প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের জানুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া সপ্তম শ্রেনীর ভূগোল এর 2022 এর জানুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর
উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 7 Model Activity Task Geography Part 1 2022 Month)
সপ্তম শ্রেণী
ভূগোল
Model Activity Task 2022
Month : January 2022
পূর্ণমান = 20
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১ × ৩ = ৩
১.১ অধিবর্ষের বছরটি হলো −
উত্তর : ক) ১৯৯৬
১.২ তোমার ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে −
উত্তর : গ) দুপুর 12 টায়
১.৩ যে তারিখে মহাবিষুব হয় সেটি হল −
উত্তর : খ) 21 শে মার্চ
২.১ বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য বলে ভুল লেখো : ১ × ২ = ২
২.১.১ ২২ শে ডিসেম্বর পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় ।
উত্তর : ভুল
২.১.২ আমাদের দেশে যখন শরৎকাল দক্ষিণ গোলার্ধে যখন বসন্তকাল ।
উত্তর : ঠিক
২.২ একটি বা দুটি শব্দ উত্তর দাও : ১ × ৩ = ৩
২.২.১ যে কোন কল্পিত রেখার চারদিকে পৃথিবীর আবর্তন করে তার নাম লেখো ।
উত্তর : যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে তার নাম পৃথিবীর অক্ষ ।
২.২.২ বিষুব কথাটির অর্থ কী ?
উত্তর : বিষুব কথাটির অর্থ সমান দিন ও রাত্রি।
২.২.৩ কোন মাসে পৃথিবী সূর্যের সবথেকে কাছে অবস্থান করে?
উত্তর : জানুয়ারি মাসে পৃথিবী সূর্যের সবথেকে কাছে অবস্থান করে |
বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন |
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২ × ২ = ৪
৩.১ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব সময় সমান হয় না কেন?
উত্তর : উপবৃত্তাকার কক্ষপথে একটা ফোকাসে সূর্যও অবস্থান করে। এই কারণে পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ এর সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান হয় না। এক সময় পৃথিবীর সূর্যের কার বেশি কাছে আসে আবার একসময় দূরে চলে যায় ।
৩.২ পৃথিবীর পরিক্রমণ গতির আরেক নাম বার্ষিক গতি কেন ?
উত্তর : পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে। এই সময়টাকে সৌর বছর ধরা হয়। পরিক্রমণ গতির সবাইকে ধরে বছর গণনা করা হয় বলেই একে বার্ষিক গতি বলা হয় ।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৩ × ১ = ৩
অপসূর ও অনুসূরের মধ্যে পার্থক্য লেখো ।
উত্তর :
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও: ৫ × ১ = ৫
চিত্র সহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও ।
উত্তর : যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে তখন উত্তর গোলার্ধে ক্রমশ দিনগুলো বড় আর রাত ছোট হতে থাকে। সারাদিন ধরে সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয়। অথচ রাত ছোট হওয়ায় তেমন ঠান্ডা হওয়ার সময় পায়না। দিনের পর দিন এমন হলে গরম বাড়তে থাকে। এ সময় উত্তর গোলার্ধে সূর্যরশ্মি পরে লম্বভাবে। তাই সূর্যের তাপও প্রবল হয়। এসময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকালের দক্ষিণ গোলার্ধে শীতকাল হয়।
আবার যখন দক্ষিণ গোলার্ধ ও সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে তখন উত্তর গোলার্ধে ক্রমশ দিন ছোট আর রাত বড়ো হতে থাকে। দিনের আলো বেশিক্ষণ থাকে না বলে পৃথিবী বেশিক্ষণ ধরে উত্তপ্ত হতে পারে না। রাতে ঠান্ডা হওয়ার সময়ে অনেকটা বেশি পায়। এই সময় উত্তর গোলার্ধে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ে তাই উষ্ণতা অনেক কমে যায়। এ সময় উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মকাল বিরাজ করে।
CLASS 7 Model Activity Task
January 2022 Part 1 All Links
January 2022丨English Model Activity Task
January 2022丨পরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক
January 2022丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক
January 2022丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক
January 2022丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক
January 2022丨স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্কআমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags:
model activity task 2021 class 7 all subject january 2022 answers, class 7 model activity task 2022,
model activity task class 7 geography 2022, class 8 geography model activity task part 9, model activity task class 7 geography 2022 January Month, model activity task class 7 geography 2022, WBBSE Class 7 Geography Model Activity Task Answers, Class 7 Model Activity Task 2022 Part 1 Answers Geography, সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2022 জানুয়ারী
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.