প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো অক্টোবর মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া নবম শ্রেনীর ইতিহাস এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 9 Model Activity Task History 2021 PART 7 [October Month])
নবম শ্রেণী
ইতিহাস
Model Activity Task 2021
Month : October
PART 7
১. সঠিক তথ্য দিয়ে নীচের ছকটি পূরণ করো : ১ × ৪ = ৪
উত্তর :
২. সত্য বা মিথ্যা নির্ণয় করো :
২.১ ১৯২১ সালে শেয়ার বাজারে ধ্বস নামার ফলো বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা দেখা যায় ।
উত্তর : মিথ্যা
২.২ বেনিটো মুসোলিনি অক্টোবর, ১৯২২ খ্রিস্টাব্দে ইতালিতে ক্ষমতা লাভ করেন ।
উত্তর : সত্য
ব্যাখ্যা : মুসোলিনি ২৮শে অক্টোবর ১৯২২ খ্রিস্টাব্দে ইতালির দখল নেন |
২.৩ 'নতুন অর্থনৈতিক নীতি' (NEP) ১৯২১ খ্রিস্টাব্দে কার্ল মার্কস প্রবর্তন করেন ।
উত্তর : মিথ্যা
সঠিক উত্তর : 'নতুন অর্থনৈতিক নীতি' (NEP) ১৯২১ খ্রিস্টাব্দে লেনিন প্রবর্তন করেন ।
২.৪ হিটলারের উত্থানের পশ্চাতে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সংকট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ।
উত্তর : সত্য
বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন |
৩. সাত-আটটি বাক্যে উত্তর দাও : ৪ × ১ = ৪
৩.১ প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের মানচিত্রে কেমন ধরণের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল ।
উত্তর :
ভূমিকা : প্রথম মহাযুদ্ধের পর ইউরোপের বিশ্বের মানচিত্রে এক বিশাল পরিবর্তন লক্ষ্য করা যায়। ভার্সাই সন্ধির ভৌগোলিক শর্ত, জাতীয়তাবাদের প্রসার, রাজনৈতিক সংঘাত এবং গণতন্ত্রবাদের উত্থান এই কারণগুলি ইউরোপ তথা সমগ্র বিশ্বের মানচিত্রকে এক নতুন রূপ প্রদান করে ।
প্রথম মহাযুদ্ধের পর বিশ্ব-মানচিত্রের পরিবর্তন : প্রথম বিশ্বযুদ্ধের পর রাজনৈতিক এবং ভৌগোলিক ভারসাম্য ফিরিয়ে বিশ্ব-মানচিত্রে একাধিক পরিবর্তন ঘটানো হয়।
প্রথমত, প্রথম বিশ্বযুদ্ধের পর চারটি বৃহৎ সাম্রাজ্য রাশিয়া, জার্মানি, তুরস্ক এবং অস্ট্রিয়া-হাঙ্গেরি লোপ পেয়েছিল ।
দ্বিতীয়ত, জার্মানির পূর্ব সীমান্তে পোল্যান্ড নাম এক স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র গঠিত হয়। পশ্চিম প্রাশিয়া ও পোজেন পোল্যান্ডের সাথে জুড়ে যায় ।
তৃতীয়ত, স্বাধীন পোল্যান্ড রাষ্ট্রকে সমুদ্রের সাথে যুক্ত করতে জার্মানির মধ্যে দিয়ে 'পোলিশ করিডোর' নির্মা করা হয়েছিল ।
চতুর্থত , জার্মানির চেক অধ্যুষিত অঞ্চল নিয়ে চেকোস্লোভিয়া নাম নতুন রাষ্ট্র গঠিত হয়েছিল ।
পঞ্চমত, প্রথম বিশ্বযুদ্ধের পর গণতান্ত্রিক রাষ্ট্রের উদ্ভব হয়েছিল। প্রথম বিশযুদ্ধের আগে ইউরোপের গণতান্ত্রিক রাষ্ট্রের সংখ্যা ছিল ৫ কিন্তু বিশ্বযুদ্ধের পর গণতান্ত্রিক রাষ্টের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছিল ১৬ টি ।
ষষ্ঠত, স্লেজউইগ ভাগে ভাগ করা হয় ।
৪. ১৫ - ১৬টি বাক্যে উত্তর দাও : ৮ × ১ = ৮
ইতালিতে কীভাবে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটেছিল আলোচনা কর ।
উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের পর সমগ্র বিশ্বজুড়ে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয় তা থেকে মুক্তির জন্য গণতন্ত্র ও শান্তির বিকল্প রূপে একনায়কতন্ত্র বা সমরবাদী শক্তির উন্মেষ ঘটেছিল। মুসোলিনির নেতৃত্বাধীন ইতালিতে ফ্যাসিস্ট দলের উত্থান ছিল এই ধারায় এক উজ্জ্ব দৃষ্টান্ত। ইতালিতে ফ্রাসিস্ট দলের ক্ষমতা দখল ছিল সমগ্র বিশ্বের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা ।
