[PART 7] WBBSE Class 7 Geography Model Activity Task Part 7 Answers 2021 | সপ্তম শ্রেণী পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 সমাধান | October Month


 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো অক্টোবর মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া সপ্তম শ্রেনীর ভূগোল এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 7 Model Activity Task Geography 2021 PART 7 October Month)

WBBSE Class 7

Model Activity Task 2021 

Month : October

ভূগোল

PART 7

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১ × ৪ = ৪

১.১ ভূআলোড়নের ফলে সৃষ্ট ফাটলগুলোর মাঝের ভূভাগ ওপরে উঠে যে ভূমিরূপ সৃষ্টি করে তা হলো −

উত্তর:  (খ) স্তূপ পর্বত ।

 

১.২ দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো  

উত্তর: খ) দোয়াব ।

 

১.৩ একটি পাললিক শিলার উদাহরণ হলো

উত্তর:  ঘ) চুনাপাথর ।

 

১.৪ ঠিক জোড়টি নির্বাচন করো  

উত্তর: গ) জাম্বেজি নদী ভিক্তোরিয়া জলপ্রপাত ।  

 

২. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :  ১ × ৪ = ৪

২.১ ভারতের একটি পলিগঠিত সমভূমির নাম লেখো ।

উত্তর : সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্রের সমভূমি পলিগঠিত সমভূমির উদাহরণ ।

 

২.২ নদীর কোন প্রবাহে ভূমির ঢাল বেশি থাকায় নদীর শক্তি বৃদ্ধি পায় ?

উত্তর : নদীর উচ্চপ্রবাহে ভূমির ঢাল বেশি থাকায় নদীর শক্তি বৃদ্ধি পায় ।

 

২.৩ কোন শ্রেণীর মৃত্তিকায় বালি ও কাদার পরিমাণ প্রায় সমান থাকে ?

উত্তর : দোঁয়াশ মৃত্তিকায় বালি ও কাদার পরিমাণ প্রায় সমান থাকে ।

 

২.৪ দক্ষিণ আফ্রিকায় তৃণভূমি কি নামে পরিচিত ?

উত্তর : দক্ষিণ আফ্রিকায় তৃণভূমি ভেল্ড নামে পরিচিত ।

বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন

 

৩. সংক্ষিপ্ত উত্তর দাও :  ২ × ২ = ৪

৩.১ নদীর মোহনায় ব-দ্বীপ সৃষ্টির দুটি শর্ত উল্লেখ করো ।

উত্তর : নদীর মোহনার কাছে নদীর বহন করে আনা পলি, বালি, কাঁকর-জমা হয়ে চড়া সৃষ্টি হয়। নদীর স্রোত তখন ভাগ হয়ে চড়ার দু-দিক দিয়ে প্রবাহিত হতে থাকে । ফলে প্রায় ত্রিভুজের মতো বা গ্রিক অক্ষর ডেল্টার মতো বা-দ্বীপ সৃষ্টি হয়। উদাহরণ -গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলিত ব-দ্বীপ সমভূমি ।

 

৩.২ 'জলবায়ু মৃত্তিকা সৃষ্টির অন্যতম প্রধান নিয়ন্ত্রক'- বক্তব্যটির যথার্থতা বিচার করো ।

উত্তর : জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেয় । উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরী হয়। আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরী হতে সময় লাগে। তাই উষ্ণ ও আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়। এই কারণে জলবায়ু মৃত্তিকা সৃষ্টির অন্যতম প্রধান নিয়ন্ত্রক বলা হয় ।

 

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :  ৩ × ১ =৩

৪.১ সাহারার জলবায়ু কিভাবে সেখানকার মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে ?

উত্তর : সাহারা মরুভূমিতে রাত ও দিনের তাপমাত্রার মধ্যে পার্থক্য অত্যন্ত বেশি হওয়া সত্ত্বেও মানুষ নিজেকে মানিয়ে নিয়ে বেঁচে থাকে। মরূদ্যানের ধারে যারা চাষবাস করে আর, মরুভূমিতে পশুর দোল, বিশেষত উট নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় জল ও খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়, তাদরে যাযাবর বলে। অতিরিক্ত তাপমাত্রার জন্য তারা ঢাকা পোশাক পরে। মরূদ্যানের সামান্য জলের জোগানে ভুট্টা, জোয়ার, বাজরার চাষ হয় ।

 

৫.১ ভঙ্গিল পর্বত ও আগ্নেয় পর্বত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো । ৫ × ১ = ৫

উত্তর : উৎপত্তি অনুযায়ী পর্বত মূলত তিন ধরণের হয় । যথা : ① ভঙ্গিল পর্বত, ② আগ্নেয় পর্বত ও ③ স্তূপ পর্বত। ভঙ্গিল পর্বত ও আগ্নেয় পর্বত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করা হলো -


① ভঙ্গিল পর্বত : পরস্পর বিপরীত মুখী পাত দুটো ভূ-আলোড়ণের ফলে প্রবল চাপে মাঝখানের ভূ-ভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠে ভঙ্গিল পর্বত সৃষ্টি করে। এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা-সবই ভঙ্গিল পর্বত ।


② আগ্নেয় পর্বত : অগ্নুৎপাতের সময় প্রচুর লাভা, ছাই, ছোটো ছোটো পহঁতৰ বেরিয়ে এসে জল হয়ে শঙ্কুর মতো একরকমের পর্বতের সৃষ্টি হয় জেক বলে আগ্নেয় পর্বত । ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়াম, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া এরকম আগ্নেয় পর্বত ।


   CLASS 7 Model Task Part 7 Links    

Part 7丨English Model Activity Task 

Part 7丨পরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক

Part 7丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Part 7丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

Part 7丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

Part 7丨স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক 



আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 7 all subject part 7 october month, class 7 model activity task part 7 2021, model activity task part 7 class 7 geography 2021, model activity task class 7 geography answers, model activity task class 7 geography october, model activity task class 7 geography part 7 answers, WBBSE Class 7 Geography Model Activity Task Answers October Month, Class 7 Model Activity Task Answers Geography, সপ্তম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021 পার্ট 7

© Esho Seekhi Online Education Platform

1/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Post a Comment

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post