[PART 2] Class 8 Model Activity Task History | অষ্টম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা

 

wbbse-model-activity-task-class8-history-answers-part2

  প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অষ্টম শ্রেনীর পরিবেশ ও ইতিহাস এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 8 Model Activity Task History Part 2 Answers)


WBBSE Model Activity Task

Class 8

History

 Part 2


নীচের প্রশ্নগুলির  উত্তর দাও: 

১) অষ্টাদশ শতকে মুঘল শাসন কাঠামো বিপর্যয়ে সম্মুখীন হয়েছিল। এই বিপর্যয়ে কারণগুলি তুমি কীভাবে ব্যাখ্যা করবে ? 

উত্তরঃ মোঘল সাম্রাজ্যের বিপর্যয়ের কারণ গুলি নিম্নরূপ - 

  • ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যে খুব একটা সুদক্ষ ও বিচক্ষণ সম্রাটের আগমন ঘটেনি। ফলত ক্রমশ দুর্বল হয়ে পরা উত্তরাধিকার সিংহাসনের স্থায়িত্বকাল কমিয়ে দিতে থাকে।
  • পরবর্তী মুঘল সম্রাটদের শাসন ব্যবস্থায় দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ঘটে এবং এই আঞ্চলিক শক্তির আক্রমণের ফলে মুঘল শাসনের ভীত কেঁপে ওঠে।
  • সে সময়ে দাক্ষিণাত্য অভিযান ছিল ঔরঙ্গজেবের সর্বাপেক্ষা ভ্রান্ত নীতি। উত্তর পশ্চিমের সীমান্ত অঞ্চলকে সুরক্ষিত না করেই তিনি দাক্ষিণাত্য অভিযানে মনোযোগ দেন। সেই সুযোগে ওই পথ দিয়ে বিভিন্ন বৈদেশিক শক্তি দিল্লিতে আক্রমন করে।
  • অষ্টাদশ শতাব্দীর পরবর্তী কালে মুঘল সম্রাটের গাফিলতিতে সামরিক সংস্কার পূর্ণ সুযোগ নিয়ে শিবাজী রাষ্ট্র তৈরি করা হয়নি। এর ভয়ঙ্কর ফলের মূল্য সম্রাটকে দিতে হয়। মুঘলদের দুর্বল সেনাবাহিনীকে পরাস্ত করে শক্তিশালী পারসিক নেতা নার্দিশা, আফগান নেতা আহমদ শাহ আবদালি দিল্লি আক্রমণ করে।

২) জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদক্ষেপ গুলির একটি তালিকা তৈরি করো। 

উত্তরঃ জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের পদক্ষেপ গুলি হল- 

  • আলাদা আলদা ১৬ টি মানচিত্র তৈরি করে জরিপ করা।
  • জেমস রেনেল এর বাংলার নদী পথ জরিপ করা।
  • পাঁচশালা বন্দোবস্ত। 
  • ইজারাদারি ব্যবস্থা। 
  • রায়তওয়ারি  বন্দোবস্ত।
  • মহলওয়ারি বন্দোবস্ত। 
  • চিরস্থায়ী  বন্দোবস্ত। 
  • দশ সালা  বন্দোবস্ত।
  • এছাড়া সূর্যাস্ত আইন ছিল রাজস্ব দিতে না পারার জন্য।

৩) উপযুক্ত তথ্য দিয়ে নীচের ছকটি পূরণ করো : 

উত্তর:


অধীনতামূলক মিত্রতা নীতি

সত্ববিলপ নীতি

গভর্নর জেনারেল

লর্ড ওয়েলেসলি

লর্ড ডালহৌসি

সময়কাল

১৭৯৯

১৮৫৬


প্রভাবিত রাজ্য


১) হায়দ্রাবাদের নিজাম |

 

২) মারাঠা

১) সাতারা, 

 

২) ঝাঁশি

মূলনীতি


১) অধীনতামূলক মিত্রতা চুক্তিতর শর্তানুযায়ী  স্বাক্ষরকারী ভারতীয় মিত্র রাজ্যকে কোম্পানি মন ও অভসরিন বিশ্ব থেকে রক্ষা করবে |

 

২) কোম্পানির থেকে অনুমুতি না নিয়ে স্বাক্ষরকারী রাজ্য কোন যুদ্ধ বিদ্রোহে জড়াতে পারবে না।

১) দেশীয় রাজার পুত্র সন্তান না থাকলে রাজা দত্তক নিতে পারবেননা এবং সেই রাজ্য সরাসরি ব্রিটিশ সাম্রাজ্য ভুক্ত হবে।


২) দেশীয় স্বাধীন রাজ্য গুলি সম্পর্কে কোম্পানিকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে।

  




  আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


 

READ ALSO

  Class 8 Math Model Activity Task Solutions

  Class 8 Science (বিজ্ঞান) Model Activity Task Solutions

  Class 8 English Model Activity Task Solutions

  Class 8 Science Model Activity Task Part 3

  Class 8 Science Model Activity Task Part 2

  Class 8 Geography Model Activity Task Answers

  Class 8 History Model Activity Task Answers PART 1

 

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task class 8 all subject, class 8 model activity task, model activity task class 8, model activity task class 8 history answers, model activity task class 8 history and environment, model activity task class 8 history part 3 answers, WBBSE Class 8 History Model Activity Task Answers,অষ্টম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা

1/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Post a Comment

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post