প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো অক্টোবর মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া
অষ্টম শ্রেনীর ভূগোল এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর
উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 6 Model Activity Task Geography 2021 PART 7 October Month)
WBBSE Class 6
Model Activity Task 2021
Month :October
ভূগোল
PART 7
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১ × ৪ = ৪
১.১ ঠিক জোড়টি নির্বাচন করো -
উত্তর: খ) বিশ্ব উষ্ণায়ন - মরুভূমির প্রসার ।
১.২ আন্টার্কটিকার স্থায়ী বাসিন্দা পেঙ্গুইনের প্রধান খাদ্য হলো -
উত্তর: গ) ক্রিল
১.৩ সূর্যরশ্মির অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায়, তাকে বলে -
উত্তর: ঘ) অ্যালবেডো
১.৪ ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি উদাহরণ হলো -
উত্তর: গ) পলাশ।
২. একটি বা দুটি শব্দে উত্তর দাও : ১ × ৪ = ৪
২.১ পৃথিবীর বাইরের শক্ত আবরণ কী নামে পরিচিত ?
উত্তর : পৃথিবীর বাইরের শক্ত আবরণ শিলামন্ডল নাম পরিচিত ।
২.২ 'আন্টার্কটিকা' শব্দটির অর্থ কি ?
উত্তর : 'আন্টার্কটিকা' শব্দটির অর্থ উত্তরের বিপরীত ।
২.৩ কোন গোলার্ধে সমোষ্ণরেখাগুলি পরস্পর থেকে দূরে অবস্থান করে ?
উত্তর : দক্ষিণ গোলার্ধে সমোষ্ণরেখাগুলি পরস্পর থেকে দূরে অবস্থান করে ।
২.৪ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি ?
উত্তর : কন্যাকুমারী হলো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু ।
বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন |
৩. সংক্ষিপ্ত উত্তর দাও : ২ × ২ = ৪
৩.১ 'বায়ুমণ্ডলই পৃথিবী জীবনধারণের অনুকূল তাপমাত্রা বজায় রাখে' - বক্তব্যটির যথার্থতা বছর করো ।
উত্তর : পৃথিবীকে ঘিরে বায়ুর স্তর না থাকলে অন্যান্য গ্রহের মতোই পৃথিবীও প্রাণহীন হয়ে যেতে পারত। বায়ু ছাড়া উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার উপায় হতো না। সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয় আর দিন ও রাত মিলিয়ে ঐ তাপ ধীরে ধীরে বেরিয়ে যায়। বায়ুমণ্ডল না থাকলে সূর্যাস্তের পর হঠাৎ ভীষণ ঠান্ডা আর সূর্যোদয়ের পর হঠাৎ প্রবল গরম হয়ে যেত পৃথিবী। বায়ুমণ্ডলের জন্য পৃথিবীতে জীবনধারণের অনুকূল তাপমাত্রা বজায় আছে। এছাড়াও, প্রতিদিন প্রায় ১০ হাজার কোটি ছোটো ছোটো উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে। কিন্তু বায়ুমণ্ডলের সাথে ঘষা গেলে জ্বলে ছাই হয়ে যায়। তাই পৃথিবীর ক্ষতির হাত থেকে সুরক্ষিত থাকে ।
৩.২ আন্টার্কটিকার জলবায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।
উত্তর : আন্টার্কটিকার জলবায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো -
- চিরস্থায়ী বরফ আবৃত থাকে বলে এই মহাদেশ পৃথিবীর শীতলতম অঞ্চল। সারাবছরই হিমশীতল আবহাওয়া, কনকনে ঠান্ডা বাতাস আর তুষার ঝড় চলে। পৃথিবীর শীতলতম স্থান হলো আন্টার্কটিকার ভস্টক।
- মে-অগাস্ট মাসে ২৪ ঘন্টায় অন্ধকার থাকে। এই সময় আকাশে সূর্যের দেখা যায় না। মাঝে মাঝে আকাশে সবুজ, নীল, লাল রঙের মেরুজ্যোতি দেখা যায় ।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৩ × ১ = ৩
৪.১ পৃথিবীর তাপমন্ডলের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো ।
উত্তর :
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৫ × ১ = ৫
৫.১ কী কী উপায়ে মাটি সংরক্ষণ করা যেতে পারে বলে তুমি মনে করো ?
উত্তর : গাছের শিখর মাটিকে খুব শক্ত করে ধরে রাখে। তবে আজকাল নানা কারণে অনেক গাছ কাটা হচ্ছে। সেইকারণে বৃষ্টির সময় উপরের স্তরের মাটি ধুয়ে যায়। মাটির ক্ষয়রোধ করতে মাটিকে সংরক্ষণ করা উচিত।
মাটি সংরক্ষণের উপায় গুলি হলো -
- পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত।
- মাটির অতিরিক্ত গভীরে খনিজ সম্পদ আহরণ করা বন্ধ করা উচিত।
- পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত।
- অপরিকল্পিতভাবে গাছ কাটা বন্ধ করা উচিত।
- বেশি পরিমানে চারাগাছ রোপণ করা উচিত।
- মাত্রাতিরিক্ত ঢালু অংশে রাস্তাঘাট,ঘরবাড়ি নির্মাণ করা উচিত নয়।
CLASS 6 Task Part 7 Links
Part 7丨English Model Activity Task
Part 7丨পরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক
Part 7丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক
Part 7丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক
Part 7丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক
Part 7丨স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags: model activity task 2021 class 6 all subject october month, class 6 model activity task 2021, model activity task part 7 class 6 geography 2021, model activity task class 6 geography answers, model activity task class 6 geography october , model activity task class 6 history part 7 answers, WBBSE Class 6 Vugol Model Activity Task Answers September Month, WBBSE Class 6 Geography Model Activity Task Part 7 Answers, Geography Model Activity Task Solutions Part 7, Class 6 Model Activity Task Answers Geography, ষষ্ঠ শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021 পার্ট 7
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.