প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া অষ্টম শ্রেনীর পরিবেশ ও ইতিহাস এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 8 Model Activity Task History Part 3 Answers)
WBBSE Model Activity Task
Class 8
History
নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
1. সেন্ট জর্জ দুর্গ দেখা যায় - মাদ্রাজে ।
2. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন - লর্ড ওয়েলেসলি ।
3. ইজারাদারি ব্যবস্থা প্রবর্তিত হয় - ১৭৭২ খ্রিস্টাব্দে |
4. সিভিল সার্ভিস ব্যবস্থা ভারতে প্রবর্তন করেন - লর্ড কর্নওয়ালিস।
5. কলকাতা বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় - ১৮৫৭ খ্রিস্টাব্দে।
6. সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন - স্যার এলিজা ইম্পে।
7. ভারতের শিক্ষা ব্যবস্থায় 'চুঁইয়ে পড়া নীতির' -র প্রবক্তা ছিলেন - টমাস মেকলে।
8. কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয় - রেগুলেটিং অ্যাক্ট অনুসারে।
9. ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন - ১৭৮১ সালে।
10. A Code of Gentoo Law -এর রচয়িতা হলেন - নাথানিয়েল হালেদ।
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
READ ALSO
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.