WBBSE Class 8 Geography Model Activity Task January 2022 Solutions | অষ্টম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী 2022 | Banglar Shiksha Portal

wbbse-class8-model-activity-task-geography-solutions-january-month-2022
 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের জানুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অষ্টম শ্রেনীর ভূগোল এর 2022 এর জানুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 8 Model Activity Task Geography 2022 Month)

অষ্টম শ্রেণী

ভূগোল

Model Activity Task 2022

Month : January 2022

পূর্ণমান = 20

 

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :   ১ × ২ = ২

১.১ শিলামন্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের স্তর হল −

উত্তর : খ) অ্যাস্থেনোস্ফিয়ার 

 

১.২ নিচের ছবিতে তীর চিহ্ন দ্বারা নির্দেশিত বিযুক্তিরেখার নাম হলো  − 

উত্তর : ঘ) লেহম্যান

 

২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :  ১ × ৩ = ৩

২.১.১ 'S' তরঙ্গ ________  মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না ।

উত্তর : তরল বা অর্ধ তরল

 

২.১.২ পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব ________ । 

উত্তর : বেশি


২.১.৩ ভূত্বকের গুরুমণ্ডলের উপরিঅংশ নিয়ে গঠিত হয়েছে ________  । 

উত্তর : শিলামন্ডল


২.২ বাক্যটি শুদ্ধ হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো : ১ × ৩ = ৩

২.২.১ P তরঙ্গ ভূ-অভ্যন্তরের তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয় ।

উত্তর :   ভুল  

 

২.২.২ কেন্দ্রমন্ডল এর প্রধান উপাদান অ্যালুমিনিয়াম ও সিলিকন ।

উত্তর :   ভুল  

 

২.২.৩ সিমা অপেক্ষাকৃত ওভারি হওয়ায় শিয়ালের নিচে অবস্থান করে ।

উত্তর :    ঠিক  


৩. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :  ২ × ২ = ৪ 

৩.১ ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য নিরূপণ করো । 

উত্তর :

ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য 

বৈশিষ্ট্য

ম্যাগমা

লাভা

(i) সংজ্ঞা

ভূগর্ভের উত্তপ্ত ও গলিত তরল খনিজের মিশ্রণকে ম্যাগমা বলে ।

লাভা বলতে বোঝায় ভূপৃষ্ঠের উপর স্থিত উত্তপ্ত তরল গ্যাস ও বাষ্প হিম মিশ্রণ। ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে আসলে তাকে লাভা বলে ।

ii) স্থানিকতা

ভূগর্ভে ম্যাগমার উপস্থিতি দেখা যায় ।

লাভা ভূপৃষ্ঠের উপরিভাগে অবস্থান করে ।

(iii) প্রকৃতি 

ভূগর্ভের তরল শিলা হলো ম্যাগমা ।

লাভা হল ভূপৃষ্ঠের উপরে অবস্থিত তরল ও কঠিন শিলার মিশ্রণ ।



 

বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন

 

৩.২ ক্রোফেসিমা ও নিফেসীমার মধ্যে পার্থক্য নিরূপণ করো । 

উত্তর :

ক্রোফেসিমা ও নিফেসীমার মধ্যে পার্থক্য

বৈশিষ্ট্য

ক্রোফেসিমা 

নিফেসীমা

(i) অবস্থান

গুরুমন্ডল এর উপরের অংশ বা বহিঃগুরুমন্ডল । 

গুরুমন্ডল এর নীচের অংশ বা অন্তঃগুরুমণ্ডল । 

(ii) বিস্তার

30 -700 কিমি.

700 - 2900 কিমি. 

(iii) বেধ 

প্রায় 670 কিমি.

প্রায় 2200 কিমি.

(iv) উপাদান

ক্রোমিয়াম (Cr), লোহা (Fe), সিলিকন (Si) ও ম্যাগনেশিয়াম (Mg)

নিকেল (Ni), লোহা (Fe), সিলিকন (Si) ও ম্যাগনেশিয়াম (Mg)

(v) পদার্থের আকৃতি

অপেক্ষাকৃত হালকা

অপেক্ষাকৃত ভারী

(vi) ঘনত্ব 

3.4 - 4.5 গ্রাম/ ঘনসেমি.

