প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো অক্টোবর মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া নবম শ্রেনীর ভৌতবিজ্ঞান এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর
উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 9 Model Activity Task Physical Science 2021 PART 7 October Month)
নবম শ্রেণী
ভৌতবিজ্ঞান
Model Activity Task 2021
Month : October
PART 7
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ ঘনত্বের SI একক হলো −
উত্তর : (ঘ) $\small kg/m^{3}$
১.২ একটি লবণের জলীয় দ্রবণ নিয়ে বলয় পরীক্ষা করা হলো এবং বাদামি বলয় দেখা গেলো ? এই পরীক্ষা থেকে প্রদত্ত লবণে নীচের যে আয়নটির অস্তিত্ব প্রমাণিত হয় তা হলো −
উত্তর : (গ) নাইট্রেট
১.৩ যে মিশ্রণটি কোলয়েডীয় নয়, তা হলো −
উত্তর : (গ) চিনির দ্রবণ
২. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও :
২.১ পটাশিয়াম নাইট্রেটের জলে দ্রবীভূত হওয়া তাপগ্রাহী পরিবর্তন । উষ্ণতা বৃদ্ধিতে জলে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কীভাবে পরিবর্তিত হবে ?
উত্তর : উষ্ণতা বৃদ্ধিতে জলে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা দ্রুত বৃদ্ধি পায় ।
২.২ প্লবতার SI একক কি ?
উত্তর : নিউটন ।
২.৩ জুল ও আর্গের মধ্যের সম্পর্ক লেখো ।
উত্তর : জুল ও আর্গের মধ্যের সম্পর্ক হলো,
$1$ জুল $= 10^{7}$ আর্গ
বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন |
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ "একটি ধাতুর ইয়ং গুণাঙ্ক হলো $\small 9.8 \times 10^{11} dyne/cm^{2}$" − এই কথাটির অর্থ ব্যাখ্যা করো ।
উত্তর : "একটি ধাতুর ইয়ং গুণাঙ্ক হলো $\small 9.8 \times 10^{11} dyne/cm^{2}$" − এই কথাটির অর্থ হল ওই ধাতুর তৈরি তারে একক অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপন্ন করতে তারটির প্রস্থচ্ছেদের প্রতি বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে $\small 9.8 \times 10^{11} $ ডাইন বল প্রয়োগ করতে হবে ।
৩.২ জিঙ্ক ও সোডিয়াম হাইড্রক্সাইডের গাঢ় জলীয় দ্রবণ একত্রে উত্তপ্ত করা হলে যা ঘটবে তা বিক্রিয়ার সমীকরণসহ লেখো ।
উত্তর : জিঙ্ক ও সোডিয়াম হাইড্রক্সাইডের গাঢ় জলীয় দ্রবণ একত্রে উত্তপ্ত করা হলে সোডিয়াম জিঙ্কেট ও হাইড্রোজেন হয় ।
$\small Zn + 2NaOH \overset{heat}{\rightarrow}Na_{2}ZnO_{2}+H_{2}\uparrow$
৩.৩ নির্দিষ্ট উষ্ণতায় একটি দ্রাবের 54g, 150g জলে দ্রবীভূত হলে একটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয় । ঐ উষ্ণতায় পদার্থটির দ্রাব্যতা নির্ণয় করো ।
উত্তর : আমরা জানি,
∴ ঐ উষ্ণতায় পদার্থটির দ্রাব্যতা $\small =\frac{54}{150} \times 100 = 36$৩.৪ এক কিলোগ্রাম ভরের একটি বস্তু 1 m/s বেগে ধাবমান হলে তার গতিশক্তি কত হবে নির্ণয় করো ।
উত্তর : প্রদত্ত,
বস্তুর ভর (m) = 1 kg, বেগ (v) = 1 m/s
আমরা জানি, কোনো বস্তুর গতিশক্তি $\small =\frac{1}{2} \times m \times v^{2}$
∴ বস্তুটির গতিশক্তি হবে $\small =\frac{1}{2} \times 1 \times (1)^{2}$ জুল = 0.5 জুল
∴ বস্তুটির গতিশক্তি হবে 0.5 জুল । (উত্তর)
৪. নীচের প্রশ্নদুটির উত্তর দাও :
