[PART 7] WBBSE Class 9 Life Science Model Activity Task Part 7 Solutions | নবম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 | October Month

wbbse-class9-model-activity-tasks-solutions-life-science-part7-october
 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো অক্টোবর মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া নবম শ্রেনীর জীবন বিজ্ঞান এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 9 Model Activity Task Life Science 2021 PART 7 October Month)

নবম শ্রেণী

জীবন বিজ্ঞান

Model Activity Task 2021

Month : October

PART 7

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো : ১ × ৩ = ৩

১.১ নীচের যে জোড়টি সঠিক তা স্থির করো −

(ক) রুই মাছ − অতিরিক্ত শ্বাস অঙ্গ   (খ) মশা − দেহতল 

(গ) টিকটিকি − ফুসফুস      ( ঘ) অ্যামিবা − ট্র্যাকিয়া 

উত্তর : নীচের যে জোড়টি সঠিক তা হল − (গ) টিকটিকি − ফুসফুস

 

১.২ মানুষের লালাগ্রন্থির সংখ্যা নির্বাচন করো −

(ক) ১টি    (খ) ২টি  (গ) ৪টি  (ঘ) ৬টি 

উত্তর : মানুষের লালাগ্রন্থির সংখ্যা − (ঘ) ৬টি


১.৩ পরিপাক সংক্রান্ত যে বক্তব্যটি সঠিক নয় সেটি শনাক্ত করো −

(ক) পেপসিন প্রোটিনকে পেপটোনে পরিণত করে 

(খ) সুক্রেজ সুক্রোজকে গ্লুকোজ ও গ্যালাকটোজে পরিণত করে 

(গ) টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে মলটোজে পরিণত করে 

(ঘ) ট্রিপসিন পেপটোনকে পেপটাইডে পরিণত করে 

উত্তর : পরিপাক সংক্রান্ত যে বক্তব্যটি সঠিক নয় সেটি হল  − (খ) সুক্রেজ সুক্রোজকে গ্লুকোজ ও গ্যালাকটোজে পরিণত করে


২. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : ১ × ৪ = ৪

২.১ ভাজক কলার একটি কাজ উল্লেখ করো ।

উত্তর : ভাজক কলার কাজ হলো :

① ভাজক কলা নতুন অপত্য কোশ তৈরি করে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে ।

② ভাজক কলার দ্বারাই উদ্ভিদে নতুন পাতা, মূল ও কান্ডের শাখা, ফুল, ফল ইত্যাদি তৈরি হয় ।

③ ভাজক কলার কোশগুলি বিভাজিত হয়ে উদ্ভিদের ক্ষতস্থান পূরণ করে ।

** উপরে ভাজক কলার তিনটি কাজ লেখা রয়েছে । তোমরা যেকোনো একটি লিখবে ।

 

২.২ বিসদৃশ শব্দটি বেছে লেখো : অ্যামাইলেজ, লাইপেজ, ল্যাকটেজ, মলটেজ 

উত্তর : লাইপেজ

ব্যাখ্যা : অ্যামাইলেজ, ল্যাকটেজ, মলটেজ এই তিনটি অ্যামাইলোলাইটিক বা শর্করা-ভঙ্গক উৎসেচক । কিন্তু, লাইপেজ, লাইপোলাইটিক বা স্নেহ-ভঙ্গক উৎসেচক ।

 

২.৩ নীচে সম্পর্কযুক্ত একটি একটি শব্দ জোড় দেওয়া আছে । প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জর্তির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :

নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ : কুইনাইন : : নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ : ________

উত্তর : তরুক্ষীর


২.৪ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত । সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো :

সংগ্রাহী নালিকা, নেফ্রন, বৃক্কীয় নালিকা, ম্যালপিজিয়ান করপাসল 

উত্তর : নেফ্রন

ব্যাখ্যা : সংগ্রাহী নালিকা, বৃক্কীয় নালিকা, ম্যালপিজিয়ান করপাসল -  এই তিনটি বিষয় নেফ্রনের অংশবিশেষ ।


বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন

৩. দুই-তিনটি বাক্যে উত্তর দাও :  ২ × ৪ = ৮

৩.১ "ধূমপান শ্বাসতন্ত্রের পক্ষে ক্ষতিকারক" − বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো ।

উত্তর : ধূমপান সমগ্র শরীরের পক্ষে ক্ষতিকারক হলেও, ফুসফুসকে প্রত্যক্ষভাবে ক্ষতি করে । দীর্ঘস্থায়ী ধূমপানের ফলে, ফুসফুসের অ্যালভিওলিগুলি বিনষ্ট হয়ে এম্ফাইসেমা রোগ হয় । সিগারেট ও বিড়ির ধোঁয়ায় যে টার জাতীয় পদার্থ থাকে, সেগুলির দ্বারা শ্বাস অঙ্গের সিলিয়াগুলি ক্ষতিগ্রস্থ হয় । এই সিলিয়ার কাজ হলো ফুসফুসের ভেতরে থাকা নোংরা ময়লাকে দেহের বাইরে নির্গত করা । কিন্তু সিগারেটের ধোঁয়ায় উপস্থিত চটচটে টার জাতীয় পদার্থের ফলে সিলিয়াগুলি ঠিক মতো কাজ করতে পারে না এবং নোংরাগুলি ফুসফুসে মধ্যেই থেকে যায় । তাছাড়া দীর্ঘস্থায়ী ধূমপানের ফলে ধূমপায়ীদের মধ্যে ফুসফুসের ক্যানসার, ব্রঙ্কাইটিস, হৃৎপিণ্ডের রোগ ইত্যাদি লক্ষ করা যায় । তাই আমরা বলতে পারি যে, "ধূমপান শ্বাসতন্ত্রের পক্ষে ক্ষতিকারক" ।


৩.২ "সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম" − উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির সত্যতা প্রমাণ করো ।

উত্তর : সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম । যেমন :

① দুধ থেকে দই তৈরী : ল্যাকটিক অ্যাসিড সন্ধান প্রক্রিয়ায় দুগ্ধ শর্করা বা ল্যাকটোজ, ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়ার সাহায্যে বিশ্লিষ্ট হয়ে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয় । এর ফলে দুধ, দই-এ রূপান্তরিত হয় ।

② অ্যালকোহল উৎপাদন : কোহল সন্ধানের মাধ্যমে গ্লুকোজ বা শর্করার ইস্ট নিঃসৃত জাইমেজ উৎসেচকের সাহায্যে আংশিক জারিত হয়ে ইথাইল অ্যালকোহলউৎপন্ন করে । এই প্রক্রিয়ার মাধ্যমে বাণিজ্যিকভাবে অ্যালকোহল উৎপাদন করা হয় ।


৩.৩ "উপচিতি বিপাক অপচিতি বিপাকের ঠিক বিপরীত" − ব্যাখ্যা করো ।

উত্তর: উপচিতি বিপাককে অপচিতি বিপাকের ঠিক বিপরীত বলা হয়ে থাকে । কারণ, উপচিতি বিপাক একধরণের গঠনমূলক বিপাক । এই বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় । এছাড়াও উপচিতি বিপাকে সরল যৌগ থেকে জটিল যৌগের সৃষ্টি হয়ে থাকে ।

অন্যদিকে, অপচিতি বিপাক হলো ভাঙনমূলক বিপাক, এই বিপাকে জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায় । অপচিতি বিপাকে জটিল যৌগ ভেঙে সরল যৌগের সৃষ্টি হয় ।


৩.৪ জীবদেহে রেচনের গুরুত্ব উল্লেখ করো ।

উত্তর: জীবদেহে রেচনের গুরুত্ব :

রেচনের ফলে জীবদেহের বিপাকজাত বর্জ্য পদার্থসমূহের ক্ষতিকারক প্রভাব থেকে সজীবকোশ রক্ষা পায় এবং জীবদেহ সুস্থ ও স্বাভাবিক থাকে ।

