প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া
অষ্টম শ্রেনীর পরিবেশ ও ইতিহাস এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 এর উত্তরগুলি |
আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 8 Model Activity Task History Part 1 Answers)
WBBSE Model Activity Task
Class 8
History
Part 1
নীচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও: ১) দেওয়ানি অধিকার, দ্বৈত শাসন ব্যবস্থা ও ছিয়াত্তরের মন্বন্তর কীভাবে একে আপরের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল ? (১০০ থেকে ১২০ শব্দে লেখো)
উত্তর:
দেওয়ানী কথাটির আক্ষরিক অর্থ হল কোন অঞ্চলের আইনগত ভাবে রাজস্ব আদায়ের অধিকার লাভ। ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধের পরাজয়ের সুত্র ধরে ১৭৬৫ সালে দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানী অধিকার প্রদান করে। দেওয়ানী লাভের ফলে ভারতে দ্বৈত শাসনের প্রবর্তন ঘটে। যখন কোন অঞ্চলে একই সময়ে দুজন শাসক শাসন পরিচালনা করে তখন সেই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলে।এই ব্যবস্থার ফল স্বরূপ বাংলার বুকে ১৭৭০ সালে বা ১১৭৬ বঙ্গাব্দে এক ভয়াবহ দুর্ভিক্ষ ঘনিয়ে আসে যা
ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত। এতে বংলা প্রবল আর্থসামাজিক বিপর্যয়ের মুখে পড়ে। এই মন্বন্তরের ফলে বাংলার এক তৃতীয়াংশ মানুষ খাদ্যাভাবে প্রাণ হারায়।
২) নির্ভুল তথ্য দিয়ে ফাঁকা ঘরগুলি পূরণ করো :
উত্তর:
উদ্যোগ | প্রশাসক | অন্যান্য উদ্যোগ |
১৭৭৩ থেকে ১৭১৮ সালের মধ্যে দেওয়ানী বিচার ব্যবস্থার কয়েকটি পরিবর্তন ঘটে | | ওয়ারেন হেস্টিং | ১) প্রচলিত আইনগুলির অভিন্ন ব্যাখ্যা।
২) হিন্দু আইন গুলির সারসংকলন তৈরি করা। |
দেওয়ানী সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়। | লর্ড কর্নয়ালিস | ১) নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদনের অধিকার স্বীকার করা ।
২) জেলা থেকে সদর পর্যন্ত আলাদা ব্যবস্থাকে সাজানো ।
|
প্রশাসনিক ব্যয় কমাতে চেয়ে ছিলেন। | লর্ড বেন্টিং | ১) মহলওয়ারি বন্দোবস্ত চালু করেছিল |
২) ডেপুটি ম্যাজিস্ট্রেট কালেক্টর পদের ভারতীয়দের নিয়োগ শুরু করা হয় | |
৩) নীচের শব্দছকটি পূরণ করো:
উপর নীচ
১. বেনারস সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা
২. যার প্রস্তাব অনুযায়ী তিনটি প্রেসিডেন্সি তে তিনটি বিশ্ববিদ্যালায় প্রতিষ্ঠা করা হয়।
৩. সুপ্রিম কোর্টের বিচারপতি হিন্দু কলেজের সাথে যুক্ত ছিল।
পাশাপাশি ৪. কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন।
৫. ১৮০০ সালে শ্রীরামপুরে প্রতিষ্ঠিত একটি সংস্থা।
৬. হিন্দু কলেজের প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন অন্যতম শিক্ষা অনুরাগী।
উত্তর: উপর নীচ
১) জনাথন ডানকান
২) চার্লস উড
৩) এডোর্য়ড হাইডইস্ট
পাশাপাশি
৪) ওয়ারেন হেস্টিং
৫) ব্যাপ্টিস্ট মিশন
৬) ডেভিড হেয়ার
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা
প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক
করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো |
নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
READ ALSO
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags:
model activity task class 8 all subject, class 8 model activity task,
model activity task class 8, model activity task class 8 history
answers, model activity task class 8 history and environment, model
activity task class 8 history part 3 answers, WBBSE Class 8 History
Model Activity Task Answers,অষ্টম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.