৪.১ নীচের প্রতিটির একটি করে উদাহরণ দাও :
(ক) অভিকর্ষ বল কাজ করছে, (খ) অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে, (গ) বস্তুর সরণ ঘটলেও অভিকর্ষ বল কোনো কাজ করছে না ।
উত্তর : (ক) অভিকর্ষ বল কাজ করছে :
একটি বস্তুকে ওপর থেকে নিচের দিকে ফেলা হলে তা পৃথিবীর অভিকর্ষ বল দ্বারা আকৃষ্ট হয়ে নেমে আসে । বস্তুর সরণ অভিকর্ষ বলের দিকে হয় বলে এক্ষেত্রে অভিকর্ষ বল কাজ করছে বলা হয় ।
(খ) অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে :
একটি বস্তুকে ওপরের দিকে তোলা হলে বস্তুটির সরণ অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে বলা হয় ।
(গ) বস্তুর সরণ ঘটলেও অভিকর্ষ বল কোনো কাজ করছে না :
এক ব্যক্তি হাতে সুটকেস নিয়ে সমতল রাস্তা দিয়ে হাঁটছে । এক্ষেত্রে বস্তুর সরণ ঘটলেও অভিকর্ষ বল কোনো কাজ করছে না । কারণ, এক্ষেত্রে সুটকেসের সরণ এবং অভিকর্ষ বলের অভিমুখ পরস্পর লম্বভাবে অবস্থান করে ।
৪.২ 500 mL দ্রবণে 34.2 g সুক্রোজ (আণবিক ওজন 342) দ্রবীভূত করা হলো । দ্রবনের গাঢ়ত্ব mol/L ও g/L এককে নির্ণয় করো ।
উত্তর :প্রদত্ত, 500 mL দ্রবণে সুক্রোজ আছে =34.2 গ্রাম
প্রথম অংশ :
সুক্রোজের আণবিক ওজন = 342 গ্রাম
∴ 342 গ্রাম সুক্রোজ = 1 মোল সুক্রোজ
1 গ্রাম সুক্রোজ $\small =\frac{1}{342}$ মোল সুক্রোজ
∴ 34.2 গ্রাম সুক্রোজ $\small =\frac{34.2}{342} = 0.1$ মোল সুক্রোজ
∴ 500 mL দ্রবণে সুক্রোজ আছে = 0.1 মোল
1 mL দ্রবণে সুক্রোজ আছে $\small \frac{0.1}{500}$ মোল
1000 mL দ্রবণে সুক্রোজ আছে $\small \frac{0.1}{500} \times 1000 = 0.2$ মোল
∴ 1 লিটার দ্রবণে সুক্রোজ আছে 0.2 মোল
∴ দ্রবনের গাঢ়ত্ব (mol/L এককে) = 0.2 mol/L (উত্তর)
দ্বিতীয় অংশ :
আবার, 500 mL দ্রবণে সুক্রোজ আছে = 34.2 গ্রাম
1 mL দ্রবণে সুক্রোজ আছে $\small \frac{34.2}{500}$ গ্রাম
1000 mL দ্রবণে সুক্রোজ আছে $\small \frac{34.2}{500} \times 1000 = 68.4$ গ্রাম
∴ 1 লিটার দ্রবণে সুক্রোজ আছে = 68.4 গ্রাম
∴ দ্রবনের গাঢ়ত্ব (gm/L এককে) = 68.4 gm/L (উত্তর)
CLASS 9 Model Activity Task
Part 7丨English Model Activity Task
Part 7丨ভৌতবিজ্ঞান মডেল টাস্ক (Physical Science)
Part 7丨জীবন বিজ্ঞান মডেল টাস্ক (Life Science)
Part 7丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Math)
Part 7丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক
Part 7丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্কআমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags:
model activity task 2021 class 9 all subject october month, class 9 model activity task 2021,
model activity task class 9 physical science 2021, class 9 physical science model activity task part 7, model activity task class 9 Physical Science October Month, model
activity task class 9 physical science part 7 answers, WBBSE Class 9 Physical Science Model Activity Task Answers, Class 9 Model Activity Task Part 7 Answers Physical Science, নবম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2021 পার্ট 7
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.