[PART 2] WBBSE Model Activity Task Class 6 History | ষষ্ঠ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও ইতিহাস উত্তরমালা

 

wbbse-model-activity-task-class6-history-part3

 

  প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া ষষ্ঠ শ্রেনীর "পরিবেশ ও ইতিহাস" এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 2 এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে |

( Class 6 Model Activity Task History)


WBBSE Model Activity Task

Class 6

পরিবেশ ও ইতিহাস

 Part 2

 নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

১. নীচের শব্দগুলি সম্পর্কে একটি বাক্যে লেখো:-


ক) হোমো ইরেকটাস: হোমো ইরেকটাস প্রজাতির মানুষেরা সোজা হয়ে দাঁড়াতে শিখেছিল । এই প্রজাতির মানুষেরা দলবদ্ধ হয়ে গুহায় বসবাস করত । আগুনের আবিষ্কার এবং তার ব্যবহার এই প্রজাতির মানুষেরাই প্রথম করেছিল ।

খ) ভীমবেটকা: মধ্যপ্রদেশের ভুপালে ভীম বেটকা অবস্থিত। ভীমবেটকায় ১৯৫৭ সালে বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায় । এই গুহাতে পুরোনো পাথরের যুগ থেকে শুরু করে আদিম যুগের মানুষের বসবাসের প্রমাণ পাওয়া যায় । ভীমবেটকার দেওয়ালে সেই সময়কার মানুষের আঁকা চিত্র বা গুহাচিত্র পাওয়া গেছে ।

গ) সিটাডেল: হরপ্পা সভ্যতার নগর গুলিতে বসতি অঞ্চল দুটি স্পট এবং ভিন্ন এলাকায় বিভক্ত ছিল । এই শহরগুলিতে একটি উঁচু মতো এলাকা থাকতো । এই উঁচু এলাকা গুলিকেই প্রত্নতাত্ত্বিকরা সিটাডেল বলে থাকে । 

 

২) আদিম মানুষ যাযাবর ছিল - নিজের উত্তরের সপেক্ষে তিনটি বাক্য লেখো ।

উত্তর: আদিম মানুষ যে যাযাবর ছিল তার সপক্ষে যথেষ্ট প্রমান বা যুক্তি দেওয়া যায় । তার মধ্যে তিনটি হল-

  • আদিম মানুষের প্রথম দিকে কৃষিকাজ জানা ছিল না । সেই কারনেই তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় খাবারের খোঁজে যেতে হতো । 
  • এদের নিজস্ব কোনো বসবাসের স্থান না থাকার কারণে আদিম মানুষ কে জায়গায় জায়গায় ঘুরে বেড়াতে হতো ।
  • এরা নিজেদের খাবারের খোঁজের পাশাপাশি তাদের পালিত পশুদের খাবার জোগানোর জন্য এক জায়গা থেকে অন্য জায়হায় যাতায়াত করত । 

 

৩) উপযুক্ত তথ্য দিয়ে দুটি সভ্যতার মধ্যে তুলনামূলক আলোচনা করো -

উত্তর : 


মেহেরগড় সভ্যতা

হরপ্পা সভ্যতা

অবস্থান

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ ।

এই সভ্যতা উত্তরে জম্মুর মান্ডা থেকে দক্ষিণে গুজরাট ও কচ্ছ অঞ্চল পর্যন্ত, আবার পশ্চিমে পাকিস্তানের বেলুচিস্তান ও পূর্বের আলমগিরি পর্যন্ত বিস্তৃত ছিল।

সময়কাল

এই সভ্যতার সময়কাল হল- খ্রিস্টপূর্ব ৭০০০-৩৮০০ অব্দ পর্যন্ত ।

এই সভ্যতার সময়কাল হল- খ্রিস্টপূর্ব ৩০০০ - ১৫০০ অব্দ পর্যন্ত ।

বৈশিষ্ট্য

ক) মেহেরগড় সভ্যতার মানুষ ধাতুর ব্যবহার জানতো না।


খ) মেহেরগড় সভ্যতার মানুষ কৃষিকাজ জানতো না।

ক) হরপ্পা সভ্যতাকে তাম্র ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়।


খ) এটি একটি নগর কেন্দ্রিক সভ্যতা ছিল।

 

Class 6 ইতিহাস MODEL TASK PART 1/button/#169c0c

Class 6 ইতিহাস MODEL TASK PART 2 /button/#169c0c

Class 6 ইতিহাস MODEL TASK PART 3/button/#169c0c

 

 

Class 6 এর অন্যান্য মডেল টাস্ক এর লিংক নিচে দেওয়া হলো :

 ▶ Class 6 Math Model Activity Task Part 1

 ▶ Class 6 Math Model Activity Task Part 2

 ▶ Class 6 Math Model Activity Task Part 3

 ▶ Class 6 English Model Activity Task Part 1

 ▶ Class 6 English Model Activity Task Part 2

 ▶ Class 6 English Model Activity Task Part 3 
 
 
 


  আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook এবং YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

Tags: model activity task class 6 all subject, class 6 model activity task, model activity task class 6, WBBSE Class 6 History Model Activity Task Solutions Part 2, model activity task class 6 History Part 2, model activity task class 6 itihas, model activity task class 6 west bengal, class 6 History and Environment model activity task answers 2021, ষষ্ঠ শ্রেণী পরিবশ ও ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা পার্ট  2


© Esho Seekhi Online Education Plarform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post