প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া
অষ্টম শ্রেনীর ভূগোল এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর
উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 8 MCQ Adaptation Package Geography Answers 2021 )
MCQ Adaptation Package
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন
অষ্টম শ্রেণী
ভূগোল
১. যে অক্ষাংশীয় বলয় ভারতের কোন অংশ নেই সেটি হল-
উত্তর : ঘ) মেরুদেশীয়
উত্তর : খ) ২৩½° উ: - ২৩½° দ:
৩. তুমি যদি ত্রিপুরা থেকে সোজাসুজি পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ পর্যন্ত যেতে চাও তাহলে তোমাকে যে প্রতিবেশী দেশের ওপর দিয়ে যেতে হবে তা হল -
উত্তর : গ) বাংলাদেশ
৪. কোন প্রাকৃতিক ঘটনা পরিবেশের অবনমন এর জন্য দায়ী নয়?
উত্তর : গ) অতিরিক্ত বৃষ্টিপাত
৫.
রেখাচিত্রে ফাটলের মধ্যবর্তী ভুভা গঠিত হয় কোন ভূমিরূপ সৃষ্টি করেছে ?
উত্তর : খ) স্তূপ পর্বত
৬. ক্ষয় বহন ও সঞ্চয়, এই তিনটি প্রক্রিয়ায় কার্যকর হলে তবেই তৈরি হয়-
উত্তর : খ) ব-দ্বীপ
৭. ভারতের মানচিত্রে ভালোভাবে পর্যবেক্ষণ করো । ভারতের কোন দুটি প্রতিবেশী দেশ সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত?
উত্তর : গ) নেপাল ও ভুটান
৮. কোন ফসলের জন্য আদৌ পলিমাটি যুক্ত নীচু জমি আদর্শ ?
উত্তর : খ) পাট
৯. শহরতলীতে শাকসবজি চাষ করে শহরের চাহিদা অনুসারে ট্রাকে করে সেগুলো বাজারে পৌঁছে দেওয়ার পদ্ধতিকে কী বলে ?
উত্তর : খ) ট্রাক ফার্মিং
১০. কোন স্থানে বড় শিল্প কেন্দ্র গড়ে ওঠার জন্য নিচের কোনটি আবশ্যিক নয় ?
উত্তর : খ) নদী তীরবর্তী অবস্থান
১১. ঠিক জোড়টি নির্বাচন করো -
উত্তর : গ) রূঢ়- জার্মানি
১২. খনিজ সম্পদের ভাণ্ডার তেমন না থাকায় কোনো বড় শিল্প গড়ে ওঠেনি-
উত্তর : ক) পম্পাসে
১৩. এদের মধ্যে কোন অঞ্চলটিতে পৃথিবীর খনিজ তেলের ভান্ডার এর ৬০ শতাংশ রয়েছে ?
উত্তর : খ) দক্ষিণ - পশ্চিম এশিয়ায়
১৪. জিওগ্রাফিক্যাল পোজিশনিং সিস্টেম এর সাহায্যে কোনটি নির্ণয় করা যায় না ?
উত্তর : ক) উচ্চতা
১৫. ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ এর গুণগত মানকে বজায় রেখেছে উন্নয়ন করা হয় তা হল-
উত্তর : গ) স্থিতিশীল উন্নয়ন
Class 8 All Subjects MCQ Adaptation Link
MCQ Adaptation Package | বাংলা
MCQ Adaptation Package | পরিবেশ ও বিজ্ঞান
MCQ Adaptation Package | ইতিহাস
MCQ Adaptation Package | ভূগোল
আমাদের দ্বারা প্রকাশিত Class 8 MCQ Adaptation Package এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags:model
activity task class 8 geography mcq adaptation package answers, mcq adaptation package class 8 geography,
mcq adaptation package class 8 geography answers, WBBSE Class 8 Geography MCQ Adaptation Package Answers, Geography MCQ Adaptation Package Answers,
Class 8 MCQ Answers Geography, অষ্টম শ্রেণী ভূগোল বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন 2021 সমাধান, অষ্টম শ্রেণী ভূগোল বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন 2021 পার্ট 7
© Esho Seekhi Online Education Platform
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.