[PART 1] WBBSE Model Activity Task Class 6 History | ষষ্ঠ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও ইতিহাস উত্তরমালা

 

wbbse-model-activity-task-class6-history-part1

  প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া ষষ্ঠ শ্রেনীর "পরিবেশ ও ইতিহাস" এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 1 এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে |

( Class 6 Model Activity Task History)


WBBSE Model Activity Task

Class 6

পরিবেশ ও ইতিহাস

 Part 1

 অধ্যায়: 

১. ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ |

২. ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা |

 

নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

১) আদিম মানুষের হাতিয়ারের বিবর্তনের একটি সচিত্র বর্ণনা দাও ।

উত্তরঃ আদিম মানুষের হাতিয়ারের বিবর্তনের তিনটি ধারা দেখা গেছে-

ক) পুরোনো পাথরের যুগ: পাথরের হাতিয়ার তৈরির পদ্ধতি ক্রমশ বদলাতে শুরু করেছিল । হাতিয়ার গুলো আকারে ছোটো হয়ে আসছিলো ফলে ওজনেও হালকা হয়ে আসছিলো ও ধারালো হতে শুরু করেছিল । একটি বড়ো আকারের পাথরকে আঘাতের মাধ্যমে ক্ষয় করে তার কিনারার অংশ গুলিকে বের করা হতো । এর ফলে ওজনে বেশি এমন পাথরের ব্যবহার কমতে শুরু করে । পুরোনো পাথরের মধ্যবর্তী যুগে ছুরি জাতীয় হাতিয়ারের ব্যবহার শুরু হয়। 

 

খ) মধ্যবর্তী পাথরের যুগ: মধ্যবর্তী পাথরের যুগে ছুরি গুলো আরও বেশি ধারালো হয়ে যায় ও আকারেও ছোটো হতে থাকে। ছোটো ছোটো হাতিয়ার গুলোকে গাছের ডালের সাথে বেঁধে বা জোড়া লাগিয়ে ব্যবহার করা শুরু হয়।

 

গ) নতুন পাথরের যুগ: নতুন পাথর বা নব্য পাথরের যুগে পাথর দিয়ে হাতিয়ার বানানোর কৌশল অনেক উন্নত হয়েছিল। পাথর কেটে বিভিন্ন রকমের হাতিয়ার বানানোর পাশাপাশি কাজের সুবিধার জন্য ছোটো পাথরের হাতিয়ার তৈরির দিকে বিশেষ নজর দেওয়া হয় । 

 

২) ধাতু, চাকা, আগুন - এই তিনটির মধ্যে কোনটিকে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার বলে তুমি মনে করো।

উত্তর: ধাতু, আগুন ও চাকার - এই তিনটি আবিষ্কারের মধ্যে সবচাইতে প্রয়োজনীয় আবিষ্কার 'আগুন' বলে মনে আমি মনে করি ।

কারণ, প্রচণ্ড শীতের হাত থেকে মানুষকে বাঁচতে সাহায্য করে আগুন। ভয়ঙ্কর সব জীবজন্তুর আক্রমনের হাত থেকে বাঁচার জন্য ব্যবহার করা হতো আগুন। তাছাড়া আগুনের ব্যবহার মানুষের খাদ্যাভাসেও বদল নিয়ে আসে। আদিম মানুষেরা কাঁচা মাংসের পরিবর্তে আগুনে পোড়া নরম মাংস খেতে শুরু করে। মাংস নরম হওয়ায় তাদের চোয়ালে জোর কম লাগতে শুরু করে। ফলত আস্তে আস্তে তাদের চোয়াল সরু হয়ে আসে এবং সামনের ধারালো উঁচু দাঁত ছোটো হয়ে যায় । এইভাবে আস্তে আস্তে শারীরিক বল বাড়তে শুরু করে ও বুদ্ধি ক্রমশ বিকাশ পেতে থাকে । 

 

৩) মনে করো তুমি প্রাচীনকালে হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ শহর হরপ্পায় গেছো - সেখানে গিয়ে তুমি কী কী দেখবে তার একটি চার্ট বানাও |

উত্তরঃ প্রাচীনকালের হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ শহর হরপ্পায় গেলে যা যা দেখা যাবে তা হল- 

  1. শস্য ভাণ্ডার। 
  2. সিটাডেল।
  3. চওড়া পাকা রাস্তা।
  4. স্নানাগার ও শৌচাগার।
  5. মাটির পাত্র।
  6. বাটখারা।
  7. সিলমোহর।
  8. ব্রোঞ্জের নারী মূর্তি।
  9. হরপ্পার গয়না ইত্যাদি। 

 

৪) নীচের কোন কোন কারণগুলি সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি গড়ে ওঠার জন্য প্রযোজ্য ছিল ?

ক) সিন্ধু নদী থেকে পানীয় জল পাওয়া যেত |

খ) সিন্ধু নদীর তীরে মাটি উর্বর ছিল।

গ) সিন্ধু নদী দিয়ে বাণিজ্য হতো |

ঘ) সিন্ধু নদী অববাহিকায় প্রচুর লোহা পাওয়া যেত |

উত্তর: নদীর তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি গড়ে ওঠার জন্য প্রযোজ্য ছিল - 

খ) সিন্ধু নদীর তীরে মাটি উর্বর ছিল ।

গ) সিন্ধু নদী দিয়ে বাণিজ্য করা হতো ।


Class 6 ইতিহাস MODEL TASK PART 1/button/#169c0c

Class 6 ইতিহাস MODEL TASK PART 2 /button/#169c0c

Class 6 ইতিহাস MODEL TASK PART 3/button/#169c0c


Class 6 এর অন্যান্য মডেল টাস্ক এর লিংক নিচে দেওয়া হলো :

 ▶ Class 6 Math Model Activity Task Part 1

 ▶ Class 6 Math Model Activity Task Part 2

 ▶ Class 6 Math Model Activity Task Part 3

 ▶ Class 6 English Model Activity Task Part 1

 ▶ Class 6 English Model Activity Task Part 2

 ▶ Class 6 English Model Activity Task Part 3 
 
 
 


  আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook এবং YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

Tags: model activity task class 6 all subject, class 6 model activity task, model activity task class 6, WBBSE Class 6 History Model Activity Task Solutions Part 1, model activity task class 6 History Part 1, model activity task class 6 itihas, model activity task class 6 west bengal, class 6 History and Environment model activity task answers 2021, ষষ্ঠ শ্রেণী পরিবশ ও ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা পার্ট  1


© Esho Seekhi Online Education Plarform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post