WBBSE Class 8 MCQ Adaptation Package History | অষ্টম শ্রেণী ইতিহাস বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন 2021 সমাধান | Esho Seekhi

 

wbbse-class8-mcq-adaptation-package-history-solutions-esho-seekhi

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অষ্টম শ্রেনীর ইতিহাস এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 8 MCQ Adaptation Package History Answers 2021 )

MCQ Adaptation Package

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন

অষ্টম শ্রেণী

ইতিহাস

১. ভারতের সংবিধানে নাগরিকদের ছয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। নীচে দেওয়া কোন বিকল্পটি বর্তমানে মৌলিক অধিকারের তালিকা ভুক্ত নয়? 

উত্তর : (ঘ) সম্পত্তির অধিকার

 

২. ভারতের সংবিধানের ১১ টি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়েছে । নীচে দেওয়া কোন বিকল্প টি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না?

উত্তর : গ) নারী ও শিশু সুরক্ষা 

 

৩. ১৮৫৭ খ্রিস্টাব্দে বিদ্রোহের পর ভারতীয় প্রশাসনিক ব্যবস্থা বেশ কিছু পরিবর্তন ঘটে । নীচের কোন বিকল্পটি সঠিক নয়? 

উত্তর : খ) ভারতকে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয় ।

 

৪. ভারত মাতা চিত্র টি একসময় ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে প্রতীকে পরিণত হয়েছিল। কোন আন্দোলনের প্রেক্ষাপটে এটি আঁকা হয়েছিল ?

উত্তর : ক) স্বদেশী আন্দোলন

 

৫. মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনে জ্যোতিরাও ফুলের অবদান ছিল গুরুত্বপূর্ণ । নীচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য জ্যোতিরাও ফুলে গড়ে তোলেন  

উত্তর : ক) সত্যশোধক সমাজ

 

৬. সমাজ সংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বীরেশলিঙ্গম পান্তুলুর কর্মকাণ্ডের মধ্যে বিশেষ মিল পাওয়া যায়। 

উত্তর : গ) দুজনেই বিধবা বিবাহ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ।

 

৭. পরিবারের কোন মহিলা যদি নিপীড়নের শিকার হন, তাহলে নীচে দেওয়া কোন আইন দ্বারা সুরক্ষা পেতে পারেন? 

উত্তর : ক) পারিবারিক হিংসারোধ আইন - ২০০৫ 

 

৮. বিধানসভার সদস্যদের মেয়াদ সাধারণত

উত্তর : খ) পাঁচ বছর

 

৯. মানচিত্রটি ঔপনিবেশিক ভারতের ভূমি রাজস্ব বন্দোবস্তের অন্তর্ভুক্ত অঞ্চল গুলিকে দেখাচ্ছে। মানচিত্রে চিহ্নিত wbbse-class8-mcq-adaptation-package-history-q9-eshoseekhi-copyright অঞ্চলে কোন ভূমি রাজস্ব বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল ? 

উত্তর : গ) চিরস্থায়ী বন্দোবস্ত

 

১০. পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা পঞ্চায়েত ব্যবস্থা নামে পরিচিত। এই পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে ⎯

উত্তর : খ) তিনটি স্তর 

 

১১. মানচিত্রটি ঔপনিবেশিক শাসনাধীন ভারতের । মানচিত্রে wbbse-class8-mcq-adaptation-package-history-q11-eshoseekhi-copyright চিহ্নিত অংশগুলি নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কীসের নির্দেশক? 

উত্তর : ক) ব্রিটিশ - অধিকৃত অঞ্চল

 

১২. মানচিত্রটি ১৮৫৭- র বিদ্রোহের প্রধান কেন্দ্রগুলিকে দেখাচ্ছে। এগুলির মধ্যে বাংলার অন্তর্গত কেন্দ্র কোনটি? **

উত্তর : ঘ) ব্যারাকপুর 

 

১৩. ১৯৬৯ খ্রিস্টাব্দের পর থেকে পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভায় কেবল বিধানসভা রয়েছে বিধানসভার প্রায় সব সদস্য বা বিধায়কগণ −

উত্তর : ক) প্রাপ্ত বয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হন

 

১৪. নীচে দেওয়া কোন কারণটি উপজাতি বিদ্রোহের সাথে সম্পর্কযুক্ত নয়? 

উত্তর : ঘ) উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতিতে হস্তক্ষেপ 

 

১৫. ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয় । এর প্রধান উদ্দেশ্য ছিল-

উত্তর : ক) ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো 


Class 8 All Subjects MCQ Adaptation Link

MCQ Adaptation Package | বাংলা

MCQ Adaptation Package | পরিবেশ ও বিজ্ঞান

MCQ Adaptation Package | গণিত

MCQ Adaptation Package | ইতিহাস

MCQ Adaptation Package | ভূগোল

 


আমাদের দ্বারা প্রকাশিত Class 8 MCQ Adaptation Package এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |

 

 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags:model activity task class 8 history mcq adaptation package answers, mcq adaptation package class 8 history, mcq adaptation package class 8 history answers, WBBSE Class 8 History MCQ Adaptation Package Answers, History MCQ Adaptation Package Answers, Class 8 MCQ Answers History, অষ্টম শ্রেণী ইতিহাস বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন 2021 সমাধান, অষ্টম শ্রেণী ইতিহাস বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন 2021 পার্ট 7

© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post