উত্থানের কারণ: প্রথম বিশ্বযুদ্ধের পর প্রধান কারণে ইতালিতে ফ্র্যাসিবাদের উত্থান অনিবার্য হয় -
ইতালিতে প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী পক্ষ হলেও ভার্সাই সন্ধি ইতালির প্রত্যাশা পূরণ করেনি। তাই ইতালিতে মিত্রশক্তির দেশগুলির উপর আক্রোশ তৈরী হয় ।
প্রথম বিশ্বযুদ্ধের পর অর্থনৈতিক কারণে ইতালির জনজীবনে নেমে এসেছিল চরম খাদ্যাভাব, নেকারত্ব । এই অবস্থায় তৎকালীন গণতান্ত্রিক সরকার ইতালির দুর্দশাগ্রস্ত মানুষকে মুক্তির পথ দেখাতে পারেনি ।
প্রথম বিশ্বযুদ্ধের পর গণতান্ত্রিক সরকারের শাসনে ইতালির মর্যাদা ক্রমশ বিলুপ্ত হতে থাকে। শ্রমিক, কৃষক সহ ইতালির একাধিক মানুষ ক্রমশ আকৃষ্ট হয়ে ওঠে। ইতালিতে বিশৃঙ্খল পরিস্থিতে সামাল দিতে গণতান্ত্রিক সরকার ব্যর্থ হয়। তাই ইতালির মানুষেরা দুর্বল সরকারের পরিবর্তে এক শক্তিশালী সরকার প্রতিষ্ঠায় সচেষ্ট হয় ।
মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিস্ট দল গঠন :- প্রথম বিশ্বযুদ্ধের পর ইতলীতে তৎকালীন গণতান্ত্রিক সরকারকে সরিয়ে একটি বিকল্প শক্তির উত্থানের পথ যখন প্রস্তুত সেই প্রেক্ষাপটে ইতালির যুদ্ধফেরত সৈনিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দে। এই সময় সমাজতন্ত্রী দোল থেকে বহিষ্কৃত নেতা মুসোলিনি ১১৮ কর্মচ্যুত সৈন্য নিয়ে ১৯১৯ সালে ২৩ সে মার্চ ফ্যাসিস্ট দল গঠন। করেন এই দলের সদস্যদের 'কালো কোর্তা বাহিনী' নাম দেওয়া হয় ।
দলের আদর্শ : 'ফ্যাসেস' কথার অর্থ হলো 'শলাকা গুচ্ছ' যা একতার প্রতীক। একদলীয় রাষ্ট্র গঠন, উগ্র জাতীয়তাবাদের সমর্থন, মানুষের একটাই হল রাষ্ট্র এবং রাষ্ট্রের জন্য মানুষেই হলো ফ্যাসিস্ট দলের আদর্শ ।
জনসমর্থন : লাভ মুসোলিনির আদর্শের কথা এবং দলের উদ্দেশ্যের কথা ইতালীর মানুষের মনকে প্রভাবিত করে।
ক্ষমতা অর্জন : ১৯২২ দলের সদস্য সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়ে যায়। ফ্যাসিস্ট দলের আকাশছোঁয়া সাফল্যের জন্য ইতালির জিউলিত্তি সরকার ১৯২২ সালে পদত্যাগ করতে বাধ্য হয়। ইতালিতে মুসোলিনির ফ্যাসিস্ট দোল ক্ষমতা লাভ করে। প্রধানমন্ত্রীর দায়িত্ব প্রহণ করে পরে তিনি ইতালির 'সর্বেসর্বা' বা 'ইলদুসে' হয়ে ওঠেন ।
CLASS 9 Model Activity Task
Part 7丨English Model Activity Task
Part 7丨ভৌতবিজ্ঞান মডেল টাস্ক (Physical Science)
Part 7丨জীবন বিজ্ঞান মডেল টাস্ক (Life Science)
Part 7丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Math)
Part 7丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক
Part 7丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্কআমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags:
model activity task 2021 class 9 all subject october month part 7, class 9 model activity task 2021,
model activity task class 9 history 2021, class 9 history model activity task part 7, model activity task class 9 History October Month, model
activity task class 9 history part 7 answers, WBBSE Class 9 History Model Activity Task Answers, Class 9 Model Activity Task Part 7 Answers History, নবম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021 পার্ট 7
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.