প্রিয় ছাত্রছাত্রীরা , এসো শিখিতেতোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া সপ্তম শ্রেনীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধানগুলি আলোচনা করেছি |
Model Activity Task
Class 7
Mathematics : Part 1
নীচের প্রশ্নগুলি উত্তর দাও:
১. অনুপাত বলতে দুটি ___________ রাশির তুলনা বোঝায় |
উত্তর: সমজাতীয় রাশির
২.অনুপাতে কোনো _________ নেই |
উত্তর: একক |
৩. $\small a^b$ এতে নিধান _________|
উত্তর: $\small a$
৪. যদি $\small a:b=2:3$ এবং $\small b:c=2:3$ হয়, তবে $\small a:b:c$=কত?
উত্তর: $\small a:b=2:3$ অনুপাতের উভয় পদকে 2 দ্বারা গুন করে পাই,
$\small a:b=(2\times 2): (3 \times 2)=4:6$
$\small b:c=2:3$ এর উভয় পদকে 3 দ্বারা গুন করে পাই,
$\small b:c=(2\times 3): (3 \times 3)=6:9$
∴ আমরা লিখতে পারি,
$\small a:b:c=4:6:9$
৫. 9000 টাকা তিন বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হল যাতে প্রথম বন্ধু যা পায়, দ্বিতীয় বন্ধু তার দ্বিগুন পায় এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পায় | কে কত টাকা পেল ?
উত্তর:
ধরি, প্রথম বন্ধু $\small x$ টাকা পায়
∴ দ্বিতীয় বন্ধু পায় $\small =2x$ টাকা এবং
তৃতীয় বন্ধু পায় $\small =\frac{x+2x}{2}=\frac{3x}{2}$ টাকা
∴ প্রশ্নানুসারে,
$\small \left \{ x+2x+\frac{3x}{2} \right \}=9000$
বা, $\small\frac{2x+4x+3x}{2}=9000$
বা, $\small \frac{9x}{2}=9000$
বা, $\small x=\overset{1000} \thinspace \not9\not0\not0\not0\times \frac{2}{\not9}$
বা, $\small x=2000$
∴ প্রথম বন্ধু পাবে $\small 2000$ টাকা
দ্বিতীয় বন্ধু পাবে $\small =2\times 2000 = 4000$ টাকা এবং
তৃতীয় বন্ধু পাবে $\small =\frac{3\times \overset{1000} \thinspace \not2\not0\not0\not0}{\not2} = 3000 $ টাকা |
আশা করি তোমরা উত্তরগুলি নিজেদের খাতায় টুকে নিয়েছ | আমাদের দ্বারা প্রকাশিত মডেল টাস্ক এর উত্তরগুলি ভালো লেগেথাকলে আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারো এবং আমাদের youtube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো | নিচে দেওয়া লিংক থেকে Facebook YouTube জয়েন করো |
আরও পড়ুন:
➤ Class 7 Math Model Activity Task Part 2
➤ Class 7 Math Model Activity Task Part 3
➤ Class 7 Science Model Activity Task Answers Part 1
➤ Class 7 Science Model Activity Task Answers Part 2
➤ Class 7 Science Model Task Answers Part 3
এছাড়া তোমাদের আরোকোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারো অথবা আমাদের ফেসবুকে অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো |
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পাশের লিঙ্কে ক্লিক করুন : Telegram
এছাড়া আমাদের ফেসবুক পেজেও প্রশ্নের ছবি তুলে পাঠাতে পারো | আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক করো 👉 Esho Seekhi Facebook
Tags: model activity task class 7, model activity task class 7 mathematics, model activity task class 7 math, WBBSE Class 7 Mathematics Model Activity Tasks Solutions, WBBSE Class 7 Mathematics Model Activity Task Solution Part 1, সপ্তম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান
Post a Comment
Please give your valuable comments. It helps us to improve our content.