WBBSE Class 8 History Model Activity Task January 2022 Solutions | অষ্টম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী 2022 | Banglar Shiksha Portal

 

wbbse-class8-model-activity-task-history-solutions-january-month-2022

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের জানুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অষ্টম শ্রেনীর ইতিহাস এর 2022 এর জানুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 8 Model Activity Task History 2022 Month)

অষ্টম শ্রেণী

ইতিহাস

Model Activity Task 2022

Month : January 2022

পূর্ণমান = 20

১. শূন্যস্থান পূরণ করো :  ১ × ৩ = ৩

ক) ঔরঙ্গজেবের মৃত্যু হয় ______ খ্রিস্টাব্দে । 

উত্তর : ১৭০৭  


খ) পলাশীর যুদ্ধ হয় ______ খ্রিস্টাব্দে ।

উত্তর : ১৭৫৭  


গ) রাজাবলি বইটি লিখেছিলেন  _________ ।

উত্তর : মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

 

২. ঠিক বা ভুল নির্ণয় করো :  ১ × ৩ = ৩

ক) উইলিয়াম ওয়েডারবার্ন এর জীবনী লিখেছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম ।

উত্তর :   ভুল  

 

খ) ১৯৩৮ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি পদত্যাগ করেছিলেন । 

উত্তর :    ঠিক  

 

গ) আধুনিক ইতিহাসের অন্যতম উপাদান ফটোগ্রাফ ।

উত্তর :    ঠিক  

 

বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন

৩. স্তম্ভ মেলাও :  ১ × ৩ = ৩

উত্তর :

ক স্তম্ভ

খ স্তম্ভ

বাংলার নবাব

সিরাজ উদ- দৌলা

দিল্লি সুলতান

রাজিয়া

মুঘল সম্রাট

আকবর

 

৪. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি - দুটি বাক্যে) :   ২ × ৩ = ৬

(ক) সাম্রাজ্যবাদ কাকে বলে ? 

উত্তর: উনবিংশ শতকের মধ্যভাগ থেকে ইউরোপের বৃহৎ এবং শিল্পোন্নত দেশগুলি এশিয়া ও আফ্রিকার উপনিবেশ স্থাপনের জন্য এক তীব্র প্রতিযোগিতায় অবতীর্ণ হয়, এ ঘটনাই সাম্রাজ্যবাদ নামে পরিচিত ।  

 

খ) সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখ । 

উত্তর: সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম হল সিধু ও কানহু ।

 

গ) জেমস মিল ভারতের ইতিহাস কে কোন তিনটি ভাগে ভাগ করেছেন ? 

উত্তর: জেমস মিল ভারতের ইতিহাস কে তিনটি ভাগে ভাগ করেছিলেন- হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ ।


৫. নিজের ভাষায় লেখো (তিন-চারটি বাক্যে) :  ৫ × ১ = ৫

'History of British India' কে, কবে লিখেছিলেন ? বইটি লেখার উদ্দেশ্য কী ছিল ? 

উত্তর : 1817 খ্রিস্টাব্দে History of British India নামে ভারতের ইতিহাস লেখেন জেমস মিল । বইটি লেখার মূল উদ্দেশ্য ছিল ভারতের অতীতের সমস্ত কথা কে একত্রিত করা । যাতে সেটা পড়ে ভারতবর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশীরা । কারণ যে দেশে ও দেশের মানুষকে শাসন করতে হবে সেই দেশের ইতিহাসটা জানতে হবে । এই উদ্দেশ্যে জেমস মিল History of British India বইটি লেখেন, যা ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহার করা হয় । 

 

    CLASS 8 Model Activity Task

    January 2022 All Links         

January丨English Model Activity Task 

January丨পরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক

January丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক

January丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

January丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

January丨স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক (Coming soon)

 


আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 8 all subject january 2022 answers, class 8 model activity task 2022, model activity task class 8 history 2022, class 8 history model activity task part 9, model activity task class 8 history 2022 January Month, WBBSE Class 8 History Model Activity Task Answers, Class 8 Model Activity Task 2022 Part 1 Answers History, অষ্টম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2022 জানুয়ারী

© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post