WBBSE Class 8 Science Model Activity Task January 2022 Solutions | অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী 2022 | Banglar Shiksha Portal

wbbse-class8-model-activity-task-science-solutions-january-month-2022

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের জানুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অষ্টম শ্রেনীর পরিবেশ ও বিজ্ঞান এর 2022 এর জানুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 8 Model Activity Task Science 2022 Month)

অষ্টম শ্রেণী

পরিবেশ ও বিজ্ঞান

Model Activity Task 2022

Month : January 2022

পূর্ণমান = 20

 

১. ঠিক উত্তর নির্বাচন করো :  ১ × ৪ = ৪

১.১ স্প্রিং তুলার সাহায্যে যে রাশি মাপা হয় তা হলো −

উত্তর : (গ) ওজন

 

১.২ ঘনত্বের SI এককটি হলো −

উত্তর : (ঘ) কিলোগ্রাম / ঘনমিটার

 

১.৩ নিউটন/বর্গমিটার যে রাশির একক তা হলো −

উত্তর : (ঘ) চাপ

 

১.৪ প্লবতার একক হলো −

উত্তর : (ক) নিউটন

 

২. ঠিক বাক্যের পাশে '✔' আর ভুল বাক্যের পাশে '✖' দাও : ১ × ৪ = ৪

২.১ চাপ নয়, বল দিয়েই কোনো তরলের প্রবাহের দিক ঠিক হয় ।

উত্তর :   ✖  

 

২.২ কোনো তরলে স্থিরভাবে ভাসমান বস্তুর ওজন ও প্লবতা সমান । 

উত্তর :   ✔  

 

২.৩ লোহার পেরেক জলে ডুবে যাবে কিন্তু পারদে ভাসবে । 

উত্তর :   ✔  

 

২.৪ কোনো বস্তুকে টানলেও যখন তার সরণ ঘটছে না তখন ঘর্ষণ বল প্রযুক্ত বলের বিপরীতমুখী ।

উত্তর :   ✔  

বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন

 

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :  ২ × ৩ = ৬

৩.১ একটি স্টেনলেস স্টিলের বাটি জলে ভাসে, কিন্তু একটি আলপিন জলে ডুবে যায় কেন ?

উত্তর :  একটি আলপিনকে জলে নিমজ্জিত করলে আলপিন দ্বারা অপসারিত জলের ওজন আলপিনের ওজনের চেয়ে কম । তাই আলপিনটি জলে দুবে যায় ।

অপরদিকে, স্টেনলেস স্টিলের বাটির আয়তন বেশি হওয়ায় বাটি দ্বারা অপসারিত জলের ওজন বাটিটির ওজনের চেয়ে বেশি , তাই স্টেনলেস স্টিলের বাটি জলে ভাসে ।

 

৩.২ মাটির কলসির জল ঠাণ্ডা কেন ?

উত্তর :  চোখে দেখা না গেলেও মাটির কলসির গায়ে অসংখ্য সুক্ষ্ম সুক্ষ্ম ছিদ্র থাকে | এই ছিদ্রগুলি দিয়ে কলশির ভেতরে থাকা জল চুঁইয়ে চুঁইয়ে বাইরে বেরিয়ে আসে এবং এই জলের বাষ্পীভবন ঘটে । এই বাষ্পীভবনের জন্য জল তার প্রয়োজনীয় লীনতাপ কলসিও কলসির ভেতরে থাকা জল থেকে গ্রহণ করে । এর ফলে কলসি এবং তার ভেতরে থাকা জলের উষ্ণতা কমে যায় এবং কলসির জল ঠান্ডা থাকে ।

 

৩.৩ একটি সূচ অতি সহজেই আমাদের চামড়া ফুটো করে প্রবেশ করতে পারে কী কারণে তা ব্যাখ্যা করো ।

উত্তর : যেহেতু সূচের অগ্রভাগের ক্ষেত্রফল অনেক কম । এরফলে সামান্য বল প্রয়োগ করলেও চামড়ার ওপর বেশি চাপ পড়ে| তাই একটি সূচ অতি সহজেই আমাদের চামড়া ফুটো করে প্রবেশ করে যায় ।

 

৪. তিনটি বা চারটি বাক্যে উত্তর দাও : ৩ × ২ = ৬

৪.১ পারদের ঘনত্ব 13.6 গ্রাম/ঘনসেমি হলে পাঁচ লিটার পারদের ভর কত গ্রাম হবে নির্ণয় করো ।

উত্তর : প্রশ্নানুসারে, পারদের ঘনত্ব = 13.6 গ্রাম/ঘনসেমি ও 

আয়তন = 5 লিটার

আমরা জানি, ঘনত্ব = $\small \frac { ভর}{আয়তন}$

∴ ভর = ঘনত্ব × আয়তন

= 13.6 × 5000 গ্রাম

= 68000 গ্রাম

∴ পাঁচ লিটার পারদের ভর 68000 গ্রাম । (উত্তর)

 

৪.২ দুটি তরলের ঘনত্বের অনুপাত 1 : 2 । একই উচ্চতার তরল স্তম্ভ একই রকমের পাত্রে রাখা হলো| কোন ক্ষেত্রে পাত্রের তলদেশে চাপ বেশি হবে ও কেন ?

উত্তর : তরলের চাপ তরলের ঘনত্বের উপর নির্ভরশীল । তরলের ঘনত্ব যত বেশি হয় তার চাপও তত বৃদ্ধি পায় । একই উচ্চতার তরল স্তম্ভ একই রকমের পাত্রে রাখা হলে দ্বিতীয় তরলের ঘনত্ব যেহেতু প্রথম তরলের থেকে বেশি তাই দ্বিতীয় তরলের ক্ষেত্রে পাত্রের তলদেশে চাপ বেশি হবে । 


    CLASS 8 Model Activity Task

    January 2022 All Links         

January丨English Model Activity Task 

January丨পরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক

January丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক

January丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

January丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

January丨স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক (Coming soon)



আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 8 all subject january 2022 answers, class 8 model activity task 2022, model activity task class 8 science 2022, class 8 science model activity task part 9, model activity task class 8 Science 2022 January Month, WBBSE Class 8 Science Model Activity Task Answers, Class 8 Model Activity Task 2022 Part 1 Answers Science, অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2022 জানুয়ারী

© Esho Seekhi Online Education Platform

1/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Post a Comment

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post