[PART 7] WBBSE Class 9 Math Model Activity Task Part 7 Solutions | নবম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 | October Month

wbbse-class9-model-activity-tasks-solutions-mathematics-part7-october

 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো অক্টোবর মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া নবম শ্রেনীর গণিত এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 9 Model Activity Task Mathematics 2021 PART 7 October Month )

নবম শ্রেণী

গণিত

Model Activity Task 2021

Month: October

PART 7


1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন :   1 × 4

(i) ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 100:101 হলে শতকরা লাভ,

উত্তর: (c) 1

 

(ii) BCD ত্রিভুজে$\small \angle BCD=90^{o}$ এবং BD=20 সেমি।। BD বাহুর মধ্যবিন্দু P হলে CP এর দৈর্ঘ্য

উত্তর: (b) 10 সেমি

 

(iii) একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার গতিবেগের অনুপাত

উত্তর: (d) 12:1

 

(iv) একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণির মধ্যবিন্দু 77 এবং প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য 10 , শ্রেণিটির নিম্নসীমা

উত্তর: (c) 72

 

2. সত্য/মিথ্যা লেখো:  1 × 4

(i) একটি বৃত্তের পরিধি এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান হলে বৃত্তের ব্যাসার্ধ এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যর অনুপাত হবে| $\small \pi:2$ |

উত্তর :   মিথ্যা  


(ii) 10% ছাড় দিয়ে বিক্রি করায় একটি বই এর বিক্রয় মূল্য হয় 900 টাকা, বইটির ধার্য্যমূল্য হয় 1000 টাকা ।

উত্তর :   সত্য  


(iii) একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রে তির্যক বাহুদুটির মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখাংশ সমান্তরাল বাহুদুটির সমান্তরাল ।

উত্তর :   সত্য  

 

(iv) কোনো শ্রেণিবিন্যাসিত রাশিতথ্যের কোনো শ্রেণির শ্রেণি পরিসংখ্যা ও মোট পরিসংখ্যার অনুপাতকে ওই শ্রেণিটির পরিসংখ্যা ঘনত্ব বলা হয় ।

উত্তর :   মিথ্যা  

 


3. সংক্ষিপ্ত প্রশ্ন:  2 × 2

(i) একটি সমবাহু ত্রিভুজ ABC এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8সেমি, AB ও AC এর মধ্যবিন্দু যথাক্রমে PওQ । PQ এর দৈর্ঘ্য এবং $\small \angle APQ$ এর মান নির্ণয় করো ।

Ans:

wbbse-class9-mathematics-model-activity-task-part7-october-month-esho-seekhi-copyright

 আমরা জানি, কোনো ত্রিভুজের মধ্যবিন্দু দুটির সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক | 

∴ $\small PQ = \frac{1}{2} BC = \frac{1}{\not{2}} \times \overset{4}{\not{8}} = 4$ সেমি.

∵ $\small \triangle ABC$ একটি সমবাহু ত্রিভুজ

∴ $\small \angle ABC = 60^{\circ}$

আবার,  PQ || BC এবং AB ছেদক

∴ $\small \angle ABC = \angle APQ = 60^{\circ}$ (অনুরূপ কোণ)

∴ PQ এর দৈর্ঘ্য = 4 সেমি. এবং $\small \angle APQ$ এর মান 60° (উত্তর)

 

(ii) একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য চারগুণ করলে, ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

Ans: ধরি, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য $\small a$একক

∴ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল $\small =\frac{\sqrt 3}{4}a^2$ বর্গএকক

সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য চারগুণ করলে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য $\small 4a$একক

∴ সমবাহু ত্রিভুজের নতুন ক্ষেত্রফল $\small =\frac{\sqrt 3}{4}(4a)^2 =\frac{16 \sqrt 3}{4}a^{2}$ বর্গএকক

∴ ক্ষেত্রফল বৃদ্ধি $\small =\frac{16 \sqrt 3}{4}a^2-\frac{\sqrt 3}{4}a^2$

$\small =\frac{\sqrt 3}{4}a^2\left ( 16-1 \right )$ 

$\small =\frac{15 \sqrt 3}{4}a^2$ 


ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি $ =\frac{\frac{15 \sqrt 3}{4}a^2}{\frac{\sqrt 3}{4}a^2} \times 100 = 1500$

 

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা 1500 বৃদ্ধি পাবে (উত্তর)


4. নীচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করো :  4

শ্রেণি

1-10

11-20 

21-30

31-40 

41-50

51-60

পরিসংখ্যা

3

6

12

2

7

উত্তর :

শ্রেণি

শ্রেণি সীমানা

পরিসংখ্যা

1-10

0.5-10.5

8

11-20 

10.5-20.5

3

21-30

20.5-30.5

6

31-40 

30.5-40.5

12

41-50

40.5-50.5

2

51-60

50.5-60.5

7

$\small XO{X}' এবং YO{Y}'$ দুটি পরস্পর লম্ব অক্ষ ধরে পরিসংখ্যা বিভাজন ছকটির আয়তলেখ অঙ্কন করা হলো |

 

wbbse-class9-mathematics-model-activity-task-part7-october-month-esho-seekhi-copyright


 
5. যুক্তি দিয়ে প্রমাণ করো যে, একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখাংশযুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক ।   4

উত্তর :

wbbse-class9-mathematics-model-activity-task-part7-october-month-esho-seekhi-copyright



আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 9 all subject october month, class 9 model activity task 2021, model activity task class 9 mathematics 2021, class 9 math model activity task part 7, model activity task class 9 Math October Month, model activity task class 9 math part 7 answers, WBBSE Class 9 Math Model Activity Task Answers, Class 9 Model Activity Task Part 7 Answers Mathematics, নবম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021 পার্ট 7

© Esho Seekhi Online Education Platform

1/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

  1. খুব ভাল . ছাত্রছাত্রীরা খুব উপকৃত হচ্ছে .আমি একজন Tution teacher হয়ে বলছি এটি খুব ভাল উদ্যোগ .

    ReplyDelete

Post a Comment

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post