূড়ান্ত ভোগ-বিলাসেও মুক্তির খোঁজ পাওয়া যায় না। গৌতম বুদ্ধ তাই মজঝিম পতিপাদ বা মধ্যপন্থার কথা বলেছিলেন ।
৩.৩ কোন সাহিত্যে থেকে জনপদ-মহাজনপদ সম্পর্কে জানা যায় ।
উত্তর : জৈন ও বৌদ্ধে সাহিত্যে জনপদ-মহাজনপদ সম্পর্কে জানা যায় ।
বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন |
৪. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও : ৩ × ২ = ৬
৪.১ মহাজনপদ গড়ে উঠেছিল কীভাবে ?
উত্তর : খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ এক-একটা টা জনপদের ক্ষমতা ক্রমে বাড়তে থাকে। সেখানকার শাসকেরা যুদ্ধ করে নিজেদের রাজ্যের সীমানা বাড়াতে থাকেন। ছোটো ছোটো জনপদগুলির কয়েকটি পরিণত হয় বড়ো রাজ্যে। এই বড়ো রাজ্যগুলিই মহাজনপদ বলে পরিচিত হয়। জনপদের থেকে যা আয়তন ও ক্ষমতায় বড়ো তাই হলো মহাজনপদ। মহাজনপদগুলির শাসকরা ছিলেন বৈদিক যুগের রাজাদের চাইতে অনেক বেশি শক্তিশালী। তাঁদের হাতে অনেক সম্পদ জমা হলো। সেই সম্পদ ব্যবহার করে তাঁরা নিজেদের ক্ষমতা আরো বাড়াতে শুরু করে এবং বিভিন্নভাবে যুদ্বে লিপ্ত হয়। মগধ হলো একটি উল্লেখযোগ্য মহাজনপদ ।
৪.২ বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে দুটি মিল ও দুটি অমিল লেখো ।
উত্তর : বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে দুটি মিল :
- বৌদ্ধ ও জৈন ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ ও মহাবীর ছিলেন ক্ষত্রিয় বংশজাত।
- বৌদ্ধ ও জৈন উভয় ধর্মই জন্মান্তরবাদে বিশ্বাসী ছিল।
বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে দুটি অমিল :
- বৌদ্ধধর্মে ভোগ ও ত্যাগের মধ্যবর্তী পথ মজঝিম অবলম্বনের কথা বলা হয়েছে। জৈনধর্মে কঠোর তপস্যা, ত্যাগ ও তার পাশাপাশি উপবাসের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
- গৌতম বুদ্ধ কেবলমাত্র জীব বা প্রাণী হত্যারই বিরোধী ছিলেন। জৈনধর্মে কঠোর অহিংসনীতির কথা বলা হয়েছে। জৈনরা জড়বস্তুতেও প্রাণের অস্ত্বিতে বিশ্বাসী ছিলেন।
CLASS 6 Task Part 7 Links
Part 7丨English Model Activity Task
Part 7丨পরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক
Part 7丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক
Part 7丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক
Part 7丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক
Part 7丨স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্কআমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
It is very helpful too mee. Thank you ESHOSEEKHI 🙏🙏
ReplyDeletePost a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.