[2022] WBBSE Class 7 Health and Physical Education Part 1 2022 January Solutions | সপ্তম শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী 2022 | Banglar Shiksha Portal

 

wbbse-class7-model-activity-task-health-and-physical-education-solutions-part1-january-2022

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের জানুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া সপ্তম শ্রেনীর  স্বাস্থ্য ও শারীরশিক্ষা (sasto o sarir sikha) এর 2022 এর জানুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 7 Model Activity Task Health and Physical Education Part 1 2022 January Month)

সপ্তম শ্রেণী

স্বাস্থ্য ও শারীরশিক্ষা

Model Activity Task 2022

Month : January 2022

পূর্ণমান = 20

শারীরশিক্ষার মৌলিক ধারণা 

 

১. বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :    ১ × ৩ = ৩ 

(ক) "শ্রদ্ধা ও আত্মবিশ্বাস মানুষকে শক্তিশালী করে তোলে ।" কে বলেছেন ?

উত্তরঃ (iii) স্বামী বিবেকানন্দ


২. "শারীরিক কার্যক্রমহীনতা প্রত্যেক মানুষের উত্তম শারীরিক অবস্থাকে ধ্বংস করে । অপরদিকে অঙ্গ সঞ্চালন ও পরিকল্পিত শারীরিক ব্যায়াম -এর রক্ষা করে ও সংরক্ষণ করে ।" কে বলেছেন ?

উত্তরঃ (ii) প্লেটো


৩. "তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না যা বিশ্বসত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে ।" কে বলেছেন ?

উত্তরঃ (iii) রবীন্দ্রনাথ ঠাকুর


২. শূন্যস্থান পূরণ করো :   ১ × ৫ = ৫

(ক) শারীরশিক্ষার উদ্দেশ্য হল শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে ব্যক্তিসত্তার _________ বিকাশসাধন । 

উত্তরঃ পরিপূর্ণ


(খ) শারীরশিক্ষার উদ্দেশ্য বলতে বুঝি শারীরশিক্ষার লক্ষ্যে পৌঁছানোর ধাপগুলির _______ ।

উত্তরঃ সমষ্টিকে


(গ) শরীর চর্চা, খেলা, ড্রিল, উষ্ণীকরণ, শারীরিক প্রশিক্ষণ, জিমন্যাস্টিকস, অ্যাথলেটিকস, বিনোদন প্রভৃতি ক্ষেত্রে শারীরশিক্ষার _______ বিস্তৃত ।

উত্তরঃ পরিধি


(ঘ) _____ দেহভঙ্গি ও সুঅভ্যাস গঠনে সাহায্য করে ।

উত্তরঃ  ড্রিল


(ঙ) জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য জ্ঞানার্জন, করমের জন্য শিক্ষা, একত্রে _____ শিক্ষা ও প্রকৃত মানুষ তৈরির জন্য শিক্ষা ।

উত্তরঃ বসবাসের

বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন

৩. টীকা লেখো :  ২ × ২ = ৪

(ক) শরীরচর্চা :

উত্তর : অতীতে অন্যান্য সংস্কৃতির পাশাপাশি শারীরিক সংস্কৃতি বাঁ শরীরচর্চার প্রচলন হয়েছিল । শারীরিক সংস্কৃতি বলতে সুন্দর, সৌন্দর্যময় পেশিবহুল শরীরলাভের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতিকে বোঝায় । শরীরের বাহ্যিক সৌন্দর্যকে প্রকাশ করার পদ্ধতিকে শারীরিক সংস্কৃতি বলা হয়ে থাকে ।

 

(খ) অ্যাথলেটিকস :

উত্তর : অ্যাথলেটিকস  শব্দটি গ্রিক শব্দ অ্যাথলস থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ প্রতিযোগিতা এবং এতে অংশগ্রহণকারীদের বলা হয় অ্যাথলিট । ব্যাপক অর্থে সমস্ত খেলাধুলাকেই অ্যাথলেটিকস বলে হয় । যেমন- ফুটবল, কাবাডি, দৌড়ানো, লাফান ইত্যাদি । সংকীর্ণ অর্থে অ্যাথলেটিকস বলতে ট্র্যাক এবং ফিল্ড ইভেন্টগুলিকে বোঝায় ।


৪. রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও :  ২ × ৪ = ৮

(ক) শারীরশিক্ষার লক্ষ্য বলতে কী বোঝো লেখো ।

উত্তরঃ শারীরশিক্ষার লক্ষ্য হল প্রতিটি শিশুকে শারীরিক, মানসিক, সামাজিক ও প্রাক্ষোভিক ভাবে সক্ষম করে তলা এবং তার নৈতিক গুণাবলি ও বৌদ্ধিক গুণের বিকাশ ঘটানো, যা তাকে সমাজে সুস্থভাবে বাঁচতে ও সুনাগরিকরূপে পরিচিতি লাভ করতে সাহায্য করে ।


(খ) শারীরশিক্ষার উদ্দেশ্যগুলি তালিকাভুক্ত করো ।

উত্তরঃ শারীরশিক্ষার উদ্দেশ্যগুলি হল :

(i) শারীরিক তন্ত্রগত বিকাশ ঘটানো ।

(ii) দক্ষতার বিকাশ ঘটানো ।

(iii) সামাজিক বিকাশ সাধন করা ।

(iv) স্বাস্থ্যের বিকাশ ঘটানো ।

(v) শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগত অভিজ্ঞতা অর্জন ।


(গ) বিনোদন বলতে কী বোঝো লেখো ।

উত্তরঃ বিনোদন হল স্বতঃস্ফূর্তভাবে ব্যক্তি অবসর সময়ে সমাজ স্বীকৃত যে কাজে অংশগ্রহণের তাৎক্ষণিক ও সহজাত তৃপ্তিলাভ করে । বিনোদনের প্রধান চারটি শর্ত হল - 

(i) অবসর সময়

(ii) স্বেচ্ছায় অংশগ্রহণ

(iii) সমাজ স্বীকৃত কাজ

(iv) সহজাত তৃপ্তিলাভ 

দৈনন্দিন জীবনের শারীরিক ও মানসিক ক্লান্তির হাত থেকে মুক্ত হওয়ার জন্য বিনোদনের ভূমিকা উল্লেখযোগ্য ।

 

(ঘ) জীবনব্যাপী শিক্ষার লক্ষ্যগুলি তালিকাভুক্ত করো ।

উত্তরঃ জীবনব্যাপী শিক্ষার লক্ষ্যগুলি হল :

(i) জ্ঞানার্জন বা জানার জন্য শিক্ষা ।

(ii) কর্মের জন্য শিক্ষা বা কর্মদক্ষতা অর্জনের জন্য শিক্ষা ।

(iii) সকলের সঙ্গে মিলেমিশে বাঁচার শিক্ষা বা একত্রে বসবাসের শিক্ষা ।

(iv) মানুষ হয়ে ওঠার জন্য বা প্রকৃত মানুষ তৈরির জন্য শিক্ষা ।

 



আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2022 class 7 all subject january 2022 answers, class 7 model activity task 2022, model activity task class 7 Health and Physical Education Part 1 2022, class 7 Health and Physical Education model activity task part 9, model activity task class 7 health and physical education part 1 2022 January Month, WBBSE Class 7 Health and Physical Education Model Activity Task Answers, class 7 model activity task health and physical education part 1 2022, Class 7 Model Activity Task 2022 Part 1 Answers Sastho O Sharir Shiksha Esho Seekhi, সপ্তম  শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2022 জানুয়ারী

© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post