WBBSE Class 8 MCQ Adaptation Package Science | অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন 2021 সমাধান | Esho Seekhi

wbbse-class8-mcq-adaptation-package-science-solutions-esho-seekhi

 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো অক্টোবর মাসের অষ্টম শ্রেনীর পরিবেশ ও বিজ্ঞানের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন এর সমাধানগুলি |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অষ্টম শ্রেনীর পরিবেশ ও বিজ্ঞান এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 8 MCQ Adaptation Package Environment and Science 2021 )

MCQ Adaptation Package

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন

অষ্টম শ্রেণী

পরিবেশ ও বিজ্ঞান

1. নীচের বক্তব্যগুলি পড়ো ।

  • রক্তে গ্লুকোজের পরিমান বেড়ে যায় ।
  • মূত্রের সঙ্গে গ্লুকোজের দেহ থেকে বেরিয়ে যায় ।
  • কোশে প্রয়োজনীয় গ্লুকোজ ঢুকতে পারে না ।
  • বারে বারে খিদে পায় ।

কোন হরমোনের কম ক্ষরণে উপরের লক্ষণগুলি দেখা যায়?

উত্তর : (খ) ইনসুলিন 

 

2. তোমার ঠোঁটের ভেতরের দিক বা গালের পাশের অংশ একটা পরিষ্কার টুথপিকের সাহায্যে তুলে নিয়ে একটা কাঁচের স্লাইডের মাঝখানে টুথপিকের মাথাটা ঘসে নেওয়া হল । একফোঁটা মিথিলিন ব্লু স্লাইডের ওপর ফেলে কভার স্লিপ চাপা দেওয়া হলো ।

এবার মাইক্রোস্কোপের নীচে স্লাইডটিকে দেখলে তুমি নীচের কোনটিকে কখনোই দেখতে পাবে না ?

উত্তর : (ক) কোশপ্রাচীর

 

3. সঠিক জোড়াটি চিনে নাও −

উত্তর : (গ) প্লেগ - ব্যাকটেরিয়াঘটিত রোগ

 

4. সমুদ্রে অনেকসময় অ্যালাগল ব্লুম দেখা যায়। এর কারণটি খুঁজে বার করো ।

উত্তর : (ঘ) রাসায়নিক সারে থাকা পুষ্টি উপাদান সমুদ্রে মেশার ফলে 

 

5. নীচের কোনটি অজৈব সারের অত্যধিক আর অনিয়ন্ত্রিত ব্যবহারজনিত ক্ষতির সঙ্গে সম্পর্কিত নয়?

উত্তর : (ক) মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়ায় ।


6. নীচের বক্তব্য দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও।

বক্তব্যঃ ১: ক্রোমোপ্লাস্টিডে ক্লোরোফিল নামক সবুজ রঙের রঞ্জক পদার্থ থাকে ।

বক্তব্য  ২: সবুজ উদ্ভিদে সালোকসংশ্লেষের জন্য ক্লোরোফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

উত্তর : (খ) বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ১ ভুল

 

7. নীচে কিছু কাজ দেওয়া আছে । এর মধ্যে যোগকলার কাজ কোনটি?

উত্তর : (ঘ) বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা

 

8. অনেকসময় দুটো চাষের মাঝে ডাল, সয়াবিন জাতীয় উদ্ভিদের চাষ করলে মাটি আবার তার হারিয়ে যাওয়া নাইট্রোজেন যৌগ ফিরে পায়। এই পদ্ধতির সঙ্গে সম্পর্কিত অণুজীব কোনটি?

উত্তর : (গ) রাইজোবিয়াম

 

9. রক্ত সঞ্চালনের মাধ্যমে যে রোগটি সংক্রামিত হয় সেটি হলো −

উত্তর : (খ) হেপাটাইটিস 

 

10.

wbbse-class8-mcq-adaptation-package-science-q10-eshoseekhi-copyright 

'A' চিহ্নিত গ্রন্থি জোড়ার নাম কী ?

উত্তর : (ক) অ্যাড্রিনাল

 

11. ঘরবাড়ি, পৌরসভা ও কলকারখানার বর্জ্য পদার্থ মিশে থাকা ময়লা জল কীভাবে ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হয় না, আবার আমাদের উপকারও হয় ?

উত্তর : (গ) ময়লা জলে মাছ চাষ করলে 

 

12. নিচের দেওয়া চিত্রলেখ দুটি দেখো । A,B,C,D হলো চার প্রজাতির প্রাণী ।wbbse-class8-mcq-adaptation-package-science-q12-eshoseekhi-copyright

 IUCN এর "রেড ডাটা লিস্ট" অনুযায়ী "A" প্রজাতির প্রাণীকে নীচের কোন ক্যাটাগোরিতে রাখা যায় ?

উত্তর : (গ) বিপন্ন

 

13. বৈশিষ্ট্য ১: এদের কোশে কোশপ্রাচীর, নিউক্লিয়াস ও অন্যান্য অঙ্গাণু থাকলেও ক্লোরোপ্লাস্ট থাকে না ।

বৈশিষ্ট্য ২: এদের কোষপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত ।

উত্তর : (গ) ছত্রাক

 

14. নীচের বিষয়গুলো পড়ো 

(i) চোরাশিকার 

(ii) পরিবেশ দূষণ 

(iii) বনসৃজন 

(iv) বন্যপ্রাণীর দেহের নানা অংশ বাণিজ্যিক কাজে ব্যবহার করা যায় ।

বন্যপ্রাণীদের বিপন্নতার জন্য উপরের চারটি কারণের মধ্যে কোনগুলি দায়ী ?