4.5-5.6 গ্রাম/ ঘনসেমি.



৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :     ৩ × ১ = ৩

ভূ-অভ্যন্তরে পরিচলন স্রোত এর ভূমিকা উল্লেখ করো । 

উত্তর : ভূগর্ভের অভ্যন্তরে সান্দ্র অবস্থায় থাকা পদার্থ গুলি উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে এসে অনুভূমিকভাবে প্রবাহিত হয় । আবার উপরে ঠান্ডা ভারী পদার্থ নীচের দিকে নেমে যায় । এইভাবে পরিচলন স্রোতের সৃষ্টি হয় । পৃথিবীর অভ্যন্তরে গুরুমন্ডলের এই স্রোত বাহিত হয়ে ভূমির পরিবর্তন ঘটায় । পরিচলন স্রোত ভূগর্ভের তাপকে ওপরের দিকে বয়ে নিয়ে আসে । পাতের সঞ্চালনায় পরিচালনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।


৫. নিচের প্রশ্নটির উত্তর দাও :    ৫ × ১ = ৫

পৃথিবীর অভ্যন্তর ভাগের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।

উত্তর : বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরের প্রধান তিনটি স্তরের সন্ধান পেয়েছেন। একেবারে উপরে রয়েছে ভূত্বক। ভূত্বক এর নীচে রয়েছে গুরুমন্ডল আর একেবারে নীচে বা পৃথিবীর কেন্দ্রের চারিদিকে অবস্থান করছে কেন্দ্রমন্ডল । এর বৈশিষ্ট্য গুলি হল- 

 ① ভূত্বক :  

i) গভীরতা : মহাসাগরের নীচে ভূত্বক গড়ে 5 কিমি ও মহাদেশের নীচে গড়ে 60 কিমি গভীর । এর গড় গভীরতা প্রায় 30 কিমি ।

ii) বিযুক্তি তল : সিয়াল ও সিমা স্তরের মাঝে আছে কনরাড বিযুক্তি রেখা । ভূত্বক ও গুরুমন্ডল এর মাঝে আছে মোহোরোভিসিক বিযুক্তি রেখা বা মোহ ।

 

 ② গুরুমন্ডল :  

i) অবস্থান : শিলামন্ডল ও কেন্দ্রমন্ডলের মধ্যবর্তী অংশ । 

ii) উপাদানসমূহ : লোহা, নিকেল, ক্রোমিয়াম ম্যাগনেশিয়াম ও সিলিকন প্রভৃতি ।

iii) বিযুক্তি রেখা : শিলামন্ডল ও গুরুমন্ডল এর মাঝে মোহোরোভিসিক বিযুক্তি রেখা । গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলের মাঝে গুটেনবার্গ বিযুক্তি রেখা । বহিঃ গুরুমন্ডল ও অন্তঃ গুরুমন্ডল এর মাঝে রেপিত্তি বিযুক্তি রেখা অবস্থান করছে ।

 

 ③ কেন্দ্রমন্ডল : 

i) অবস্থান : পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থান করছে।

ii) গঠনকারী পদার্থ : ঘন ও ভারী খনিজ অর্ধ তরল পদার্থ দ্বারা গঠিত।

iii) বিযুক্তি রেখা : কেন্দ্রমন্ডলকে গুরুমন্ডল থেকে আলাদা করছে গুটেনবার্গ বিযুক্তি রেখা । বহিঃকেন্দ্রমন্ডল ও অন্তঃগুরুমন্ডল পৃথক করে রয়েছে লেহম্যান বিযুক্তি রেখা ।

 

    CLASS 8 Model Activity Task

    January 2022 All Links         

January丨English Model Activity Task 

January丨পরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক

January丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক

January丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

January丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

January丨স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক (Coming soon)

 


আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2022 class 8 all subject january 2022 answers, class 8 model activity task 2022, model activity task class 8 geography 2022, class 8 geography model activity task part 9, model activity task class 8 geography 2022 January Month, WBBSE Class 8 Geography Model Activity Task Answers, Class 8 Model Activity Task 2022 Part 1 Answers Geography, অষ্টম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2022 জানুয়ারী

© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post