রেচন প্রক্রিয়ার মাধ্যমে প্রাণীদেহ থেকে প্রয়োজনের অতিরিক্ত জল বাইরে নির্গত হয় এবং দেহে জলসাম্য বজায় থাকে ।

রেচনের মাধ্যমে পরিবেশের বিভিন্ন অজৈব উপাদানের ভারসাম্য বজায় থাকে ।

উদ্ভিদের বিভিন্ন রেচন পদার্থ মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ব্যবহৃত হয় । কাষ্ঠ শিল্পে, ভেষজ শিল্পে, চর্ম শিল্পে রেচন পদার্থের অর্থকরী গুরুত্ব আছে ।


৪. নীচের প্রশ্নটির উত্তর লেখো :

৪.১ সালোকসংশ্লেষের আলোক-নিরপেক্ষ দশায় CO₂ -এর স্থিতিকরণ কিভাবে ঘটে তা ব্যাখ্যা করো । রক্তের শ্রেণিবিভাগের তিনটি তাৎপর্য উল্লেখ করো ।   ২ + ৩ = ৫

উত্তর : আলোক-নিরপেক্ষ দশায় CO₂ -এর স্থিতিকরণ

সালোকসংশ্লেষের আলোক-নিরপেক্ষ দশায় কোশস্থ পাঁচ কার্বনযুক্ত শর্করা যৌগ RuBP গ্রাহক রূপে পরিবেশের কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে 3 কার্বনযুক্ত স্থায়ী যৌগ PGA ( ফসফোগ্লিসারিক অ্যাসিড ) তৈরি করে । এইভাবে সালোকসংশ্লেষের আলোক-নিরপেক্ষ দশায় CO₂ -এর স্থিতিকরণ  ঘটে থাকে । এই প্রক্রিয়াকে অঙ্গার আত্তীকরণও বলা হয়ে থাকে ।


রক্তের শ্রেনিবিভাগের তাৎপর্য :

(i) রক্ত সঞ্চালন : শল্যচিকিৎসা, হিমোফিলিয়া ও অ্যানিমিয়া রোগে আক্রান্ত ব্যক্তির দেহে রক্ত দেওয়ার ক্ষেত্রে উভয়ের রক্তের বিভাগ জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন । ভিন্ন গ্রূপের রক্ত গ্রহীতার দেহে নানা রকম সমস্যার সৃষ্টি পারে এমনকি গ্রহীতার প্রাণহানি ।

(ii) পিতৃত্ব নির্ণয় : অনেক সময় সন্তানের পিতৃত্ব নির্ণয়ে জটিলতার সমাধানে রক্তের শ্রেণিবিভাগের সহায়তা নেওয়া হয়ে থাকে ।

(iii) ABO বিসঙ্গতি : রক্তদানের সময় ABO বিসংগতি ঘটলে অর্থাৎ রক্তের গ্রূপের সঠিক ম্যাচিং না ঘটলে গ্রহীতার রক্তে উপস্থিত লোহিত রক্তকণিকাগুলি দলা পাকিয়ে যায় । এই ঘটনাকে অ্যাগ্লুটিনেশন বলে । এর ফলে লোহিত রক্তকণিকাগুলি বিনষ্ট হয় এবং হিমোগ্লোমিন লোহিত রক্তকণিকা থেকে রক্তরসে বেরিয়ে আসবে ।েকে হিমোলাইসিস বলে । 

 

    CLASS 9 Model Activity Task    

Part 7丨English Model Activity Task 

Part 7丨ভৌতবিজ্ঞান মডেল টাস্ক (Physical Science)

Part 7丨জীবন বিজ্ঞান মডেল টাস্ক (Life Science)

Part 7丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Math)

Part 7丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

Part 7丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক



আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 9 all subject part 7 answers, class 9 model activity task 2021, model activity task class 9 life science 2021, class 9 life science model activity task part 7, model activity task class 9 Life Science October Month, model activity task class 9 life science part 7 answers, WBBSE Class 9 Life Science Model Activity Task Answers, Class 9 Model Activity Task Part 7 Answers Life Science, নবম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021 পার্ট 7

© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post