প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের জানুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
আজকের
এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া সপ্তম শ্রেনীর ইতিহাস এর 2022 এর জানুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর
উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 7 Model Activity Task History 2022 Month)
সপ্তম শ্রেণী
ইতিহাস
Model Activity Task 2022
Month : January 2022
পূর্ণমান = 20
১. শূন্যস্থান পূরণ করো : ১ × ৩ = ৩
ক) ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন __________ ।
উত্তর : গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ।
খ) তাজমহল বানিয়ে ছিলেন __________ ।
উত্তর : সম্রাট শাহজাহান
গ) বর্ধমান পশ্চিমবঙ্গ রাজ্যের একটি ________ মাত্র ।
উত্তর : জেলা
২. ঠিক বা ভুল নির্ণয় করো : ১ × ৩ = ৩
(ক) হিন্দুস্থান শব্দ দ্বারা সমগ্র ভারতবর্ষকে বোঝানো হতো ।
উত্তর : ঠিক
(খ) পোর্তুগীজদের হাত ধরে ভারতে আলু খাওয়ার জল শুরু হয় ।
উত্তর : ঠিক
(গ) সাসানীয়দের শাসন ছিল ইরানে ।
উত্তর : ঠিক
৩. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি - দুটি বাক্যে) : ২ × ২ = ৪
(ক) ইতিহাসের সময় কে কটি যুগে ভাগ করা হয় ও কী কী ?
উত্তর: ইতিহাসের সবাইকে সাধারণত তিনটি যুগে ভাগ করা হয়- প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ ।
(খ) কোন সময়কালকে আদি-মধ্যযুগ বলা হয় ?
উত্তর: রাতারাতি ইতিহাসের যুগ বদলে যায় না । ভারতের ইতিহাসে একটা বড় সময় ছিল যখন প্রাচীন যুগ ধীরে ধীরে শেষ হয়ে আস্তে আস্তে মধ্যযুগ প্রবেশ করে । প্রাচীন যুগের শেষের এবং মধ্যযুগের শুরুর মধ্যবর্তী সময়কে ঐতিহাসিকরা আদি মধ্যযুগ বলে ।
বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন |
৪. নিজের ভাষায় লেখো (তিন-চারটি বাক্যে) : ৫ × ২ = ১০
ক) ইতিহাসের উপাদান কি ? উপাদান এর বিভিন্ন ভাগ গুলি উল্লেখ করো ।
উত্তর : ❑ পুরোনো দিনের বাস্তব চিত্র ফুটিয়ে তুলতে যে বিষয়টির মূল্যায়ন গুরুত্বপূর্ণ তা হল ইতিহাস। ইতি অর্থাৎ পূর্বে ঘটিত সব ঘটনার সংযোগে তৈরী হয় ইতিহাস। পূর্বে সামাজিক পরিকাঠামো, আচার-আচরণ, ধর্মীয় রীতি নীতি ও রাজনৈতিক অবস্থা বুঝতে যে বিষয় গুলি নিয়ে আলোচনা করা হয় সেহুলি হল- স্থাপত্য, দুর্গ, রাজপ্রাসাদ, গুহা, ভাস্কর্য চিত্র, লিপি, পত্রিকা, সংবাদপত্র, মুদ্রা, আদিম মানব, ঐতিহাসিক চরিত্র, পোশাক, সামরিক যন্ত্রাদি ইত্যাদি কে ইতিহাসের উপাদান বলে।
❑❑ ইতিহাসের সব উপাদান একরকম নয় । একটি পুরোনো মূর্তি, পুরোনো মুদ্রা বা পুরোনো বই এক জিনিস নয়। তাই ইতিহাসের উপাদানগুলিকেও নানা ভাগে ভাগ করা হয়। যেমন- লেখ, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, লিখিত উপাদান। পাথর বা ধাতুর পাত এই লেখা থেকে পুরোনো দিনের অনেক কথা জানা যায়। সেগুলিকে বলা হয় ' লেখ '। তামার পাতের লেখা হলে তা হল তাম্রলেখ। আবার পাথরের ওপর লেখা হলে তা হয় শিলালেখ আর কাগজে লেখা গুলিকে বলা হয় লিখিত উপাদান ।
খ) মধ্যযুগের ভারত কেমন ছিল ?
উত্তর: আগে প্রাচীন লোকেরা বলতেন অন্ধকারে ডুবে গিয়েছিল মানুষের জীবন। কোন কিছুতেই নাকি কোন উন্নতি হয়নি তবে আজকাল আর সে কথা মানা হয় না। টুকরো টুকরো উপাদান জুড়ে ঐতিহাসিকেরা সে সময়কার ইতিহাস লিখেছেন। তাতে দেখা যায় তখন জীবনের নানাদিকে অনেক কিছুরই উন্নতি করেছিল ভারতের মানুষ।
একদিকে ছিল নানান ধরনের নতুন যন্ত্র কৌশলের ব্যবহার। কুয়ো থেকে জল তোলা, তাঁত বোনা বা যুদ্ধের অস্ত্র বিজ্ঞানের ছোঁয়ায় বদলে গিয়েছিল অনেক কিছুই। অনেক নতুন খাবার ও পানি ওর কথাই সময় জানতে পারা যায়। এর সবচেয়ে মজার উদাহরণ হল রান্নায় আলুর ব্যবহার পোর্তুগিজের হাত ধরে এদেশের আলু খাওয়ার জল শুরু হয়।
দেশ শাসনে এবং রাজনীতিতেও নতুন অনেক কৌশল দেখা দিয়েছিল। শুধু রাজ্যবিস্তার নয় জনগণের ভালো-মন্দের কথা ও শাসকদের ভাবতে হয়। অর্থনীতিতে একদিকে ছিল কৃষি অন্যদিকে ছিল ব্যবসা-বাণিজ্য। তৈরি হয়েছিল নতুন নতুন শহর, নগর । কিন্তু শিল্প হোকনা সাহিত্য সবেতেই সাধারণ গরিব মানুষের কথা খুব বেশি উঠে আসেনি। সেসবের বেশিরভাগই ছিল শাসকের গুণে ভরা ।
CLASS 7 Model Activity Task
January 2022 Part 1 All Links
January 2022丨English Model Activity Task
January 2022丨পরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক
January 2022丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক
January 2022丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক
January 2022丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক
January 2022丨স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক
আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags:
model activity task 2021 class 7 all subject january 2022 answers, class 7 model activity task 2022,
model activity task class 7 history 2022, class 8 history model activity task part 9, model activity task class 7 history 2022 January Month, WBBSE Class 7 History Model Activity Task Answers, Class 7 Model Activity Task 2022 Part 1 Answers History, সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2022 জানুয়ারী
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.