উত্তর : (খ) (i), (ii) ও (iv)

 

15.   বক্তব্য ১: এই কোশ অঙ্গাণুটি প্রাণীকোশে উপস্থিত, কিন্তু উদ্ভিদকোশে অনুপস্থিত ।

বক্তব্য ২: এই কোশ অঙ্গাণুটি প্রাণিকোশের বিভাজনে অংশগ্রহণ করে ।

নীচের কোন কোশ অঙ্গাণুটির সঙ্গে উপরের বক্তব্য দুটি সম্পর্কিত?

উত্তর : (ঘ) সেন্ট্রোজোম

 

16. সমান ভরের দুটি বস্তুকণার মধ্যে দূরত্ব 6 m থেকে কমিয়ে 2 m করা হলো । এর ফলে বস্তুকণা দুটির মধ্যে মহাকর্ষ বল প্রাথমিকের যত গুণ হবে তা হলো −

উত্তর : (গ) 9 গুণ

 

17. দুটি রাবারের বেলুনকে উলের সোয়েটারে ঘষার পরে কাছাকাছি আনলে তারা পরস্পরকে 

উত্তর : (খ) বিকর্ষণ করবে কারণ তাদের আধান সম প্রকৃতির

 

18. একটি পাত্রের জলে একটি বড় কাঠের টুকরো স্থির হয়ে ভাসছে, কিন্তু একটা লোহার পেরেক দিতে তা জলে ডুবে গেল ।

উত্তর : (খ) ভেসে-থাকা কাঠের টুকরোর ওজনের চেয়ে তার ওপর ক্রিয়াশীল প্লবতার মান বেশি


19. কোনো পদার্থের আপেক্ষিক তাপ সম্বন্ধে নীচের কোন বিবৃতি ঠিক নয়?

উত্তর : (গ) তাপের এককের সংজ্ঞা কিভাবে দেওয়া হচ্ছে তার ওপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে না 


20. নিচের কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয় ?

উত্তর : (ঘ) কঠিন কার্বন ডাইঅক্সাইড 


21. খোলা হওয়ায় রাখা জলের উষ্ণতা একই সঙ্গে সেলসিয়াস ও ফারেনহাইট থার্মোমিটারে মাপা হলে দেখা যাবে?

উত্তর : (খ) সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ < ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ


22. একটি সমতল আয়নার তলের সঙ্গে 35° কোণে আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে −

উত্তর : (গ) 55°

 

23. স্বাভাবিক চাপে চারটি ধাতুর গলনাঙ্ক হলো: লোহা 1530°C, গ্যালিয়াম 29.8°C, পারদ -39°C, সোনা 1063°C । এর মধ্যে যেটিকে ডিসেম্বর মাসের খুব ঠান্ডা দিনে কাপে আর প্লেটে রাখলে আলাদা আলাদা আকৃতির দেখাবে তা হলো

উত্তর : (ঘ) গ্যালিয়াম

 

24. লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে চারটি ধাতুর ক্রম হলো Ca, Zn, Fe, (H),Cu তাহলে নীচের কোন ক্ষেত্রে কম সক্রিয় ধাতুর অধঃক্ষেপ পড়বে ?

উত্তর : (ক) কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে

 

25. কোনটা ডালটনের পরমাণুবাদের স্বীকার্য নয় ?

উত্তর : (ঘ) মৌলের একাধিক পরমাণু যুক্ত হয়ে মৌলের অণু গঠন করে

 

26. মারকিউরাস ক্লোরাইডের সংকেত হল −

উত্তর : (খ) Hg₂Cl₂

 

27. কঠিন অনুঘটক সম্বন্ধে কোন বিবৃতিটি সঠিক নয় ?

উত্তর : (খ) অনুঘটক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না

 

28. গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় −

উত্তর : (খ) কাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে

 

29. কোনটি পরিবেশবান্ধব শক্তি উৎস নয় ?

উত্তর : (গ) কয়লা

 

30. বায়ুমণ্ডলে কোন গ্রিনহাউস গ্যাসটির পরিমাণ সর্বাধিক এবং ক্রমশ তা বৃদ্ধি পাচ্ছে ?

উত্তর : (ক) কার্বন ডাইঅক্সাইড


Class 8 All Subjects MCQ Adaptation Link

MCQ Adaptation Package | বাংলা

MCQ Adaptation Package | পরিবেশ ও বিজ্ঞান

MCQ Adaptation Package | গণিত

MCQ Adaptation Package | ইতিহাস

MCQ Adaptation Package | ভূগোল
আমাদের দ্বারা প্রকাশিত Class 8 MCQ Adaptation Package এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |

 

 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags:model activity task class 8 environment and science mcq adaptation package answers, model activity task class 8 science october, mcq adaptation package class 8 science answers, WBBSE Class 8 Science MCQ Adaptation Package Answers, Paribesh O Viggyan MCQ Adaptation Package Answers, Class 8 MCQ Answers Science, অষ্টম শ্রেণী বিজ্ঞান বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন 2021 সমাধান, অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন 2021 পার্ট 7

© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post