Processing math: 100%
MrJazsohanisharma

WBBSE Model Activity Task Class 7 Mathematics [PART 2] | সপ্তম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান

 

model-activity-task-class7-mathematics-part2

 প্রিয় ছাত্রছাত্রীরা , এসো শিখিতেতোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া সপ্তম শ্রেনীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধানগুলি আলোচনা করেছি |

 

Model Activity Task

Class 7

Mathematics : Part 2

 

 

1. নীচের বহু পছন্দভিত্তিক প্রশ্নের উত্তর দাও :

কোনো অনুপাতের পূর্ব পদ < উত্তর পদ হলে, অনুপাতটি হবে

(a) গুরু অনুপাত

(b) লঘু অনুপাত

(c) সাম্যানুপাত

(d) অপ্রকৃত ভগ্নাংশ 

উত্তর: (b) লঘু অনুপাত

 

2.শূন্যস্থান পূরণ করো:

(i) x×y0×z1=__________

সমাধান: 

x×y0×z1

 

=x×1×1z

 

=xz (উত্তর)

 

3.দুটি সরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 এবং 6:10, কোনটি বেশি মিষ্টি হিসাব করে লেখো |

উত্তর: 

প্রথম সরবতে সিরাপ : জল  =2:5 =(2×2):(5×2)=4:10

দ্বিতীয় সরবতে সিরাপ : জল =6:10

∵ দ্বিতীয় সরবতে সিরাপের পরিমান বেশি |

∴ দ্বিতীয় সরবত বেশি মিষ্টি |

 

4.গুন করো:

(43x2yz)×(13y2zx)×(6xyz2)

=(43×13×26)×x2+1+1×y1+2+1×z1+1+2

 

=83x4y4z4 (উত্তর)

 

5. একটি খনিতে একটি লিফট 8 মিনিটে 24 মিটার নীচে নামে|লিফটটা যদি সমবেগে চলে তবে লিফটটা 6 মিনিটে কত মিটার নীচে থাকবে ? ওই লিফটটা যদি ভূমির 10 মিটার উপর থেকে নীচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নীচে থাকবে ?

উত্তর:  প্রথম ধাপ:

একটি লিফট 8 মিনিটে 24 মিটার নীচে নামে

∴ লিফটটি 1 মিনিটে নিচে নামবে =248=3 মিটার

∴ লিফটটি 6 মিনিটে নিচে নামবে =6×3=18 মিটার

দ্বিতীয় ধাপ:

একটি লিফট 1 মিনিটে 3 মিটার নীচে নামে

∴ লিফটটি 70 মিনিটে (70×3)=210 মিটার নীচে নামে

এখন লিফটটি যদি ভূমির 10 মিটার উপর থেকে নীচে নামতে শুরু করে

তাহলে 70 মিনিটে লিফট ভূমির (21010)=200 মিটার নীচে থাকবে |

 

READ ALSO:

Class 7 Math Model Activity Task Part 2

Class 7 Math Model Activity Task Part 3

Class 7 Science Model Activity Task Answers Part 1 

Class 7 Science Model Activity Task Answers Part 2

Class 7 Science Model Task Answers Part 3

 


এছাড়া তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram

এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook

 

Tags: model activity task class 7, model activity task class 7 mathematics, model activity task class 7 math, WBBSE Class 7 Mathematics Model Activity Tasks Solutions, Class 7 Math Model Activity Task Solutions Part 2, WBBSE Class 7 Mathematics Model Activity Task Solution Part 2, সপ্তম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান

1/Post a Comment/Comments

Please give your valuable comments. It helps us to improve our content.

Post a Comment

Please give your valuable comments. It helps us to improve our content.

Previous Post Next Post