
প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই সুস্থ রয়েছো । আজকের এই পোস্টটিতে আমরা আলোচনা করবো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের Online Portal থেকে দেওয়া সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান Model Activity Task এর Part 1 এর উত্তরগুলি । (WBBSE Class 7 Science Model Activity Task Solutions)
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো:
১. একটি বস্তুর উষ্ণতা 40℃ হলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে নির্ণয় করো |
উত্তর: আমরা জানি,
C5=F−329
বা, 8⧸4⧸0⧸5=F−329
বা, 8=F−329
বা, F−32=72
বা, F=72+32
∴ F=104
∴ ফারেনহাইট স্কেলে ওই বস্তুর উষ্ণতা হবে 104℉ (উত্তর)
২. ম্যারাসমাস রোগের ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা যায় ?
উত্তর: ম্যারাসমাস রোগের লক্ষণ
- দেহের ওজন কমে যায় |
- হাত পা গুলি খুব সরু হয়ে যায় |
- দেহের রং ফ্যাকাশে হয়ে যায় |
- মস্তিস্কের বৃদ্ধি ব্যাহত হয় |
৩. তুঁতের জলীয় দ্রবনে একটা লোহার পেরেক ডুবিয়ে দিলে কিছুক্ষণ পড়ে কী পরিবর্তন দেখবে ? এটি কী ধরনের বিক্রিয়া ?
উত্তর: তুঁতের বা কপার সালফেটের (CuSO₄) জলীয় দ্রবনে লোহার পেরেক ডুবিয়ে রাখলে কপার সালফেটের জলীয় দ্রবণ থকে কপার অর্থাৎ তামা এসে লোহার পেরেকের গায়ে লালচে বাদামী রঙের আস্তরণ তৈরী করে |
◼◼ এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া কারণ, লোহার পরমাণু কপার সালফেটের কপারকে প্রতিস্থাপিত করে ফেরাস সালফেট (FeSO₄) উৎপন্ন করে |
বিক্রিয়ার শমিত সমীকরণ টি হলো:
Fe+CuSO4=FeSO4+Cu
৪. তোমার দেহ থেকে কোন কোন উপায়ে জল বাইরে বেরিয়ে যায় ব্যাখ্যা করো |
উত্তর: আমাদের দেহ থেকে জল বেরিয়ে যাওয়ার উপায়গুলি নিম্নরূপ:
♦ মল ও মূত্রের মাধ্যমে |
♦ ঘামের মাধ্যমে |
♦ নিশ্বাস ও প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে |
♦ কখনো কখনো বমির মাধ্যমে |
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
এছাড়া তোমাদের আরোকোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Thank you sir
ReplyDeleteYou're most Welcome.
Deleteভবিষ্যতে আমাদের পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করে রাখতে পারেন | আমাদের ফেসবুক পেজে জয়েন হতে পাশের Follow Us এর ফেসবুক এ ক্লিক করুন |
DIBYENDU Datta
ReplyDeleteYes..:)
DeletePost a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.