প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের জানুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অষ্টম শ্রেনীর গণিত এর 2022 এর জানুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর
উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 8 Model Activity Task Mathematics Part 1 2022 )
অষ্টম শ্রেণী
গণিত
Model Activity Task 2022
Month : January 2022
পূর্ণমান = 20
নীচের প্রশ্নগুলোর উত্তর লেখো :
1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1 × 3 = 3
(ক) একটি আয়তকার খেলার মাঠের ভিতরের চারিদিক 3 মিটার চওড়া একটি রাস্তা আছে| রাস্তাসহ খেলার মাঠের দৈর্ঘ্য 40 মিটার হলে, রাস্তা বাদে মাঠটির দৈর্ঘ্য হবে -
উত্তর : (b) 34 মিটার
(খ) একটি কার্ডের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ (x-5) মিটার হলে, ক্ষেত্রফল হবে -
উত্তর : (c) x(x − 5) বর্গমিটার
(গ) x4−4x3+6x2 এবং x2 বীজগাণিতিক সংখ্যামালা দুটির গুণফলে x5 এর সহগ হলো -
উত্তর : (c) − 4
ব্যাখ্যা : x4−4x3+6x2 এবং x2 বীজগাণিতিক সংখ্যামালা দুটির গুণফল
=(x4−4x3+6x2)×x2
=x6−4x5+6x4
উপরের সমীকরণ থেকে স্পষ্টতই,
x5 এর সহগ হলো = − 4
2. সত্য / মিথ্যা লেখো :
(ক) a2+2ab+b2 সংখ্যামালাটিকে পূর্ণবর্গাকারে প্রকাশ করলে পাবো (a+b)2 ।
উত্তর : সত্য
(খ) বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে ।
উত্তর : সত্য
(গ) সামন্তরিক একটি ট্রাপিজিয়াম ।
উত্তর : সত্য
ব্যাখ্যা : ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটি সমান্তরাল হলে তাকে সামান্তরিক বলা হয় ।
![]() |
বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন |
3. সংক্ষিপ্ত উত্তর দাও :
(ক) x+1x=5 হলে, x2+1x2 এর মান নির্ণয় করো ।
উত্তর : x+1x=5
উভয়পক্ষে বর্গ করে পাই,
বা, (x+1x)2=(5)2
বা, x2+2⋅⧸x⋅1⧸x+1x2=25
বা, x2+2+1x2=25
বা, x2+1x2=25−2
∴ x2+1x2=23
∴ নির্ণেয় সমাধান : x2+1x2=23
বিকল্প পদ্ধতি
x2+1x2
=(x+1x)2−2⋅x⋅1x [ (a² + b²) এর সূত্র প্রয়োগ করে]
=25−2
=23 (উত্তর)
(খ) একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য (3x−2) সেমি. হলে ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো ।
উত্তর : একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান ।
∴ সমবাহু ত্রিভুজটির পরিসীমা হবে = 3 × প্রতিটি বাহুর দৈর্ঘ্য
=3×(3x−2) সেমি.
=9x−6 সেমি. (উত্তর)
(গ) যোগফল নির্ণয় করো :
6a2+2,−3a2+3a
উত্তর : 6a2+2,−3a2+3a এর যোগফল
=(6a2+2)+(−3a2+3a)
=6a2+2−3a2+3a)
=3a2+3a+2 (উত্তর)
4.
(ক) উৎপাদকে বিশ্লেষণ করো : 4
x4+x2y2+y4
উত্তর : x4+x2y2+y4
=x4+2x2y2+y4−x2y2
=(x2)2+2x2y2+(y2)2−x2y2
=(x2+y2)2−(xy)2
=(x2+y2+xy)(x2+y2−xy) (উত্তর)
(খ) 4 সেমি. দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো । 4
উত্তর :
CLASS 8 Model Activity Task
January 2022 All Links
January丨English Model Activity Task
January丨পরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক
January丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক
January丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক
January丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক
January丨স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক (Coming soon)
আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags:
model activity task 2022 class 8 all subject january 2022 answers, class 8 model activity task 2022,
model activity task class 8 mathematics 2022, class 8 math model activity task part 9, model activity task class 8 math 2022 January Month, WBBSE Class 8 Mathematics Model Activity Task Answers, Class 8 Model Activity Task 2022 Part 1 Answers Mathematics, অষ্টম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2022 জানুয়ারী
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.