[PART 1] WBBSE Class 7 Science Model Activity Task Part 1January 2022 Solutions | সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী 2022 | Banglar Shiksha Portal

wbbse-class7-model-activity-task-science-solutions-january-month-2022
 

প্রিয় ছাত্রছাত্রীরা, এসো শিখিতে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো 2022 সালের জানুয়ারী মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক |


আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া সপ্তম শ্রেনীর পরিবেশ ও বিজ্ঞান এর 2022 এর জানুয়ারী মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে | ( Class 7 Model Activity Task Science Part 1 January 2022 Month)

সপ্তম শ্রেণী

পরিবেশ ও বিজ্ঞান

Model Activity Task 2022

Month : January 2022

পূর্ণমান = 20

১. ঠিক উত্তর নির্বাচন করো :  ১ × ৪ = ৪

১.১ ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্ক যথাক্রমে

উত্তর : (গ) 212°, 32°

 

১.২ সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে যথাক্রমে বরফের গলনাঙ্ককে ধরা হয়

উত্তর : (ঘ) 0°, 32°

 

১.৩ তরল থেকে বাষ্পে পরিবর্তিত হওয়াকে বলা হয়

উত্তর : (খ) বাষ্পীভবন

 

১.৪ জলের বাষ্পীভবনের লীন তাপ 540 cal/গ্রাম কথার অর্থ হল

উত্তর : (ক) 1 গ্রাম জল সম উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত হতে হলে পরিবেশ থেকে 540 cal তাপ গ্রহণ করবে ।

 

২. ঠিক বাক্যের পাশে '✔' আর ভুল বাক্যের পাশে '✖' দাও : ১ × ৪ = ৪

২.১ তাপ কোনো বস্তু নয়, তাপ হলো শক্তি ।

উত্তর :   ✔  

 

২.২ সব উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের উষ্ণতা পৃথক হবে ।

উত্তর :   ✖  


২.৩ SI পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি ।

উত্তর :   ✖  

সঠিক উত্তর : SI পদ্ধতিতে তাপের একক হলো জুল


২.৪ সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্কের মান আলাদা হলেও তা একই ভৌত ঘটনার সাপেক্ষে ধরা হয়েছে ।

উত্তর :   ✔  

বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :  ২ × ৩ = ৬

৩.১ কোনো থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় জড়ালে থার্মোমিটারের পাঠ কমে যায় কেন ?

উত্তর : কোনো থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় জড়ালে থার্মোমিটার পাঠ কমে যায় কারণ ভেজা কাপড় থেকে জল বাষ্পীভূত হওয়ার সময় প্রয়োজনীয় লীনতাপ থার্মোমিটার কুণ্ড ও তার ভেতরে থাকা পারদ থেকে সংগ্রহ করে । ফলে পারদের আয়তন কমে যায় এবং থার্মোমিটারের পাঠ কমে যায় ।


৩.২ গরমকালে মাটির কলসির জল ঠাণ্ডা থাকে কেন ?

উত্তর :  চোখে দেখা না গেলেও মাটির কলসির গায়ে অসংখ্য সুক্ষ্ম সুক্ষ্ম ছিদ্র থাকে । এই ছিদ্রগুলি দিয়ে কলশির ভেতরে থাকা জল চুঁইয়ে চুঁইয়ে বাইরে বেরিয়ে আসে এবং এই জলের বাষ্পীভবন ঘটে । এই বাষ্পীভবনের জন্য জল তার প্রয়োজনীয় লীনতাপ কলসিও কলসির ভেতরে থাকা জল থেকে গ্রহণ করে । এর ফলে কলসি এবং তার ভেতরে থাকা জলের উষ্ণতা কমে যায় এবং কলসির জল ঠান্ডা থাকে ।

 

৩.৩ মাটির চেয়ে জলের আপেক্ষিক তাপের মান বেশি । একটি নির্দিষ্ট পরিমাণের জল ও মাটিতে সমপরিমাণ তাপ দিলে কোনটির উষ্ণতা বেশি হবে ? ধরে নাও দুটি ক্ষেত্রেই প্রাথমিক উষ্ণতা একই আছে ।

উত্তর : আমরা জানি, কোন পদার্থের একক ভরের উষ্ণতা 1° বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে । যেহেতু মাটির চেয়ে জলের আপেক্ষিক তাপ বেশি তাই নির্দিষ্ট পরিমাণ জল ও মাটিতে সমপরিমাণ তাপ দিলে মাটির উষ্ণতা বৃদ্ধির পরিমাণ জলের তুলনায় কম হবে । সুতরাং, মাটির উষ্ণতা বেশি হবে

 

৪. তিনটি বা চারটি বাক্যে উত্তর দাও : ৩ × ২ = ৬

৪.১ $\small -40^{\circ} F$ কত ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে সমান তা নির্ণয় করো ।

উত্তর : আমরা জানি, $\small \frac{C}{5}=\frac{F-32}{9}$ 

প্রশ্নানুসারে, $\small F = -40^{\circ}$ 

∴ $\small \frac{C}{5}=\frac{-40-32}{9}$ 

বা, $\small \frac{C}{5}=\frac{-72}{9}$ 

বা, $\small \frac{C}{5}=-8$  

বা, $\small C=- \thinspace 8 \times 5$  

∴ $\small C= - \thinspace 40$  

− 40℉ উষ্ণতা − 40℃ কত ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে সমান ।

 

৪.২ উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা করো নীচের কথাটি কেন সবসময় ঠিক নয়-"কোনো পদার্থে তাপ প্রয়োগ করলে সবসময়েই তার উষ্ণতা বৃদ্ধি পাবে" ।

উত্তর : 0℃ উষ্ণতার এক টুকরো বরফকে ঘরেরে উষ্ণতায় রাখলে কিছুক্ষণ পর বরফ গলে জলে পরিণত হতে শুরু করে । গলনের সময় থার্মোমিটারে গলতে থাকা বরফের উষ্ণতা পরিমাপ করলে দেখা যাবে বরফের উষ্ণতা 0℃ তেই রয়েছে । বরফ তাপ গ্রহণ করলেও বরফের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায়নি । সুতরাং, "কোনো পদার্থে তাপ প্রয়োগ করলে সবসময়েই তার উষ্ণতা বৃদ্ধি পাবে" − এই উক্তি সর্বদা সত্যি নয় । 


     CLASS 7 Model Activity Task 

   January 2022 Part 1 All Links   

January 2022丨English Model Activity Task 

January 2022丨পরিবেশ ও বিজ্ঞান মডেল টাস্ক

January 2022丨গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক

January 2022丨ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

January 2022丨ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

January 2022丨স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল টাস্ক

 


আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |


  

এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task 2021 class 7 all subject january 2022 answers, class 7 model activity task 2022, model activity task class 7 science 2022, class 7 science model activity task part 9, model activity task class 7 Science 2022 January Month, model activity task class 7 part 1 science, WBBSE Class 7 Science Model Activity Task Answers, Class 7 Model Activity Task 2022 Part 1 Answers Science, সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরমালা 2022 জানুয়ারী

© Esho Seekhi Online Education Platform

0/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post